ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp21 নং ১ পৃষ্ঠা ৫-৭
  • ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বর প্রার্থনা শোনেন।
  • ঈশ্বর চান যেন আপনি তাঁর কাছে প্রার্থনা করেন।
  • ঈশ্বর প্রকৃতই আপনার জন্য চিন্তা করেন।
  • “আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব”
  • প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হোন
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • ভূমিকা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
  • প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ঈশ্বর কি আপনার প্রার্থনা শোনেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২১
wp21 নং ১ পৃষ্ঠা ৫-৭
একজন যুবতী হাসছেন।

“ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন।”—যাকোব ৪:৮.

ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন?

আপনি যখন প্রার্থনা করেন, তখন কি আপনার মনে হয়েছে ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন কি না? অনেকের মনেই এই প্রশ্নটা থাকে। অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে প্রার্থনা করে, যদিও সেই সমস্যাগুলো রয়েই যায়। এর মানে কি এই যে, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না? না! বাইবেল আমাদের নিশ্চয়তা দেয়, আমরা যখন সঠিক উপায়ে প্রার্থনা করি, তখন ঈশ্বর তা শুনে থাকেন। বাইবেল এই সম্বন্ধে যা বলে, আসুন আমরা তা দেখি।

ঈশ্বর প্রার্থনা শোনেন।

“হে প্রার্থনা-শ্রবণকারী, তোমারই কাছে মর্ত্ত্যমাত্র আসিবে।”—গীতসংহিতা ৬৫:২.

কিছু লোক মনে করে, কেউ তাদের প্রার্থনা শোনে না। তা সত্ত্বেও, তারা প্রার্থনা করে কারণ তারা বলে এটা করলে তারা মনের শান্তি লাভ করে। কিন্তু, প্রার্থনা করা কেবলমাত্র মনকে শান্ত করার কোনো উপায় নয়। বাইবেল আমাদের নিশ্চয়তা দেয়, ‘সদাপ্রভু [“যিহোবা,” NW]a সেই সকলেরই নিকটবর্ত্তী, যাহারা তাঁহাকে ডাকে, যাহারা সত্যে তাঁহাকে ডাকে। . . . আর তাহাদের আর্ত্তনাদ শুনিয়া’ থাকেন।—গীতসংহিতা ১৪৫:১৮, ১৯.

আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা তাঁর উপাসকদের প্রার্থনা শোনেন। তিনি প্রেমের সঙ্গে বলেন: “তোমরা আমাকে আহ্বান করিবে, এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব।”—যিরমিয় ২৯:১২.

ঈশ্বর চান যেন আপনি তাঁর কাছে প্রার্থনা করেন।

একটা ছোটো মেয়ে খেলনা নিয়ে খেলছে আর তার বাবা তার পাশে বসে আছেন।

“অবিরত প্রার্থনা করো।”—রোমীয় ১২:১২.

বাইবেল আমাদের উৎসাহিত করে,“ক্রমাগত প্রার্থনা করো” এবং ‘সবসময় প্রার্থনা করো।’ স্পষ্টতই, যিহোবা চান যেন আমরা তাঁর কাছে প্রার্থনা করি।—মথি ২৬:৪১; ইফিষীয় ৬:১৮.

কেন ঈশ্বর চান যেন আমরা তাঁর কাছে প্রার্থনা করি? বিবেচনা করে দেখুন: একটা ছোটো বাচ্চা দৌড়ে তার বাবার কাছে আসে আর বলে: “বাবা, আমাকে একটু সাহায্য করবে?” যদিও তার বাবা হয়তো এটা জানেন যে, তার সন্তান কি চিন্তা করছে কিংবা তার সন্তানের কী প্রয়োজন, তবুও তিনি যখন তার সন্তানের মুখ থেকে সেই কথাগুলো শোনেন, তখন তিনি কি খুশি হন না? এটা দেখায় যে, সন্তান তার বাবার উপর কতটা নির্ভর করে এবং তার বাবার কতটা নিকটবর্তী। একইভাবে, আমরা যখন যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন আমরা দেখাই যে, আমরা তাঁর উপর নির্ভর করি এবং তাঁর নিকটবর্তী হতে চাই।—হিতোপদেশ ১৫:৮; যাকোব ৪:৮.

ঈশ্বর প্রকৃতই আপনার জন্য চিন্তা করেন।

একজন দুঃখিত ব্যবসায়ী একটা বিল্ডিং-এর সিড়িতে বসে আছেন। তার পাশে একটা বাক্স আছে, যার মধ্যে তার অফিসের ব্যক্তিগত জিনিসপত্র আছে।

“আর তোমরা তোমাদের সমস্ত উদ্‌বিগ্নতার বোঝা তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।”—১ পিতর ৫:৭.

ঈশ্বর চান যেন আমরা তাঁর কাছে প্রার্থনা করি কারণ তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য চিন্তা করেন। তিনি আমাদের সমস্ত সমস্যা ও উদ্‌বিগ্নতার বিষয় জানেন আর তিনি আমাদের সাহায্য করতে চান।

রাজা দায়ূদ যত দিন বেঁচে ছিলেন, ততদিন সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করতেন এবং তার চিন্তাভাবনা ও অনুভূতির কথা তাঁকে জানাতেন। (গীতসংহিতা ২৩:১-৬) ঈশ্বর দায়ূদের বিষয় কেমন অনুভব করতেন? ঈশ্বর দায়ূদকে ভালোবাসতেন এবং তার প্রার্থনাগুলো শুনতেন। (প্রেরিত ১৩:২২) একইভাবে, ঈশ্বর আমাদের প্রার্থনাগুলো শোনেন কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন।

“আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব”

এই কথাগুলো একজন গীতরচক লিখেছেন, যা বাইবেলে পাওয়া যায়। তিনি নিশ্চিত ছিলেন যে, ঈশ্বর তাঁর প্রার্থনা শুনেছেন আর এই সত্যটা তার উপরে এক জোরালো প্রভাব ফেলেছিল। তিনি ঈশ্বরের নিকটবর্তী অনুভব করেছিলেন এবং সেই বিষয়টা তাকে তার জীবনের দুর্দশা ও শোক কাটিয়ে উঠতে শক্তি জুগিয়েছিল।—গীতসংহিতা ১১৬:১-৯.

আমরা যখন নিশ্চিত হব যে, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তখন আমরা সবসময় তাঁর কাছে প্রার্থনা করব। পেদ্‌রোর উদাহরণ বিবেচনা করুন, যিনি উত্তর স্পেনে থাকেন। তিনি তার ১৯ বছরের ছেলেকে এক পথ দুর্ঘটনায় হারিয়েছেন। এই দুঃখজনক অবস্থাতে পেদ্‌রো তার হৃদয় উজাড় করে বার বার ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যেন সাহায্য ও সান্ত্বনা লাভ করতে পারেন। এর ফলাফল কী হয়? পেদ্‌রো বলেন, “আমার স্ত্রী ও আমি সহখ্রিস্টানদের কাছ থেকে সাহায্য ও সান্ত্বনা লাভ করি আর এভাবে যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন।”

একজন শোকাহত ব্যক্তি একটা ফোটো ধরে আছেন আর তার কিছু বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছে।

অনেক সময় ঈশ্বর যত্নশীল বন্ধুদের মাধ্যমে আমাদের সান্ত্বনা ও সাহায্য জোগান

যদিও প্রার্থনা করার মাধ্যমে পেদ্‌রোর ছেলে ফিরে আসেনি, তবুও এটা পেদ্‌রো ও তার পরিবারকে অনেক সাহায্য করেছিল। তার স্ত্রী মারিয়া কারমেন স্মরণ করে বলেন: “প্রার্থনা আমাকে শোক কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। আমি জানি, যিহোবা ঈশ্বর আমাকে বোঝেন কারণ আমি যখন তাঁর কাছে প্রার্থনা করি, তখন আমি মনের শান্তি লাভ করি।”

বাইবেল এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো স্পষ্টভাবে দেখায় যে, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। তবে এটাও স্পষ্ট যে, ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর দেন না। কেন ঈশ্বর কিছু প্রার্থনার উত্তর দেন আর কিছুর দেন না?

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—যাত্রাপুস্তক ৩:১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার