ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w21 মার্চ পৃষ্ঠা ২-৭
  • কিশোরবয়সি ভাইয়েরা—কীভাবে তোমরা অন্যদের আস্থা অর্জন করতে পার?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কিশোরবয়সি ভাইয়েরা—কীভাবে তোমরা অন্যদের আস্থা অর্জন করতে পার?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রাজা দায়ূদের কাছ থেকে শেখো
  • রাজা আসার কাছ থেকে শেখো
  • রাজা যিহোশাফটের কাছ থেকে শেখো
  • তোমার স্বর্গীয় পিতাকে গর্বিত করো
  • “তোমাদের কার্য্য পুরস্কৃত হইবে”
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একাগ্র হৃদয়ে যিহোবার সেবা করুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • আপনি কি জিজ্ঞেস করেন, “যিহোবা কোথায়?”
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • শান্তির এই সময়কালকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
w21 মার্চ পৃষ্ঠা ২-৭

অধ্যয়ন প্রবন্ধ ৯

কিশোরবয়সি ভাইয়েরা—কীভাবে তোমরা অন্যদের আস্থা অর্জন করতে পার?

“তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য।”—গীত. ১১০:৩.

গান সংখ্যা ৪ ঈশ্বরের কাছে সুনাম অর্জন করা

সারাংশa

১. কিশোরবয়সি ভাইদের সম্পর্কে কী বলা যেতে পারে?

কিশোরবয়সি ভাইয়েরা, তোমরা মণ্ডলীর জন্য অনেক কিছু করতে পার। তোমাদের মধ্যে অনেকেরই উদ্যোগ ও প্রচুর কর্মশক্তি রয়েছে। (হিতো. ২০:২৯) তুমি হয়তো মনে করতে পার, ‘একজন পরিচারক দাস হিসেবে নিযুক্ত হওয়ার পর, আমি মণ্ডলীর ভাই-বোনদের প্রয়োজনীয় সাহায্য প্রদান করব।’ তবে, অন্যেরা হয়তো মনে করতে পারে, তুমি এখনও অনেক ছোটো এবং তোমার জীবনের অভিজ্ঞতাও কম কিংবা তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না। যদিও তোমার বয়স এখন কম, তবে এখনই মণ্ডলীতে এক সুনাম এবং অন্যদের আস্থা অর্জন করার জন্য তুমি অনেক কিছু করতে পার।

২. এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?

২ এই প্রবন্ধে আমরা রাজা দায়ূদের জীবন সম্বন্ধে আলোচনা করব। এ ছাড়া, আমরা যিহূদার দু-জন রাজা, আসা ও যিহোশাফটের কাছ থেকে কিছু শিখব। আমরা এও পরীক্ষা করে দেখব যে, তাদের জীবনে কোন কোন সমস্যা এসেছিল, সেই সময় তারা কী করেছিলেন আর কিশোরবয়সি ভাইয়েরা তাদের কাছ থেকে কী শিখতে পারে।

রাজা দায়ূদের কাছ থেকে শেখো

৩. কিশোরবয়সি ভাইয়েরা বয়স্ক ভাই-বোনদের কীভাবে সাহায্য করতে পারে?

৩ রাজা দায়ূদ যখন কিশোরবয়সি ছিলেন, তখন তিনি এমন কিছু দক্ষতা গড়ে তুলেছিলেন, যেগুলোর মাধ্যমে তিনি অন্যদের সাহায্য করতে পারতেন। যেমন, তিনি ঈশ্বরের নিযুক্ত রাজা শৌলের জন্য বীণা বাজাতেন। (১ শমূ. ১৬:১৬, ২৩) কিশোরবয়সি ভাইয়েরা, তোমাদের মধ্যে কি এমন কোনো দক্ষতা রয়েছে, যেটা ব্যবহার করে তোমরা মণ্ডলীর ভাই-বোনদের সাহায্য করতে পার? সত্যি বলতে কী, তোমাদের মধ্যে অনেকেরই তা রয়েছে। উদাহরণ স্বরূপ, তুমি হয়তো লক্ষ করেছ, মণ্ডলীর কিছু বয়স্ক ভাই-বোন ঠিক মতো মোবাইল কিংবা ট্যাবলেট ব্যবহার করতে পারে না। কিন্তু, তুমি যখন তাদের এই ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করতে সাহায্য কর, তখন তারা অনেক উপকৃত হয়। তারা ব্যক্তিগত অধ্যয়ন করতে পারে এবং সভার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। যেহেতু টেকনোলজির বিষয়ে তোমাদের দক্ষতা রয়েছে, তাই এটা বয়স্ক ভাই-বোনদের অনেক সাহায্য করবে।

কিশোরবয়সি দায়ূদ, যিনি ইজরায়েলের পরবর্তী রাজা একটি ভাল্লুকের হাত থেকে মেষপালকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন।

দায়ূদকে যখন তার পিতার মেষপাল দেখাশোনা করার কার্যভার দেওয়া হয়েছিল, তখন তিনি দায়িত্বের সঙ্গে এবং মনপ্রাণ দিয়ে তা করেছিলেন আর এমনকী মেষপালকে রক্ষা করার জন্য একটি ভাল্লুকের সঙ্গে লড়াইও করেছিলেন (৪ অনুচ্ছেদ দেখুন)

৪. দায়ূদের মতো কিশোরবয়সি ভাইদেরও কী করতে হবে? (প্রচ্ছদে দেওয়া ছবিটা দেখুন।)

৪ দায়ূদ তার জীবনকালে একজন দায়িত্ববান ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। যেমন, তিনি যখন কিশোরবয়সি ছিলেন, তখন তিনি অধ্যবসায়ের সঙ্গে তার পিতার মেষপালের দেখাশোনা করতেন। আর এই কাজে জীবনের ঝুঁকি ছিল। সেই জন্যই তিনি পরে রাজা শৌলকে বলেছিলেন: “আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল; আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম।” (১ শমূ. ১৭:৩৪, ৩৫) দায়ূদকে যে-দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেটা মনপ্রাণ দিয়ে পালন করেছিলেন। তিনি মেষদের রক্ষা করার জন্য হিংস্র জীবজন্তুদের সঙ্গে লড়াইও করেছিলেন। কিশোরবয়সি ভাইয়েরা, তোমাদের যখন কোনো কার্যভার দেওয়া হয়, তখন সেটা অধ্যবসায়ের সঙ্গে পালন করার মাধ্যমে তোমরা দায়ূদকে অনুকরণ করতে পার।

৫. গীতসংহিতা ২৫:১৪ পদ অনুযায়ী কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ?

৫ দায়ূদ যখন কিশোরবয়সি ছিলেন, তখন তিনি যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। দায়ূদের মধ্যে সাহস ছাড়া আরও অনেক দক্ষতা ছিল, কিন্তু এগুলোর চেয়ে যিহোবার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দায়ূদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। যিহোবা শুধুমাত্র দায়ূদের ঈশ্বরই ছিলেন না বরং তিনি ছিলেন তার “গূঢ় মন্ত্রণা [“ঘনিষ্ঠ বন্ধু,” NW]।” (পড়ুন, গীতসংহিতা ২৫:১৪.) কিশোরবয়সি ভাইয়েরা, তোমরাও যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পার আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা তা কর, তা হলে তোমরা হয়তো মণ্ডলীতে আরও দায়িত্ব লাভ করতে পারবে।

৬. কেউ কেউ দায়ূদের সম্পর্কে কী মনে করত?

৬ দায়ূদকে একটা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল আর সেটা হল কেউ কেউ মনে করত, দায়ূদ এখনও অনেক ছোটো অথবা একজন দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। উদাহরণ স্বরূপ, তিনি যখন গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন, তখন রাজা শৌল তাকে আটকানোর চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন: “তুমি বালক।” (১ শমূ. ১৭:৩১-৩৩) এর আগে, দায়ূদের নিজের ভাইও তাকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিযোগ করেছিলেন। (১ শমূ. ১৭:২৬-৩০) কিন্তু, যিহোবা দায়ূদকে খুবই ছোটো অথবা একজন দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি হিসেবে দেখেননি। তিনি দায়ূদকে খুব ভালোভাবে জানতেন। দায়ূদ গলিয়াৎকে হত্যা করতে পেরেছিলেন কারণ তিনি পুরোপুরিভাবে তার বন্ধু যিহোবার উপর নির্ভর করেছিলেন।—১ শমূ. ১৭:৪৫, ৪৮-৫১.

৭. কিশোরবয়সি ভাইয়েরা, দায়ূদের অভিজ্ঞতা থেকে তোমরা কী শিখতে পার?

৭ কিশোরবয়সি ভাইয়েরা, দায়ূদের অভিজ্ঞতা থেকে তোমরা কী শিখতে পার? তোমাদের ধৈর্য ধরতে হবে। যে-ব্যক্তিরা ছোটোবেলা থেকে তোমাকে দেখে আসছে, তাদের হয়তো এটা বুঝতে একটু সময় লাগতে পারে, তুমি এখন ধীরে ধীরে প্রাপ্তবয়সের দিকে এগোচ্ছ। কিন্তু, তুমি নিশ্চিত থাকতে পার, যিহোবা শুধুমাত্র তোমার মূখশ্রী বা বাহ্যিক রূপ দেখেন না। তিনি তোমাকে ভালোভাবে জানেন আর সেইসঙ্গে এটাও জানেন যে, তুমি কী করতে পার। (১ শমূ. ১৬:৭) দায়ূদের মতো যিহোবার সঙ্গে তোমার সম্পর্ককে শক্তিশালী করো। দায়ূদ যিহোবার সৃষ্টি মনোযোগ সহকারে ধ্যান করতেন। আর এভাবে তিনি তাঁর সম্বন্ধে অনেক কিছু শিখতে পেরেছিলেন। (গীত. ৮:৩, ৪; ১৩৯:১৪; রোমীয় ১:২০) দায়ূদের কাছ থেকে তুমি আরেকটা বিষয় শিখতে পার আর সেটা হল, শক্তির জন্য যিহোবার উপর নির্ভর করা। উদাহরণ স্বরূপ, একজন যিহোবার সাক্ষি বলে তোমার স্কুলের সহপাঠীরা কি তোমাকে নিয়ে হাসিঠাট্টা করে? যদি করে থাকে, তা হলে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সাহায্য চেয়ে যিহোবার কাছে প্রার্থনা করো। তাঁর বাক্য বাইবেল এবং আমাদের বাইবেলভিত্তিক প্রকাশনা ও ভিডিও থেকে তুমি যে-ব্যাবহারিক পরামর্শ খুঁজে পাও, তা কাজে লাগানোর চেষ্টা করো। এভাবে প্রতি বার তুমি যখন দেখবে, কীভাবে যিহোবা তোমার সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করছেন, তখন তাঁর উপর তোমার আস্থা আরও বৃদ্ধি পাবে। এ ছাড়া, অন্যেরা যখন দেখবে, যিহোবার উপর তোমার নির্ভরতা রয়েছে, তখন তারাও তোমার উপর আস্থা রাখতে পারবে।

একজন কিশোরবয়সি ভাই একজন বয়স্ক বোনের হুইল চেয়ার সেট করছে আর সেই ভাইয়ের মা বয়স্ক বোনকে গাড়ি থেকে নামতে সাহায্য করেছেন।

কিশোরবয়সি ভাইয়েরা ছোটোখাটো কাজ করার মাধ্যমে ভাই-বোনদের সাহায্য করতে পারে (৮-৯ অনুচ্ছেদ দেখুন)

৮-৯. (ক) রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার পরও, দায়ূদকে কী করতে হয়েছিল? (খ) কিশোরবয়সি ভাইয়েরা, দায়ূদের উদাহরণ থেকে তোমরা কী শিখতে পার?

৮ দায়ূদকে আরেকটা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। রাজা হিসেবে অভিষিক্ত হওয়ার পরও, দায়ূদকে যিহূদার উপর শাসন করার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করতে হয়েছিল। (১ শমূ. ১৬:১৩; ২ শমূ. ২:৩, ৪) সেই সময় দায়ূদ কী করেছিলেন? তিনি কি নিরুৎসাহিতায় ডুবে গিয়েছিলেন? না। তিনি ধৈর্য ধরেছিলেন এবং যা করতে পারেন, সেটার উপর মনোযোগ দিয়েছিলেন। উদাহরণ স্বরূপ, দায়ূদ শৌলের কাছ থেকে পালিয়ে পলেষ্টীয়দের দেশে চলে গিয়েছিলেন আর সেখানে থাকা সত্ত্বেও তিনি ইজরায়েলের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এভাবে তিনি যিহূদা এলাকা সুরক্ষিত রেখেছিলেন।—১ শমূ. ২৭:১-১২.

৯ কিশোরবয়সি ভাইয়েরা, দায়ূদের উদাহরণ থেকে তোমরা কী শিখতে পার? যতক্ষণ না তুমি মণ্ডলীতে কোনো দায়িত্ব পাচ্ছ, ততক্ষণ তুমি ভাই-বোনদের জন্য কিংবা যিহোবার সেবায় যা করতে পার, সেটার উপর মনোযোগ দাও। রিকার্ডোb নামে একজন ভাইয়ের উদাহরণ বিবেচনা কর। ছোটোবেলা থেকেই তিনি নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করতে চেয়েছিলেন। কিন্তু, প্রাচীন ভাইয়েরা এই বিষয় তাকে অপেক্ষা করতে বলেন। সেই সময় ভাই রিকার্ডো কী করেন? নিরুৎসাহিতায় ডুবে যাওয়ার বা হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে, তিনি পরিচর্যায় আরও বেশি করে অংশ নিতে শুরু করেন। ভাই রিকার্ডো বলেন: “এক দিক দিয়ে ভালোই হয়েছিল, আমি সেই সময় অগ্রগামী হিসেবে নিযুক্ত হইনি। ফলে, আমি নিজের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য আরও সময় পেয়ে যাই। আমি আরও ভালো করে পুনর্সাক্ষাৎ করতে শিখি। আমি এমনকী প্রথম বার কাউকে বাইবেল অধ্যয়নও করাই। এ ছাড়া, বেশি করে পরিচর্যায় অংশ নেওয়ার ফলে আমি আগের মতো আর ঘাবড়ে যাই না। আমি এখন পুরো উদ্যোগের সঙ্গে অন্যদের বাইবেলের বিষয় শেখাই।” ভাই রিকার্ডো এখন একজন নিয়মিত অগ্রগামী ও পরিচারক দাস হিসেবে সেবা করছেন।

১০. এক বার দায়ূদকে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল, তখন তিনি কী করেছিলেন?

১০ শৌলের কাছ থেকে পালিয়ে বেড়ানোর সময় দায়ূদের জীবনে আরেকটা ঘটনা ঘটে। এক বার, তিনি তার সঙ্গীদের নিয়ে যুদ্ধ করতে যান। সেই সময় শত্রুরা আসে এবং তাদের বাড়ি থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে যায় আর এমনকী তাদের স্ত্রী ও সন্তানদের বন্দি করে নিয়ে যায়। দায়ূদ যখন বিষয়টা জানতে পারেন, তখন তিনি হয়তো এভাবে চিন্তা করতে পারতেন, ‘আমি তো একজন যোদ্ধা আর আমি ইতিমধ্যেই অনেক যুদ্ধ জয় করেছি। আমি জানি, শত্রুদের কীভাবে পরাজিত করতে হয়। আমি নিজেই তাদের বন্দিত্ব থেকে মুক্ত করতে পারব।’ কিন্তু, দায়ূদ এভাবে চিন্তা করেননি। তিনি যিহোবার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। তিনি যাজক অবিয়াথরের মাধ্যমে যিহোবাকে জিজ্ঞেস করেন: “ঐ সৈন্যদলের পশ্চাতে পশ্চাতে গেলে আমি কি তাহাদের লাগাল পাইব?” যিহোবা তাকে যাওয়ার আজ্ঞা দেন এবং তাকে আশ্বস্ত করেন যে, তিনি সেই যুদ্ধে জয়ী হতে পারবেন। (১ শমূ. ৩০:৭-১০) এই ঘটনা থেকে তুমি কী শিখতে পার?

সেই কিশোরবয়সি ভাই আনন্দের সঙ্গে একজন প্রাচীনের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছে।

কিশোরবয়সি ভাইদের প্রাচীনদের কাছ থেকে পরামর্শ চাইতে হবে (১১ অনুচ্ছেদ দেখুন)

১১. যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কী করতে পার?

১১ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের কাছ থেকে পরামর্শ নাও। তুমি তোমার বাবা-মায়ের কাছ থেকে পরামর্শ চাইতে পার। এ ছাড়া, তুমি মণ্ডলীর অভিজ্ঞ প্রাচীনদের সঙ্গে কথা বলতে পার। প্রাচীনদের উপর তুমি আস্থা রাখতে পার কারণ যিহোবা তাদের উপর আস্থা রাখেন। যিহোবা তাদের মণ্ডলীর জন্য “দান” হিসেবে দেখেন। (ইফি. ৪:৮) তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চাও, তা হলে প্রাচীনদের বিশ্বাস অনুকরণ করো এবং তাদের পরামর্শ কাজে লাগাও। এখন এসো, আমরা রাজা আসার জীবনের কিছু ঘটনা বিবেচনা করে দেখি।

রাজা আসার কাছ থেকে শেখো

১২. রাজা হিসেবে নিযুক্ত হওয়ার পর, আসা কী কী করেছিলেন আর তার মধ্যে কোন গুণাবলি ছিল?

১২ রাজা আসা কিশোর বয়সে অনেক নম্র ও সাহসী ছিলেন। তার পিতা অবিয়ের পর যখন তাকে রাজা হিসেবে নিযুক্ত করা হয়, তখন তিনি দেশ থেকে মূর্তিপূজা দূর করার জন্য অনেক বড়ো পদক্ষেপ নিয়েছিলেন। এ ছাড়া, তিনি “যিহূদার লোকদিগকে তাহাদের পিতৃপূরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ এবং [তাঁহার] ব্যবস্থা ও আজ্ঞা পালন করিতে আদেশ করিলেন।” (২ বংশা. ১৪:১-৭) পরে, যখন কূশদেশীয় সেরহ ১০ লক্ষ সৈন্য নিয়ে যিহূদা আক্রমণ করতে এসেছিলেন, তখন আসা যিহোবার উপর নির্ভর করেছিলেন এবং তাঁর কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন: “হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি।” এই প্রার্থনা থেকে বুঝতে পারি, আসা সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলেন যে, যিহোবা তাকে ও তার লোকদের রক্ষা করবেন। আসা তার স্বর্গীয় পিতার ক্ষমতার উপর নির্ভর করেছিলেন আর “সদাপ্রভু . . . কূশীয়দিগকে আঘাত করিলেন।”—২ বংশা. ১৪:৮-১২.

১৩. পরবর্তী সময় রাজা আসার জীবনে কী ঘটেছিল এবং কেন?

১৩ একটু ভেবে দেখো, ১০ লক্ষ সৈন্যের সঙ্গে যুদ্ধ করা কোনো সহজ বিষয় ছিল না। কিন্তু, যিহোবার উপর নির্ভর করার ফলে আসা সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। তবে, যখন ইজরায়েলের রাজা বাশা কমসংখ্যক সৈন্য নিয়ে যিহূদা আক্রমণ করতে এসেছিলেন, তখন রাজা আসা যিহোবার উপর নির্ভর করার পরিবর্তে, অরাম দেশের রাজার কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। এর কারণে তাকে চরম পরিণতি ভোগ করতে হয়েছিল। তখন থেকে রাজা আসা একটার পর একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। যিহোবা তাঁর ভাববাদী হনানির মাধ্যমে আসাকে বলেছিলেন: “আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর না করিয়া অরাম-রাজের উপরে নির্ভর করিলেন, এই জন্য অরাম-রাজের সৈন্য আপনার হস্ত এড়াইল।” (২ বংশা. ১৬:৭, ৯; ১ রাজা. ১৫:৩২) এই ঘটনা থেকে তুমি কী শিখতে পার?

১৪. (ক) যিহোবার উপর নির্ভরতা বজায় রাখার জন্য তুমি কী করতে পার? (খ) ১ তীমথিয় ৪:১২ পদ অনুযায়ী এর ফলাফল কী হতে পারে?

১৪ নম্রতা বজায় রাখো এবং সবসময় যিহোবার উপর নির্ভর করো। তুমি যখন বাপ্তিস্ম নিয়েছিলে, তখন যিহোবার উপর তোমার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস দেখিয়েছিলে। আর যিহোবাও তোমার এই সিদ্ধান্তের জন্য অনেক খুশি হয়েছিলেন। তাই, যিহোবার উপর আস্থা রাখা বন্ধ করে দিও না। এটা ঠিক যে, জীবনে যখন তোমাকে বড়ো বড়ো সিদ্ধান্ত নিতে হয়ে, তখন তুমি যিহোবার উপর নির্ভর কর। কিন্তু ছোটোখাটো বিষয়, যেমন আমোদপ্রমোদ ও চাকরি বাছাই করার এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করার বিষয় কী বলা যায়? এইরকম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ও নিজের উপর নির্ভর করার পরিবর্তে, যিহোবার উপর নির্ভর করো। বাইবেলের নীতি খোঁজো আর তারপর সিদ্ধান্ত নাও। (হিতো. ৩:৫, ৬) তুমি যদি তা কর, তা হলে যিহোবা খুশি হবেন এবং মণ্ডলীতে তুমি এক সুনাম বজায় রাখতে পারবে।—পড়ুন, ১ তীমথিয় ৪:১২.

রাজা যিহোশাফটের কাছ থেকে শেখো

১৫. দ্বিতীয় বংশাবলি ১৮:১-৩; ১৯:২ পদ অনুযায়ী যিহোশাফট কী ভুল করেছিলেন?

১৫ আমরা সবাই অসিদ্ধ আর ভুল করে ফেলি। তাই, তুমিও হয়তো মাঝেমধ্যে ভুল করে ফেলতে পার। তবে, এই কারণে হতাশ হয়ে যিহোবার সেবা বন্ধ করে দিও না। তুমি যা করতে পার, সেটার উপর মনোযোগ দাও। রাজা যিহোশাফটের উদাহরণ বিবেচনা করো। যিহোশাফটের মধ্যে অনেক ভালো ভালো গুণ ছিল। কিশোর বয়স থেকে তিনি “আপন পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করিতেন ও তাঁহার সকল আজ্ঞা-পথে চলিতেন।” এ ছাড়া, তিনি প্রধান লোকদের যিহূদা নগরে পাঠিয়েছিলেন, যাতে সেখানকার লোকেরা যিহোবা সম্বন্ধে শিখতে পারে। (২ বংশা. ১৭:৪, ৭) কিন্তু, মাঝে মাঝে যিহোশাফটও কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তার নেওয়া একটা সিদ্ধান্তের উপর যিহোবা খুব রেগে গিয়েছিলেন। তার এই ভুলটা বুঝতে সাহায্য করার জন্য যিহোবা তাঁর এক দাসকে পাঠিয়েছিলেন। (পড়ুন, ২ বংশাবলি ১৮:১-৩; ১৯:২.) এই বিবরণ থেকে তুমি কী শিখতে পার?

কিশোরবয়সি ভাই কিংডম হল পরিষ্কার কাজে সাহায্য করছে। আর যে-প্রাচীন আগে পরামর্শ দিয়েছিলেন, তিনি তাকে লক্ষ করছেন।

কিশোরবয়সি ভাইয়েরা যখন নির্ভরযোগ্য হয়ে ওঠার জন্য কঠোর প্রচেষ্টা করে, তখন তারা মণ্ডলীতে এক সুনাম অর্জন করে থাকে (অনুচ্ছেদ ১৬ দেখুন)

১৬. তুমি ভাই রাজীবের কাছ থেকে কী শিখতে পার?

১৬ অন্যদের পরামর্শ শোনো এবং তা কাজে লাগানোর চেষ্টা করো। অন্য কিশোরবয়সি ভাইদের মতো যিহোবার সেবাকে জীবনে প্রথম স্থানে রাখা তোমার পক্ষে হয়তো কঠিন বলে মনে হতে পারে। তবে, হতাশ হোয়ো না। রাজীব নামে এক যুবকবয়সি ভাইয়ের সঙ্গে এইরকমই কিছু ঘটেছিল। তিনি নিজের কিশোর বয়সের অভিজ্ঞতা সম্বন্ধে বলেন: “সেই সময় আমার খেলাধুলা আর আনন্দফুর্তি করতে অনেক ভালো লাগত। প্রচার ও সভায় যেতে ইচ্ছে করত না। আমি ঠিক বুঝতে পারছিলাম না, কোন বিষয়টা সবচেয়ে জরুরি।” পরে, একজন প্রাচীন প্রেমের সঙ্গে ভাই রাজীবকে পরামর্শ দেন। রাজীব বলেন: “তিনি আমাকে ১ তীমথিয় ৪:৮ পদে দেওয়া নীতি বুঝতে সাহায্য করেছিলেন।” রাজীব নম্রভাবে সেই পরামর্শ গ্রহণ করেছিলেন এবং যিহোবার সেবাকে জীবনে প্রথম স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর ফলাফল কী হয়? তিনি বলেন: “সেই পরামর্শ মেনে চলার কিছু বছর পর, আমি একজন পরিচারক দাস হিসেবে নিযুক্ত হই।”

তোমার স্বর্গীয় পিতাকে গর্বিত করো

১৭. কিশোরবয়সি ভাইদের যিহোবার সেবা করতে দেখে বয়স্ক ভাই-বোনেরা কেমন অনুভব করে?

১৭ বয়স্ক ভাই-বোনেরা এটা দেখে খুবই খুশি হয় যে, তোমরা তাদের সঙ্গে “একযোগে” বা কাঁধে কাঁধ মিলিয়ে যিহোবার সেবা করে চলছ। (সফ. ৩:৯) কোনো কাজ দেওয়া হলে তুমি যখন সেটা মনপ্রাণ দিয়ে কিংবা উদ্যোগ সহকারে কর, তখন এটা দেখে তাদের খুব ভালো লাগে। তোমরা তাদের কাছে খুবই মূল্যবান।—১ যোহন ২:১৪.

১৮. হিতোপদেশ ২৭:১১ পদ অনুযায়ী কিশোরবয়সি ভাইদের সম্বন্ধে যিহোবা কেমন অনুভব করেন?

১৮ কিশোরবয়সি ভাইয়েরা মনে রেখো, যিহোবা তোমাদের অনেক ভালোবাসেন এবং তোমাদের উপর তাঁর আস্থা রয়েছে। তিনি ভবিষ্যদ্‌বাণী করেছিলেন, এই শেষকালে কিশোরবয়সিরা আনন্দের সঙ্গে তাঁর সেবা করবে। (গীত. ১১০:১-৩) তিনি জানেন, তুমি তাঁকে ভালোবাসো এবং মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করতে চাও। তাই, ধৈর্য ধরো আর এমনকী অন্যদের প্রতিও। কোনো ভুল করে ফেললে তোমাকে যদি পরামর্শ দেওয়া হয়, তা হলে হতাশ হোয়ো না। সেই পরামর্শ মেনে চলার জন্য প্রচেষ্টা করো। তুমি হয়তো এভাবে চিন্তা করতে পার, সেটা যিহোবার কাছ থেকে এসেছে। (ইব্রীয় ১২:৬) মণ্ডলীতে কোনো কার্যভার দেওয়া হলে, তা অধ্যবসায়ের সঙ্গে করো। সবচেয়ে বড়ো বিষয়টা হল, তোমার প্রতিটা কাজের মাধ্যমে তোমার স্বর্গীয় পিতা যিহোবাকে গর্বিত করো।—পড়ুন, হিতোপদেশ ২৭:১১.

এই ব্যক্তিদের জীবন থেকে তুমি কী শিখেছ . . .

  • দায়ূদ?

  • আসা?

  • যিহোশাফট?

গান সংখ্যা ৮৯ যিহোবার আন্তরিক অনুরোধ: “বৎস, জ্ঞানবান হও”

a কিশোরবয়সি ভাইয়েরা যখন যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তখন তারা যিহোবার সেবায় আরও বেশি কিছু করতে চায়। এমনটা করার একটা উপায় হল, পরিচারক দাস হিসেবে সেবা করা। এই প্রবন্ধে আমরা দেখব যে, পরিচারক দাস হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কীভাবে তারা মণ্ডলীতে এক সুনাম অর্জন করতে এবং সেটা বজায় রাখতে পারে।

b কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার