ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৬ পৃষ্ঠা ৪
  • তাদের বুঝতে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তাদের বুঝতে সাহায্য করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তৎপরতার মনোভাব নিয়ে সুসমাচার উপস্থিত করা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘এখনই, তাদের মহান সৃষ্টিকর্তাকে স্মরণ’ করতে যুবক-যুবতীদের সাহায্য করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রকৃত সুখের এক চাবিকাঠি
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৬ পৃষ্ঠা ৪

তাদের বুঝতে সাহায্য করুন

১ প্রেরিত পিতর স্বীকার করেছিলেন যে বাইবেলে বর্ণিত কিছু বিষয় “বুঝা কষ্টকর।” (২ পিতর ৩:১৬) অনেকে সেটাই মনে করেছে। কিন্তু এর মৌলিক শিক্ষাগুলি, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিভাবে আমরা আগ্রহী ব্যক্তিদের সাহায্য করতে এটি এবং আপনার পারিবারিক জীবন সুখী করা বইটির সদ্ব্যবহার করতে পারি।

২ যদি আপনি প্রথম সাক্ষাতে যোহন ১৭:৩ পদের বিষয় আলোচনা করে থাকেন, তাহলে আপনি এই বলার দ্বারা আরও বেশি জ্ঞান নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিতে পারেন:

◼“গতবারে যখন আমি এখানে এসেছিলাম, তখন আমরা যোহন ১৭:৩ পদে পড়েছিলাম যে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেওয়া অনন্ত জীবনে পরিচালিত করতে পারে। কিন্তু যে জগতে আমরা বর্তমানে বাস করছি আপনি কি তাতে অনন্তকাল বেঁচে থাকতে চান? [উত্তরের অপেক্ষা করুন।] অধিকাংশই চাইবে না। এই কারণে যখন আমরা ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন সেই সম্বন্ধে শুনি আমরা আনন্দিত হতে পারি। ১২ ও ১৩ পৃষ্ঠায় ১২ অনুচ্ছেদে যিশাইয় ১১:৬-৯ পদ পড়ুন আর তারপর, ওই পৃষ্ঠাগুলিতে দেওয়া ছবিগুলি ব্যবহার করে যখন “প্রথম বিষয় সকল লুপ্ত হইবে” তখন পৃথিবী কিরকম হবে তা বর্ণনা করুন। আরও আলোচনা করার জন্য পুনরায় ফিরে আসার প্রস্তাব দিন।

৩ ঈশ্বরের রাজ্য দুর্দশার শেষ আনবে তা দেখাতে যদি আপনি পৃষ্ঠা ১৫৬ থেকে ১৬২ ব্যবহার করেন, তাহলে আপনি পুনরায় বইটির পৃষ্ঠাগুলি খুলে বলতে পারেন:

◼“এখানে বর্ণিত আশীর্বাদগুলি যা ঈশ্বরের রাজ্যের অধীনে লোকেরা উপভোগ করবে তা আলোচনা করেছিলাম। সেই রাজ্যের অধীনে যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কী করতে হবে বলে আপনি মনে করেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] ২৫০ পৃষ্ঠায় ২ অনুচ্ছেদটি খুলুন এবং ইব্রীয় ১১:৬ পদ পড়ুন। ঈশ্বরের অন্বেষণ এবং তাঁকে গ্রহণযোগ্যরূপে উপাসনা করতে সহৃদয় ব্যক্তিদের যিহোবার সাক্ষীরা সাহায্য করছে তা বর্ণনা করুন।

৪ যদি আপনি গৃহকর্তার কাছে “এই জগৎ কি রক্ষা পাবে?” ট্র্যাক্টটি ছেড়ে গিয়ে থাকেন যিনি কথোপকথন করার ব্যাপারে খুব ব্যস্ত ছিলেন, তাহলে আপনি এই উপস্থাপনাটি ব্যবহার করতে পারেন:

◼“সম্প্রতি যখন আমি এসেছিলাম, তখন আপনি খুব ব্যস্ত ছিলেন। আমি আপনার কাছে একটি ট্র্যাক্ট ছেড়ে গিয়েছিলাম যেটি এই সংকটপূর্ণ সময়ে জগতের রক্ষা সম্বন্ধে একটি প্রশ্ন তুলেছিল। আমরা প্রকাশিত বাক্য ২১:৪ পদটি পড়ি যেটি এখানে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটিতে উদ্ধৃত করা হয়েছে [পৃষ্ঠা ১৬২-এ এটি পড়ুন।] যখন ‘ঈশ্বর সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন’ তখন তা কেমন হবে সেই সম্বন্ধে এই ছবিগুলি [পৃষ্ঠা ১৫৬ থেকে ১৬২] আপনাকে ধারণা দেয়। নিকট ভবিষ্যতে এই প্রতিজ্ঞা যে পরিপূর্ণ হবে এই বইটি তার দৃঢ় প্রমাণ দেয়। যদি আপনি তা পড়তে চান, তাহলে এটি হল আপনার কপি।”

৫ এই উপস্থাপনাটি নিয়ে আপনি হয়ত “আপনার পারিবারিক জীবন সুখী করা” বইটি অর্পণের প্রতি ফিরে যেতে পারেন:

◼“প্রথম যখন আমি আপনার কাছে এসেছিলাম তখন আমি আপনার পরিবার সম্বন্ধে আপনার চিন্তা দেখে প্রভাবিত হয়েছিলাম। যেহেতু আমরা এই দুষ্ট বিধি ব্যবস্থার শেষে বাস করছি, তাই ভবিষ্যতের জন্য পরিবারগুলিকে প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজন। এই উদ্দেশ্য নিয়ে আপনার পারিবারিক জীবন সুখী করা নামক যে বইটি আমি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম তা গৃহেতে নিয়মিত বাইবেল আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়ভাবে সুপারিশ করে। [পৃষ্ঠা ১৮৫-৬-এ ১০ অনুচ্ছেদটি পড়ুন।] যদি সম্ভব হয়, তাহলে কিভাবে লোকেরা প্রায় ২০০টি দেশে পরিবারগতভাবে গৃহেতে বাইবেল অধ্যয়ন আলোচনা করে তা প্রদর্শন করতে কয়েক মিনিট নিতে চাই।” যদি সময় থাকে, অধ্যয়নটি প্রদর্শন করতে পৃষ্ঠা ৭১-এ উপশিরোনামের নিচে বিষয়বস্তুটি আলোচনা করুন।

৬ যদি আপনি আগ্রহ দেখেন, তাহলে একটি বাইবেল অধ্যয়ন শুরু করার ব্যবস্থা করুন। “অমায়িকদিগকে বুদ্ধিমান” করতে সাহায্য করে আপনি অবশ্যই আরও আনন্দ খুঁজে পাবেন।—গীত. ১১৯:১৩০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার