খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার নৈতিক মানকে সমর্থন করুন
যিহোবা ঈশ্বর মানুষের জন্য নৈতিকতার মান নির্ধারণ করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, তিনি এই আদেশ দিয়েছেন, বিয়ে হল একজন পুরুষ ও একজন নারীর মধ্যে চিরস্থায়ী বন্ধন। (মথি ১৯:৪-৬, ৯) তিনি সমস্ত ধরনের যৌন অনৈতিকতার নিন্দা করেন। (১করি ৬:৯, ১০) তিনি এমনকী পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে নীতি প্রদান করেন, যা অন্যদের থেকে তাঁর লোকেদের পৃথক রাখে।—দ্বিতীয় ২২:৫; ১তীম ২:৯, ১০.
বর্তমান জগতে, অনেক লোক যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করা প্রত্যাখ্যান করে। (রোমীয় ১:১৮-৩২) পোশাক-আশাক, সাজগোজ এবং আচরণের ক্ষেত্রে তারা জনপ্রিয় মতামতের দ্বারা প্রভাবিত হয়। অনেকে তাদের গুরুতর অন্যায়গুলোকে সঠিক বলে জাহির করে এবং যারা ভিন্ন মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করে তাদের সমালোচনা করে।—১পিতর ৪:৩, ৪.
যিহোবার সাক্ষি হিসেবে আমাদের অবশ্যই সাহসের সঙ্গে ঈশ্বরের নৈতিক মানকে সমর্থন করতে হবে। (রোমীয় ১২:৯) কীভাবে? যিহোবার কাছে কোনটা গ্রহণযোগ্য, তা কৌশলতার সঙ্গে অন্যদের জানাতে হবে। এ ছাড়া, নিজেদের জীবনেও এক উচ্চ নৈতিক মান বজায় রাখতে হবে। উদাহরণ স্বরূপ, পোশাক-আশাক ও সাজগোজের ধরন বাছাই করার সময়, আমরা হয়তো নিজেদের জিজ্ঞেস করতে পারি: ‘আমি যা বেছে নিই, সেগুলো কি যিহোবার মানকে প্রতিফলিত করে, না কি জগতের মানকে প্রতিফলিত করে? আমার পোশাক-আশাক ও সাজগোজ কি আমাকে একজন ঈশ্বরভয়শীল খ্রিস্টান হিসেবে শনাক্ত করে?’ অথবা কোনো অনুষ্ঠান কিংবা সিনেমা দেখার জন্য বাছাই করার সময়, আমরা হয়তো নিজেদের জিজ্ঞেস করতে পারি: ‘যিহোবা কি এই অনুষ্ঠানকে অনুমোদন করবেন? এটা কার নৈতিক মানকে তুলে ধরে? আমি যে-আমোদপ্রমোদ বাছাই করি, সেটা কি আমার নৈতিক মানকে দুর্বল করে দেবে? (গীত ১০১:৩) এটা কি আমার পরিবারের সদস্যদের জন্য অথবা অন্যদের জন্য বিঘ্ন স্বরূপ হতে পারে?’–১করি ১০:৩১-৩৩.
কেন যিহোবার নৈতিক মানকে সমর্থন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? খ্রিস্ট যিশু খুব শীঘ্রই জাতিগুলোকে ও সমস্ত দুষ্টতাকে ধ্বংস করবেন। (যিহি ৯:৪-৭) কেবল সেই ব্যক্তিরাই বেঁচে থাকবে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করছে। (১যোহন ২:১৫-১৭) তাই আসুন, আমরা যিহোবার নৈতিক মানকে সমর্থন করে চলি, যাতে আমাদের উত্তম আচরণ দেখে প্রত্যক্ষদর্শীরা ঈশ্বরের গৌরব করে।—১পিতর ২:১১, ১২.
পোশাক-আশাক ও সাজগোজের ক্ষেত্রে আমি যা বেছে নিই, সেগুলো আমার নৈতিক মান সম্বন্ধে কী প্রকাশ করে?
যিহোবার বন্ধু হও—একজন পুরুষ, একজন নারী শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন:
কেন যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করা বিজ্ঞতার কাজ?
কেন বাবা-মায়েদের যিহোবার নৈতিক মান সম্বন্ধে তাদের সন্তানদের অল্পবয়স থেকেই শিক্ষা দিতে হবে?
কীভাবে ছোটো-বড়ো সকলে ঈশ্বরের মঙ্গলভাব থেকে লোকেদের উপকৃত হতে সাহায্য করতে পারে?