স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র পৃথিবীব্যাপী বিতরণ করা হবে!
১. স্মরণার্থ সভার আগে পৃথিবীব্যাপী কোন বিশেষ অভিযানের বিষয়ে পরিকল্পনা করা হয়েছে?
১ “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) যিশুর এই আদেশের বাধ্য হয়ে যিহোবার উপাসকরা আগ্রহী ব্যক্তিদের সঙ্গে ২০১০ সালের ৩০ মার্চ যিশুর মৃত্যু উদ্যাপন করার জন্য একত্রিত হবে। স্মরণার্থ সভার এক বিশেষ আমন্ত্রণপত্র পৃথিবীব্যাপী ১৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিতরণ করা হবে।
২. কীভাবে আমরা আমন্ত্রণপত্রটি অর্পণ করতে পারি?
২ যেভাবে তা করতে হবে: আমন্ত্রণপত্রটি বিতরণ করার সময় কৌশলী ও বিচক্ষণ হোন। আপনি যদি মনে করেন যে, একজন ব্যক্তি যিশুর বিষয়ে আরও জানার জন্য আগ্রহী, তাহলে আপনি হয়তো গৃহকর্তাকে আমন্ত্রণপত্রটি দিতে পারেন যাতে তিনি প্রচ্ছদের ছবিটি দেখতে পারেন আর তারপর বলতে পারেন: “৩০ মার্চ সন্ধ্যায় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোক যিশুর মৃত্যু উদ্যাপন করার জন্য একত্রিত হবে। আমি আপনাকে এবং আপনার পরিবারকে এই সভায় যোগদান করার জন্য আমন্ত্রণপত্র দিতে এসেছি। স্থানীয়ভাবে এই অনুষ্ঠান কখন ও কোথায় উদ্যাপন করা হবে, দয়া করে তা লক্ষ করুন।” পরিস্থিতির ওপর নির্ভর করে, আপনি হয়তো এই বিষয়ে শাস্ত্রীয় আদেশটি দেখানোর জন্য বাইবেল থেকে লূক ২২:১৯ পদটি পড়া বেছে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন যে, এলাকা শেষ করার জন্য আমাদের কাছে যেহেতু সীমিত সময় রয়েছে, তাই সংক্ষেপে কথা বলাই সর্বোত্তম।
৩. কাদের আমরা আমন্ত্রণ জানাতে পারি?
৩ উপযুক্ত হলে, এই আমন্ত্রণপত্রের সঙ্গে পত্রিকাগুলোও অর্পণ করুন। আপনার পুনর্সাক্ষাৎ, বাইবেল ছাত্রছাত্রী, সহকর্মী, সহপাঠী, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং অন্যান্য পরিচিত ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে নিশ্চিত হোন।
৪. মুক্তির মূল্য জোগানোর ক্ষেত্রে যিহোবার প্রেমের প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে কী করতে পরিচালিত করবে?
৪ পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হোন: আমাদের কাজকে বৃদ্ধি করার জন্য স্মরণার্থ মরসুম হল এক চমৎকার সময়। সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আপনি কি আপনার তালিকায় রদবদল করতে পারেন? আপনার কি এমন সন্তান বা বাইবেল ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আধ্যাত্মিক দিক দিয়ে ভালোভাবে উন্নতি করছে? যদি করে, তাহলে এই নতুন ব্যক্তিরা অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে এই বিশেষ অভিযানে যোগদান করার যোগ্য কি না, তা দেখার জন্য প্রাচীনদের কাছে গিয়ে কথা বলুন। মুক্তির মূল্য জোগানোর ক্ষেত্রে যিহোবার প্রেমের প্রতি কৃতজ্ঞতা আমাদেরকে শুধুমাত্র স্মরণার্থ সভায় উপস্থিত থাকতেই নয়, কিন্তু সেইসঙ্গে যত বেশি লোককে সম্ভব আমাদের সঙ্গে যোগদান করতে আমন্ত্রণ জানাতেও পরিচালিত করবে।—যোহন ৩:১৬.