ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/১১ পৃষ্ঠা ৩-৬
  • পরিবারগুলোর জন্য সাহায্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিবারগুলোর জন্য সাহায্য
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পারিবারিক উপাসনা—এটাকে কি আপনি আরও উপভোগ্য করে তুলতে পারেন?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রিস্টীয় পরিবার —‘প্রস্তুত থাকুন’
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারগুলো, ঈশ্বরের মণ্ডলীর অংশ হয়ে তাঁর প্রশংসা করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/১১ পৃষ্ঠা ৩-৬

পরিবারগুলোর জন্য সাহায্য

১. কীভাবে সাপ্তাহিক বিশ্রামবার পালন ইস্রায়েলীয় পরিবারগুলোকে উপকৃত করেছিল?

১ বিশ্রামবার পালন ছিল যিহোবার কাছ থেকে পাওয়া এক প্রেমময় ব্যবস্থা, যা পরিবারগুলোকে উপকৃত করেছিল। ইস্রায়েলীয়রা তাদের নিয়মিত কাজ থেকে বিশ্রাম নিত এবং যিহোবার মঙ্গলভাব ও তাঁর সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে গভীরভাবে চিন্তা করার সময় পেত। বাবা-মায়েরা তাদের সন্তানদেরকে ব্যবস্থার বিষয়ে যত্নপূর্বক শিক্ষা দেওয়ার বা তা তাদের হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য এই সুযোগের সদ্‌ব্যবহার করতে পারত। (দ্বিতীয়. ৬:৬, ৭) বিশ্রামবার পালন যিহোবার লোকেদেরকে তাদের আধ্যাত্মিকতার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য প্রতি সপ্তাহে সময় প্রদান করত।

২. বিশ্রামবার পালন যিহোবার বিষয়ে আমাদেরকে কী শিক্ষা দেয়?

২ অবশ্য, যিহোবা আর চান না যে, পরিবারগুলো বিশ্রামবার পালন করুক। কিন্তু, সেই আইন ঈশ্বর সম্বন্ধে আমাদেরকে কিছু শিক্ষা দেয়। তিনি সবসময়ই তাঁর লোকেদের আধ্যাত্মিক মঙ্গলের প্রতি গভীরভাবে আগ্রহ দেখিয়েছেন। (যিশা. ৪৮:১৭, ১৮) আজকে, যে-একটা উপায়ে যিহোবা এই প্রেমময় আগ্রহ প্রকাশ করে থাকেন, তা হল পারিবারিক উপাসনার সন্ধ্যার মাধ্যমে।

৩. পারিবারিক উপাসনার সন্ধ্যার উদ্দেশ্য কী?

৩ পারিবারিক উপাসনার সন্ধ্যার উদ্দেশ্য কী? ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে মণ্ডলীর বই অধ্যয়ন, যে-সন্ধ্যায় ঐশিক পরিচর্যা বিদ্যালয় ও পরিচর্যা সভা অনুষ্ঠিত হয়, সেই একই সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছিল। পারিবারিক উপাসনার জন্য প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সন্ধ্যাকে আলাদা করে রাখার দ্বারা পরিবারগুলোকে তাদের আধ্যাত্মিকতাকে দৃঢ় করার এক সুযোগ প্রদান করাই ছিল এই রদবদলের একটা কারণ। প্রতিটা পরিবারকে উৎসাহিত করা হয়েছিল যে, যদি ব্যবহারিক হয়, তাহলে তারা যেন যে-সন্ধ্যাটা আগে বই অধ্যয়নের জন্য ব্যবহৃত হতো, সেই সন্ধ্যায় তাদের পারিবারিক অধ্যয়ন করে এবং এই সময়টাকে ধীরেসুস্থে বাইবেল আলোচনা ও পরিবারের প্রয়োজনগুলোর সঙ্গে খাপ খায় এমন বিষয়গুলো অধ্যয়ন করার জন্য ব্যবহার করে।

৪. পরিবারগুলো কি তাদের আলোচনাকে এক ঘন্টার মধ্যেই সীমিত রাখবে? ব্যাখ্যা করুন।

৪ মণ্ডলীর বই অধ্যয়নে যোগ দেওয়ার জন্য কাপড়চোপড় পরার, যাত্রা করার এবং আরও অন্যান্য বিষয়ের জন্য আমাদের সময়ের প্রয়োজন ছিল। আমাদের অনেকেরই, এক ঘন্টার এই সভায় যোগ দেওয়ার জন্য তার চেয়েও বেশি সময় চলে যেত। আমাদের সভার তালিকায় এই রদবদলের ফলে আমাদের এখন পরিবারগতভাবে যিহোবাকে উপাসনা করার জন্য এই সন্ধ্যাটা রয়েছে। তাই, আমাদের পারিবারিক উপাসনার সন্ধ্যাকে শুধুমাত্র এক ঘন্টার মধ্যে সীমিত করার প্রয়োজন নেই। এর পরিবর্তে, আমাদের পরিবারের চাহিদা ও সীমাবদ্ধতাগুলোর বিষয়ে চিন্তা করা এবং সেই অনুসারে সময় আলাদা করে রাখা উচিত।

৫. পুরো সময়টা কি দলগতভাবে আলোচনা করার জন্য ব্যয় করতে হবে? ব্যাখ্যা করুন।

৫ পুরো সময়টা কি দলগতভাবে আলোচনা করার জন্য ব্যয় করতে হবে? যখন বিবাহিত দম্পতিরা এবং সন্তান রয়েছে এমন পরিবারগুলো একসঙ্গে শাস্ত্রীয় বিষয়গুলো আলোচনা করে, তখন তারা একে অপরের দ্বারা আশ্বাস লাভ করে বা একে অপরকে উৎসাহিত করে। (রোমীয় ১:১২) পরিবার একে অপরের আরও নিকটবর্তী হয়। তাই, আধ্যাত্মিক আলোচনাগুলো পারিবারিক উপাসনার সন্ধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। কিন্তু, পরিবারের প্রত্যেক সদস্য ব্যক্তিগত অধ্যয়নের জন্যও সময় ব্যয় করতে পারেন। উদাহরণস্বরূপ, দলগতভাবে আলোচনা শেষ করার পরও পরিবারের সদস্যরা হয়তো একসঙ্গে থাকতে পারে আর সেই সময়ে প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে অধ্যয়ন চালিয়ে যেতে পারে, হতে পারে সভার জন্য প্রস্তুতি নেওয়া শেষ করতে অথবা পত্রিকাগুলো পড়তে পারে। কিছু পরিবার পুরো সন্ধ্যায় টেলিভিশন বন্ধ রাখা বেছে নেয়।

৬. কীভাবে আলোচনা পরিচালনা করা যেতে পারে?

৬ কীভাবে আলোচনা পরিচালনা করা যেতে পারে? আলোচনা যে সবসময় প্রশ্নোত্তর আলোচনার মতো হতে হবে, তা নয়। পারিবারিক উপাসনার সন্ধ্যাকে প্রাণবন্ত ও আগ্রহজনক করে তোলার জন্য অনেক পরিবারের, আমাদের সপ্তাহের মাঝের সভার মতো একইরকম এক কার্যক্রম রয়েছে। তারা তাদের আলোচনাকে কয়েকটা অংশে ভাগ করে নিয়ে সেগুলোকে বিভিন্ন উপায়ে পরিচালনা করে থাকে। উদাহরণস্বরূপ, তারা হয়তো একসঙ্গে বাইবেল পাঠ করতে, সভাগুলোর কোনো একটা অংশ প্রস্তুত করতে এবং ক্ষেত্রের পরিচর্যার জন্য অনুশীলন পর্বগুলোর আয়োজন করতে পারে। ৬ পৃষ্ঠায় কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।

৭. কী ধরনের পরিবেশ গড়ে তোলার জন্য বাবা-মায়েদের আপ্রাণ চেষ্টা করা উচিত?

৭ কী ধরনের পরিবেশ গড়ে তোলার জন্য বাবা-মায়েদের আপ্রাণ চেষ্টা করা উচিত? এক প্রেমময়, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে আপনার পরিবার সবচেয়ে ভালোভাবে শিখবে। আবহাওয়া যদি অনুকূল থাকে, তাহলে আপনারা হয়তো কখনো কখনো ঘরের বাইরে অধ্যয়ন করতে পারেন। যখন প্রয়োজন, তখন স্বচ্ছন্দে বিরতি নিন। কিছু পরিবার কার্যক্রমের পরে হালকা খাবারদাবারের ব্যবস্থা করে। যদিও বাবা-মায়েরা পারিবারিক উপাসনার সন্ধ্যায় সন্তানদের বকাঝকা বা শাসন করা এড়িয়ে চলবে কিন্তু তাদের হয়তো, তাদের মনোযোগে এসেছে এমন কোনো নির্দিষ্ট প্রবণতা অথবা সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য কিছুটা সময় ব্যয় করার প্রয়োজন হতে পারে। তবে, কোনো একটা সন্তানের সঙ্গে সংবেদনশীল ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সপ্তাহের অন্য কোনো সময়ে একান্তে আলোচনা করা হয়তো সর্বোত্তম হতে পারে, যাতে তাকে তার ভাইবোনদের সামনে অস্বস্তিতে ফেলা এড়ানো যেতে পারে। পারিবারিক উপাসনার সন্ধ্যা এক নীরস, একঘেয়ে উপলক্ষ্য হওয়া উচিত নয় বরং তা সুখী ঈশ্বরকে প্রতিফলিত করা উচিত যাঁকে আমরা উপাসনা করি।—১ তীম. ১:১১.

৮, ৯. পরিবারের মস্তকদের কোন প্রস্তুতি নেওয়ার প্রয়োজন?

৮ কীভাবে পরিবারের মস্তক প্রস্তুতি নিতে পারেন? কী আলোচনা করা উচিত এবং কীভাবে সর্বোত্তম উপায়ে তা বিবেচনা করা যায়, তা নির্ধারণ করার দ্বারা পরিবারের মস্তক যদি আগে থেকে প্রতিটা পারিবারিক উপাসনার সন্ধ্যার জন্য প্রস্তুতি নেন, তাহলে পরিবার সবচেয়ে বেশি উপকার লাভ করবে। (হিতো. ২১:৫) একজন স্বামীর এই বিষয়ে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করা উচিত। (হিতো. ১৫:২২) পরিবারের মস্তকেরা, আপনারা মাঝে মাঝে আপনাদের সন্তানদেরকেও তাদের সুপারিশগুলোর বিষয়ে জিজ্ঞেস করুন না কেন? আপনারা যদি তা করেন, তাহলে আপনারা তাদের আগ্রহ এবং উদ্‌বেগগুলোর বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করবেন।

৯ বেশিরভাগ সপ্তাহগুলোতেই পরিবারের মস্তককে প্রস্তুতি নেওয়ার জন্য অত্যধিক সময় ব্যয় করতে হবে না। খুব সম্ভবত, পরিবার প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট কিছু নিয়মিত বিষয় উপভোগ করবে আর তাই পরিবারের মস্তকের প্রতিবারই পুরোপুরি নতুন একটা কার্যক্রমের বিষয়ে চিন্তা করার প্রয়োজন হবে না। প্রতিটা অধ্যয়ন শেষ হওয়ার পর যখন তার পরিবারের আধ্যাত্মিক চাহিদাগুলো তার মনে সতেজ থাকে, তখনই প্রস্তুতি নেওয়াকে তিনি হয়তো উপকারজনক বলে মনে করতে পারেন। কিছু পরিবারের মস্তক এক সংক্ষিপ্ত বিষয়সূচি লিখে তা এমন জায়গায়, যেমন রেফ্রিজারেটরের ওপর রেখে দেয়, যেখানে পরিবারের সদস্যরা সহজেই সেটাকে দেখতে পায়। এটা উদ্দীপনা এবং প্রতীক্ষা জাগিয়ে তোলে আর প্রয়োজনে তা পরিবারকে প্রস্তুতি নেওয়ার সময় প্রদান করে।

১০. একাকী বাস করে এমন ব্যক্তিরা কীভাবে তাদের পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করতে পারে?

১০ আমি যদি একাকী বাস করি অথবা পরিবারের মধ্যে একাই সত্যে রয়েছি, তাহলে কী? যারা একাকী বাস করে তারা পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যক্তিগত অধ্যয়নের জন্য ব্যবহার করতে পারে। একটা উত্তম মৌলিক ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া উচিত বাইবেল পাঠ, সভাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রহরীদুর্গ পত্রিকা পড়া। কিছু প্রকাশক এটার সঙ্গে অতিরিক্ত অধ্যয়ন হিসেবে ব্যক্তিগত অধ্যয়ন প্রকল্পও নিয়ে থাকে। যেমন, তারা আমাদের সোসাইটির দ্বারা প্রকাশিত কোনো বই পড়ে অথবা নির্দিষ্ট কোনো একটা বিষয়ের ওপর কিছু গবেষণা করে থাকে। কখনো কখনো তারা হয়তো অন্য প্রকাশককে অথবা পরিবারকে তাদের সঙ্গে এক গঠনমূলক শাস্ত্রীয় আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাইতে পারে।

১১, ১২. এক নিয়মিত পারিবারিক উপাসনার সন্ধ্যা থাকার উপকারিতাগুলো কী?

১১ এক নিয়মিত পারিবারিক উপাসনার সন্ধ্যা থাকার উপকারিতাগুলো কী? যারা সর্বান্তঃকরণে সত্য উপাসনায় রত থাকে, তারা যিহোবার আরও নিকটবর্তী হয়। অধিকন্তু, যে-পরিবারগুলো একসঙ্গে উপাসনা করে, তারা পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। এক বিবাহিত দম্পতি যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে সেই সম্বন্ধে তারা লিখেছিল: “সন্তানহীন এক অগ্রগামী দম্পতি হিসেবে আমরা সত্যিই আমাদের পারিবারিক উপাসনার সন্ধ্যার জন্য অধীরভাবে অপেক্ষা করে থাকি। আমরা একে অপরের এবং আমাদের স্বর্গীয় পিতার আরও নিকটবর্তী হচ্ছি বলে অনুভব করি। এখন যে-দিনে আমরা একসঙ্গে অধ্যয়ন করার জন্য তালিকা করেছি, সেই দিনে যখন ঘুম থেকে উঠি, তখন আমরা একে অপরকে বলি: ‘বলো তো আজকে সন্ধ্যাটা কীসের? পারিবারিক উপাসনার সন্ধ্যা!’”

১২ পারিবারিক উপাসনার জন্য এক সন্ধ্যা থাকার ব্যবস্থা ব্যস্ত পরিবারগুলোকেও সাহায্য করে। দুটো ছেলেকে বড়ো করে তুলছেন ও নিয়মিত অগ্রগামীর কাজ করছেন এমন একজন একক মা লিখেছিলেন: “আগে আমাদের পারিবারিক উপাসনা প্রায়ই বাদ পড়ত। আমি ক্লান্ত থাকতাম বলে এটা অনিয়মিত ও অসংগতিপূর্ণ ছিল। আমি বুঝে উঠতে পারতাম না যে, কীভাবে এটা করা যেতে পারে। তাই আমি আপনাদেরকে পারিবারিক উপাসনার সন্ধ্যার জন্য অনেক ধন্যবাদ জানানোর জন্য চিঠি লিখছি। আমরা সফলভাবে নিয়মিত পারিবারিক অধ্যয়ন করে চলেছি ও অনেক উপকার লাভ করছি।”

১৩. কী নির্ধারণ করে যে, এই ব্যবস্থা থেকে আপনার পরিবার কতখানি উপকৃত হবে?

১৩ বিশ্রামবার পালনের মতোই, পারিবারিক উপাসনার সন্ধ্যা হল আমাদের স্বর্গীয় পিতার কাছ থেকে পাওয়া এক দান, যা পরিবারগুলোকে সাহায্য করতে পারে। (যাকোব ১:১৭) ইস্রায়েলীয় পরিবারগুলো যেভাবে বিশ্রামবার পালন করত সেটাই নির্ধারণ করত যে, তারা আধ্যাত্মিকভাবে কতখানি উপকৃত হয়েছে। একইভাবে, পারিবারিক উপাসনার জন্য আমাদেরকে দেওয়া সন্ধ্যাটাকে আমরা যেভাবে ব্যবহার করি, সেটাই নির্ধারণ করে যে, আমাদের পরিবার কতখানি উপকৃত হবে। (২ করি. ৯:৬; গালা. ৬:৭, ৮; কল. ৩:২৩, ২৪) এই ব্যবস্থার সদ্‌ব্যবহার করার দ্বারা আপনার পরিবারও গীতরচকের এই অনুভূতি প্রতিধ্বনিত করতে পারে: “কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল; আমি প্রভু সদাপ্রভুর শরণ লইলাম।”—গীত. ৭৩:২৮.

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

পারিবারিক উপাসনার সন্ধ্যা এক নীরস, একঘেয়ে উপলক্ষ্য হওয়া উচিত নয় বরং তা সুখী ঈশ্বরকে প্রতিফলিত করা উচিত, যাঁকে আমরা উপাসনা করি

[৬ পৃষ্ঠার বাক্স]

যত্ন করে রাখুন

পারিবারিক উপাসনার সন্ধ্যার জন্য কিছু প্রস্তাব

বাইবেল:

• সাপ্তাহিক বাইবেল পাঠের একটা অংশ একসঙ্গে পড়ুন। বাইবেলের কিছু বিবরণ এমনভাবে লেখা হয়েছে যাতে একজন ব্যক্তি সেই বর্ণনা এবং অন্যেরা বিভিন্ন চরিত্রের কথাগুলো পড়তে পারে।

• বাইবেল পাঠের একটা অংশ নিয়ে অভিনয় করুন।

• পরিবারের প্রত্যেক সদস্যকে বাইবেলের নির্ধারিত অধ্যায়গুলো আগে থেকে পড়ার ও সেই বিষয়বস্তু থেকে একটা অথবা দুটো প্রশ্ন লিখে রাখার দায়িত্ব দিন। এরপর একসঙ্গে প্রত্যেকের প্রশ্নগুলো নিয়ে গবেষণা করুন।

• প্রত্যেক সপ্তাহে কোনো বাইবেল পদ লেখা একটা ফ্ল্যাশ কার্ড (কথা অথবা ছবি থাকে এমন কার্ড) তৈরি করুন আর সেটাকে মুখস্থ ও ব্যাখ্যা করার চেষ্টা করুন। কার্ডগুলো সংগ্রহ করে রাখুন আর আপনি কতগুলো শাস্ত্রপদ মনে রেখেছেন, তা দেখার জন্য প্রত্যেক সপ্তাহে সেগুলো পুনরালোচনা করুন।

• বাইবেল পাঠের রেকর্ডিং শোনার সময় সেটি বাইবেল থেকে মিলিয়ে দেখুন।

সভাগুলো:

• সভাগুলোর অংশ একসঙ্গে প্রস্তুত করুন।

• আসছে সপ্তাহের জন্য নির্ধারিত রাজ্যের গানগুলোর মহড়া দিন।

• কারোর যদি ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ কোনো বক্তৃতা অথবা পরিচর্যা সভায় একটা নমুনা প্রদর্শন করার থাকে, তাহলে কীভাবে সেটি উপস্থাপন করা যায়, তা নিয়ে আলোচনা করুন অথবা পরিবারের সামনে সেটির মহড়া দিন।

পরিবারের প্রয়োজনগুলো:

• যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) বইটি থেকে বিষয়বস্তু বিবেচনা করুন।

• স্কুলে দেখা দিতে পারে এমন কোনো পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করা যায়, সেই বিষয়ে একটা অনুশীলন পর্বের ব্যবস্থা করুন।

• এমন একটা অনুশীলন পর্বের ব্যবস্থা করুন, যেখানে বাবা-মা ও সন্তানেরা তাদের ভূমিকাকে অদলবদল করে। সন্তানেরা একটা বিষয়ের ওপর গবেষণা করে আর এরপর বাবা-মায়ের সঙ্গে যুক্তি করে।

পরিচর্যা:

• সপ্তাহান্তের জন্য উপস্থাপনাগুলোকে প্রস্তুত করতে অনুশীলন পর্বগুলোর ব্যবস্থা করুন।

• স্মরণার্থ মরসুম অথবা ছুটির সময় পরিচর্যায় তাদের অংশ বাড়ানোর জন্য পরিবার যে-বাস্তবধর্মী লক্ষ্যগুলো স্থাপন করতে পারে, তা নিয়ে আলোচনা করুন।

• পরিচর্যায় জিজ্ঞেস করা হতে পারে এমন প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হয়, তা নিয়ে গবেষণা করার জন্য প্রত্যেক সদস্যকে কয়েক মিনিট সময় দিন ও এরপর অনুশীলন পর্বগুলোর ব্যবস্থা করুন।

অতিরিক্ত প্রস্তাবনাগুলো:

• নতুন পত্রিকাগুলো থেকে একটি প্রবন্ধ একসঙ্গে পড়ুন।

• পরিবারের প্রত্যেক সদস্যকে নতুন পত্রিকাগুলো থেকে তার কাছে বিশেষভাবে আগ্রহজনক এমন কোনো প্রবন্ধ আগে থেকে পড়ে রাখতে বলুন এবং এরপর সেটার ওপর একটা রিপোর্ট তুলে ধরতে বলুন।

• মাঝে মাঝে কোনো প্রকাশক অথবা কোনো দম্পতিকে আপনাদের সঙ্গে পারিবারিক উপাসনার সন্ধ্যায় যোগ দিতে আমন্ত্রণ জানান এবং সম্ভব হলে তাদের সাক্ষাৎকার নিন।

• আমাদের কোনো একটা ভিডিও দেখুন ও আলোচনা করুন।

• সচেতন থাক! (ইংরেজি) পত্রিকা থেকে “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য,” অথবা “পরিবারগতভাবে পুনরালোচনা” নামক প্রবন্ধটি একসঙ্গে আলোচনা করুন।

• প্রহরীদুর্গ পত্রিকা থেকে “আপনাদের সন্তানদের শিক্ষা দিন” অথবা “অল্পবয়সি ছেলে-মেয়েদের জন্য” নামক প্রবন্ধটি একসঙ্গে আলোচনা করুন।

• নতুন বর্ষপুস্তক (ইংরেজি) অথবা বিগত জেলা সম্মেলনে প্রকাশিত কোনো প্রকাশনার একটা অংশ পড়ুন ও আলোচনা করুন।

• কোনো একটা সম্মেলনে যোগদান করার পর প্রধান বিষয়গুলোকে পুনরালোচনা করুন।

• যিহোবার সৃষ্টিকে কাছ থেকে লক্ষ করুন ও সেটা যিহোবা সম্বন্ধে আমাদেরকে যা শিক্ষা দেয়, তা আলোচনা করুন।

• একটা প্রকল্পের ওপর একসঙ্গে কাজ করুন, যেমন একটা মডেল, একটা মানচিত্র অথবা একটা চার্ট।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার