আমাদের অফিশিয়াল ওয়েবসাইট—ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়নের জন্য এটা ব্যবহার করুন
অনলাইন থেকে সবচেয়ে নতুন পত্রিকা পড়ুন: মণ্ডলীতে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার ছাপানো কপি এসে পৌঁছানোর কয়েক সপ্তাহ আগেই অনলাইন থেকে সেগুলো পড়ুন। কোনো পত্রিকার অডিও রেকর্ডিং শুনুন।—“প্রকাশনাদি/পত্রিকা” দেখুন।
শুধুমাত্র ওয়েবসাইটেই পাওয়া যায় এমন বিষয় পড়ুন: কিছু কিছু বিষয় যেমন, “অল্পবয়সি ছেলে-মেয়েদের জন্য,” “বাইবেল থেকে আমার জন্য শিক্ষা,” “পরিবারগতভাবে পুনরালোচনা” এবং “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য” এখন থেকে শুধু আমাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে। ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়নের সময় অনলাইনে গিয়ে এইরকম কিছু বিষয় বিবেচনা করুন।—“বাইবেলের শিক্ষা/সন্তান” অথবা “বাইবেলের শিক্ষা/কিশোর-কিশোরী” দেখুন।
চলতি খবরাখবর জানুন: উৎসাহজনক বিভিন্ন রিপোর্ট ও অভিজ্ঞতা পড়ুন এবং বিশ্বব্যাপী আমাদের কাজের উন্নতি সম্বন্ধে তুলে ধরে এমন ভিডিওর অংশ-বিশেষ দেখুন। প্রাকৃতিক দুর্যোগ ও তাড়না সম্বন্ধে রিপোর্টগুলো আমাদেরকে আমাদের ক্ষতিগ্রস্ত ভাইবোনদের জন্য সুনির্দিষ্টভাবে প্রার্থনা করার ক্ষেত্রে সাহায্য করে। (যাকোব ৫:১৬)—“খবরাখবর” দেখুন।
অনলাইন লাইব্রেরি ব্যবহার করে গবেষণা করুন: আপনার ভাষায় যদি এই বিষয়টা পাওয়া যায়, তাহলে অনলাইন থেকে প্রতিদিনের শাস্ত্রপদ পড়ার জন্য অথবা আমাদের সাম্প্রতিক প্রকাশনাদি থেকে গবেষণা করার জন্য কোনো কম্পিউটার অথবা বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করুন।—“প্রকাশনাদি/অনলাইন লাইব্রেরি” দেখুন অথবা আপনার ব্রাউজারের ঠিকানা লেখার স্থানে www.wol.jw.org টাইপ করুন।
[৪ পৃষ্ঠার ডায়াগ্রাম]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
এটা করুন
১ ছবি অথবা “ডাউনলোড” লিংকে ক্লিক করুন। ছবিটা একটা উইন্ডোর মধ্যে PDF ডকুমেন্ট হিসেবে দেখানো হবে। সেটা প্রিন্ট করে আপনার সন্তানের জন্য ছবির খেলা হিসেবে ব্যবহার করুন।
২ ভিডিও দেখার জন্য “প্লে” ক্লিক করুন।