যিহোবার সাক্ষীরা—সত্য সুসমাচার প্রচারক
১ রাজ্যের সুসমাচার প্রচার করার জন্য তাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়ে যীশু খ্রীষ্ট তাঁর সমস্ত শিষ্যদের উপর সুসমাচার প্রচারের দায়িত্ব অর্পণ করেছিলেন। (মথি ২৪:১৪; প্রেরিত ১০:৪২) তাঁর প্রাথমিক শিষ্যেরা এই ক্ষেত্রে আদর্শ স্থাপন করেছিলেন কারণ তারা ক্ষান্ত না হয়ে রাজ্য সম্বন্ধে কথা বলতেন—কেবল উপাসনার স্থানগুলিতেই নয় কিন্তু সাধারণ্যে এবং গৃহ থেকে গৃহে গিয়ে, যেখানেই তারা লোকেদের সাক্ষাৎ পেতেন। (প্রেরিত ৫:৪২; ২০:২০) আজকে যিহোবার সাক্ষী হিসাবে, আমরা ২৩২টি দেশে রাজ্যের বার্তা প্রচার করে এবং শুধুমাত্র গত তিন বছরে দশ লক্ষের বেশি নতুন শিষ্যদের বাপ্তাইজিত করে নিজেদের সত্য খ্রীষ্টীয় সুসমাচার প্রচারক বলে প্রমাণিত করেছি! আমাদের সুসমাচার প্রচারের কাজ কেন এত বেশি সফলতা অর্জন করেছে?
২ সুসমাচার আমাদের উত্তেজিত করে: সুসমাচার প্রচারকেরা হলেন সুসমাচারের প্রচারক অথবা বার্তাবাহক। ঠিক যেমন, আমাদের যিহোবার রাজ্য ঘোষণা করার উত্তেজনামূলক সুযোগ রয়েছে—একমাত্র প্রকৃত সুসমাচার যা দুর্দশাগ্রস্ত মনুষ্যজাতির কাছে অর্পণ করা যেতে পারে। এক নতুন আকাশমণ্ডল, যেটি আসন্ন পরমদেশে বিশ্বস্ত মানবজাতির দ্বারা গঠিত এক নতুন পৃথিবীর উপর ধার্মিকতা সহকারে শাসন করবে সেই সম্বন্ধে আমরা যে পূর্বজ্ঞান অর্জন করেছি তার জন্য আমরা উদ্দীপিত। (২ পিতর ৩:১৩, ১৭) একমাত্র আমরাই হলাম সেই ব্যক্তি যারা এই আশাকে সাগ্রহে গ্রহণ করেছি আর অন্যদের সাথে এটিকে বন্টন করে নিতে আমরা উৎসুক।
৩ প্রকৃত প্রেম আমাদের অনুপ্রাণিত করে: সুসমাচার প্রচারের কাজ হল জীবনরক্ষাকারী এক কাজ। (রোমীয় ১:১৬) সেই কারণে রাজ্যের বার্তা ছড়িয়ে দিয়ে আমরা প্রচুর আনন্দ অভিজ্ঞতা করি। সত্য সুসমাচার প্রচারক হিসাবে, আমরা লোকেদের ভালবাসি আর সেটি আমাদের তাদের সাথে সুসমাচার বন্টন করে নিতে অনুপ্রাণিত করে—আমাদের পরিবারবর্গ, প্রতিবেশীগণ, পরিচিতেরা এবং অন্যান্য আরও যত বেশি জন সম্ভব। সম্পূর্ণ হৃদয়ে এই কাজ করা হল অন্যদের জন্য আমাদের প্রকৃত ভালবাসা দেখানোর একটি অন্যতম সর্বোত্তম অভিব্যক্তি।—১ থিষল. ২:৮.
৪ ঈশ্বরের আত্মা আমাদের সমর্থন করে: ঈশ্বরের বাক্য আমাদের আশ্বাস দেয় যে যখন আমরা রাজ্যের বীজ রোপণ ও জলসেচন সম্বন্ধীয় আমাদের কাজটি করি, তখন যিহোবাই তার “বৃদ্ধিদাতা।” আর ঠিক এটিই আজকে আমরা আমাদের সংগঠনের মধ্যে ঘটতে দেখছি। (১ করি. ৩:৫-৭) ঈশ্বরের আত্মাই আমাদের সুসমাচার প্রচারের কাজে আমাদের সমর্থন ও মহান সফলতা দান করে।—যোয়েল ২:২৮, ২৯.
৫ ২ তীমথিয় ৪:৫ পদে “সুসমাচার-প্রচারকের কার্য্য কর” এই উৎসাহমূলক বাক্যগুলির পরিপ্রেক্ষিতে এবং সমস্ত লোকেদের জন্য আমাদের ভালবাসার দরুন আমরা যেন প্রতিটি সুযোগে উত্তেজনামূলক রাজ্য সুসমাচার বন্টন করতে অনুপ্রাণিত হই এই প্রত্যয় রেখে যে যিহোবা আমাদের কাজকে অবিরতভাবে আশীর্বাদ করবেন।