ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w24 সেপ্টেম্বর পৃষ্ঠা ৮-১৩
  • একটা চিঠি​—⁠যা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে আমাদের সাহায্য করবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একটা চিঠি​—⁠যা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে আমাদের সাহায্য করবে
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “পরিপক্বতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা” করুন
  • ‘বিশ্বাস করার কারণে আমাদের জীবন রক্ষা পায়’
  • “তোমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে”
  • সেই নগরের জন্য অপেক্ষা করুন, যা চিরস্থায়ী
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যিহোবা কীভাবে আমাদের ধৈর্য ধরতে সাহায্য করেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • যে-সিদ্ধান্তগুলো দেখায়, আমরা যিহোবার উপর নির্ভর করি
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • যিহোবা হলেন “জীবন্ত ঈশ্বর”—এটা মনে রাখুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
w24 সেপ্টেম্বর পৃষ্ঠা ৮-১৩

অধ্যয়ন প্রবন্ধ ৩৭

গান ১১৮ আমাদের বিশ্বাস আরও দৃঢ় করো

একটা চিঠি—যা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে আমাদের সাহায্য করবে

“প্রথমে আমাদের যে-আস্থা ছিল, তা . . . আমরা শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি।”—ইব্রীয় ৩:১৪.

আমরা কী শিখব?

বাইবেলে ইব্রীয় বইয়ে আমাদের জন্য অনেক ভালো পরামর্শ দেওয়া রয়েছে। আমরা যদি এগুলো মেনে চলি, তা হলে আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরতে পারব এবং বিশ্বস্ত থাকতে পারব।

১-২. (ক) পৌল যখন যিহুদি খ্রিস্টানদের উদ্দেশে চিঠি লিখেছিলেন, তখন জেরুসালেম ও যিহূদিয়ার পরিস্থিতি কেমন ছিল? (খ) কেন আমরা বলতে পারি, পৌল একদম সঠিক সময়ে তাদের চিঠি লিখেছিলেন?

যিশুর মৃত্যুর পর জেরুসালেম ও যিহূদিয়াতে থাকা খ্রিস্টানদের উপর অনেক সমস্যা এসেছিল। খ্রিস্টীয় মণ্ডলী গঠিত হওয়ার কিছু সময় পর তাদের প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল। (প্রেরিত ৮:১) এর প্রায় ২০ বছর পর তাদের দুর্ভিক্ষ ও দরিদ্রতার মুখোমুখি হতে হয়েছিল। (প্রেরিত ১১:২৭-৩০) এরপর প্রায় ৬১ সালে শান্তির এক সময়কাল শুরু হয়েছিল এবং ভাই-বোনেরা কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু, খুব শীঘ্রই পরিস্থিতি পরিবর্তন হতে যাচ্ছিল। তাই, যিহোবা প্রেরিত পৌলের মাধ্যমে সেই খ্রিস্টানদের জন্য একটা চিঠি লিখিয়েছিলেন আর এই চিঠিতে অনেক ভালো পরামর্শ ছিল, যেগুলো থেকে তারা অনেক উপকার পেত।

২ পৌলের এই চিঠি তারা একদম সঠিক সময়ে পেয়েছিল কারণ শান্তির এই সময়কাল শেষ হতে চলেছিল। যিশুর কথা অনুযায়ী জেরুসালেম এবং এর মন্দির ধ্বংস হতে যাচ্ছিল। (লূক ২১:২০) কিন্তু, এই চিঠিতে দেওয়া পরামর্শগুলো মেনে চললে যিহুদি খ্রিস্টানেরা ভালোভাবে এই সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারত। যদিও, পৌল এবং যিহুদি খ্রিস্টানেরা জানত না যে, এই ধ্বংস কবে আসবে। তবে, যতদিন না ধ্বংস আসছে, ততদিন পর্যন্ত যিহুদিরা এই সময়কে ব্যবহার করে ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারত। তারা বিশ্বাস ও ধৈর্যের মতো গুণগুলো আরও বাড়াতে পারত, যেগুলো তাদের অনেক প্রয়োজন হত।—ইব্রীয় ১০:২৫; ১২:১, ২.

৩. কেন বর্তমানে ইব্রীয় বইতে দেওয়া পরামর্শগুলোর উপর আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে?

৩ যিহূদিয়ায় থাকা খ্রিস্টানেরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিল, এর চেয়েও বড়ো সমস্যা আমাদের সামনে আসতে চলেছে। (মথি ২৪:২১; প্রকা. ১৬:১৪, ১৬) তাই, আসুন আমরা ইব্রীয় বইতে বলা সেই পরামর্শগুলোর উপর মনোযোগ দিই, যেগুলো যিহোবা সেই খ্রিস্টানদের দিয়েছিলেন। তা করলে আমরা অনেক উপকার পাব।

“পরিপক্বতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা” করুন

৪. যে-যিহুদিরা খ্রিস্টান হয়েছিল, তাদের সামনে কোন কোন সমস্যা এসেছিল? (ছবিও দেখুন।)

৪ যে-যিহুদিরা খ্রিস্টান হয়েছিল, তাদের অনেক বড়ো বড়ো পরিবর্তন করতে হত। কেন? একসময় যিহুদিরা যিহোবার মনোনীত লোক ছিল। জেরুসালেম খুবই বিশেষ একটা নগর ছিল কারণ যিহোবার মনোনীত রাজারা সেখান থেকে রাজত্ব করত। শুধু তা-ই নয়, যিহোবার মন্দির সেখানে ছিল এবং লোকেরা উপাসনা করার জন্য সেখানে আসত। ধর্মীয় গুরুরা তাদের মোশির ব্যবস্থা থেকে যে-শিক্ষাগুলো দিত, সেগুলো তারা হৃদয় থেকে মেনে চলত। যেমন, তারা কী খাবে, আর কী খাবে না, ত্বকচ্ছেদের বিষয়ে তারা কেমন দৃষ্টিভঙ্গি রাখবে এবং ন-যিহুদিদের সঙ্গে তারা কেমন আচরণ করবে। কিন্তু, যিশুর মৃত্যুর পর সমস্ত কিছু বদলে গিয়েছিল। মোশির ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং মন্দিরে আর বলি উৎসর্গ করার প্রয়োজন ছিল না। কিন্তু, যিহুদি খ্রিস্টানদের জন্য মোশির ব্যবস্থা ত্যাগ করা সহজ ছিল না কারণ এতে তারা অভ্যস্ত হয়ে পড়েছিল। (ইব্রীয় ১০:১, ৪, ১০) এমনকী প্রেরিত পিতরের মতো পরিপক্ব খ্রিস্টানের পক্ষেও পুরোনো বিষয়গুলো ছেড়ে দেওয়া কঠিন বলে মনে হচ্ছিল। (প্রেরিত ১০:৯-১৪; গালা. ২:১১-১৪) এ ছাড়া, এই নতুন বিশ্বাসের কারণে যিহুদি ধর্মীয় গুরুরা তাদের কষ্ট দিতে এবং তাড়না করতে শুরু করেছিল।

যিহুদি ধর্মীয় গুরুরা মন্দিরে আছে এবং তারা সেই খ্রিস্টানদের সমালোচনা করছে, যারা কিছুটা দূরে দাঁড়িয়ে প্রচার করছে।

খ্রিস্টানদের যিহুদি ধর্মগুরুদের মিথ্যা শিক্ষাগুলো প্রত্যাখান করতে হত এবং সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে হত (৪-৫ অনুচ্ছেদ দেখুন)


৫. যিহুদি খ্রিস্টানদের কেন সতর্ক থাকতে হত?

৫ যিহুদি খ্রিস্টানদের মণ্ডলীর ভিতর ও বাইরে দু-দিক থেকেই সমস্যা আসছিল। একদিকে, যিহুদি ধর্মীয় গুরুরা তাদের ধর্মভ্রষ্ট হিসেবে মনে করছিল এবং তাদের উপর তাড়না করছিল। অন্যদিকে মণ্ডলীতে, কিছু খ্রিস্টান মোশির ব্যবস্থা পালন করার উপর জোর দিচ্ছিল। তারা হয়তো মনে করছিল, এগুলো মেনে চললে ধর্মীয় গুরুরা তাদের আর তাড়না করবে না। (গালা. ৬:১২) এইরকম পরিস্থিতিতে যিহুদি খ্রিস্টানেরা ভ্রান্ত হতে পারত। তাহলে, যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য কী করতে হত?

৬. পৌল খ্রিস্টানদের কোন বিষয়ে উৎসাহিত করেছিলেন? (ইব্রীয় ৫:১৪–৬:১)

৬ পৌল তার চিঠিতে যিহুদি খ্রিস্টানদের উৎসাহিত করেছিলেন, যেন তারা যিহোবার বাক্য পড়ে এবং সেটি নিয়ে গভীরভাবে চিন্তা করে। (পড়ুন, ইব্রীয় ৫:১৪–৬:১.) পৌল ইব্রীয় শাস্ত্র থেকে উদ্ধৃতি করে বলেন, খ্রিস্টানেরা যেভাবে যিহোবার উপাসনা করে তা যিহুদিদের উপাসনার চেয়ে কেন আরও ভালো।a পৌল জানতেন, যিহুদি খ্রিস্টানেরা যদি নিজেদের জ্ঞান বৃদ্ধি করে এবং সত্য সম্বন্ধে সঠিক বোধগম্যতা লাভ করে, তা হলে তারা ভ্রান্ত হবে না। তারা ভুল যুক্তি ও শিক্ষাগুলো চিনতে পারবে এবং সেগুলো প্রত্যাখ্যান করতে পারবে।

৭. বর্তমানে আমাদের কোন সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে?

৭ বর্তমানেও এমন কথাগুলো ছড়ানো হয়, যেগুলো যিহোবার মানের বিরুদ্ধে। বিরোধীরা প্রায়ই আমাদের উপর এই অভিযোগ আনে যে, আমাদের চিন্তাভাবনা খুবই সংকীর্ণ কারণ যৌনতার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। লোকদের মনোভাব এবং চিন্তাভাবনা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং তারা যিহোবার কাছ থেকে আরও দূরে সরে যাচ্ছে। (হিতো. ১৭:১৫) তাই, এটা গুরুত্বপূর্ণ যেন আমরা সেই বিষয়গুলো চিহ্নিত করি, যেগুলো যিহোবার চিন্তাভাবনার সঙ্গে মেলে না এবং সেগুলো প্রত্যাখ্যান করি। এটা করার মাধ্যমে আমরা বিরোধীদের কথায় বিশ্বাস করব না এবং সত্য থেকে সরে যাব না।—ইব্রীয় ১৩:৯.

৮. পরিপক্বতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী করে চলতে হবে?

৮ প্রেরিত পৌল যিহুদি খ্রিস্টানদের জোরালো পরামর্শ দিয়েছিলেন, যেন তারা “পরিপক্বতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা” করে। বর্তমানে আমাদের এটাই করতে হবে। এর মানে আমাদের আরও গভীরভাবে বাইবেল অধ্যয়ন করতে হবে, যাতে আমরা যিহোবা এবং তাঁর চিন্তাভাবনা সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারি। যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়ার পরও আমাদের এটা করে চলতে হবে। আমরা যতদিন ধরেই সত্যে থাকি না কেন, আমাদের প্রতিদিন বাইবেল পড়তে হবে এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। (গীত. ১:২) ক্রমাগত বাইবেল অধ্যয়ন করার ফলে আমরা আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে পারব। পৌল যিহুদি খ্রিস্টানদেরও উৎসাহিত করেছিলেন যেন তারা তাদের বিশ্বাস বৃদ্ধি করে।—ইব্রীয় ১১:১, ৬.

‘বিশ্বাস করার কারণে আমাদের জীবন রক্ষা পায়’

৯. কেন যিহুদি খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাসের প্রয়োজন ছিল?

৯ খুব শীঘ্রই যিহূদিয়াতে যে-বিপদ আসতে যাচ্ছিল, সেটার মুখোমুখি হওয়ার জন্য যিহুদি খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাসের প্রয়োজন ছিল। (ইব্রীয় ১০:৩৭-৩৯) যিশু তাঁর শিষ্যদের আগে থেকে বলেছিলেন, তারা যখন জেরুসালেমকে সৈন্যদের দ্বারা বেষ্টিত দেখবে, তখন তারা যেন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এই পরামর্শ প্রত্যেক খ্রিস্টানের জন্য ছিল, তা তারা জেরুসালেমে থাকুক অথবা গ্রামে। (লূক ২১:২০-২৪) যিশুর এই পরামর্শ তাদের হয়তো যুক্তিহীন বলে মনে হয়েছিল, কারণ শত্রুরা যখন আক্রমণ করত, তখন সাধারণত লোকেরা আশ্রয় নেওয়ার জন্য নগরের ভিতরে প্রবেশ করত। তাই, যিশুর পরামর্শ মেনে চলার জন্য সত্যিই তাদের দৃঢ় বিশ্বাসের প্রয়োজন ছিল।

১০. যে-যিহুদি খ্রিস্টানদের দৃঢ়বিশ্বাস ছিল, তারা হয়তো কী করেছিল? (ইব্রীয় ১৩:১৭)

১০ যিহুদি খ্রিস্টানদের সেই ভাইদের উপর আস্থা রাখতে হত, যাদের মাধ্যমে যিশু মণ্ডলীকে নির্দেশনা দিচ্ছিলেন। এই ভাইয়েরা নিশ্চয়ই স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছিল যে, খ্রিস্টানদের কী করতে হবে এবং কখন তাদের জেরুসালেম ছেড়ে পালিয়ে যেতে হবে। (পড়ুন, ইব্রীয় ১৩:১৭.) ইব্রীয় ১৩:১৭ পদে যে-গ্রিক শব্দ “বাধ্য হও” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা থেকে বোঝা যায় যে, কাউকে আজ্ঞা পালন করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। পৌল চেয়েছিলেন, ভাই-বোনেরা যেন নেতৃত্ব নেয় এমন ভাইদের প্রতি শুধু কর্তব্যের খাতিরে নয় বরং আস্থা রেখে তাদের বাধ্য হয়। যিহুদি খ্রিস্টানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তারা যেন বিপদ আসার আগেই নেতৃত্ব নেয় এমন ভাইদের উপর আস্থা গড়ে তোলে। তাই, তারা যদি শান্তির এই সময়কালে তাদের উপর আস্থা রাখত এবং তাদের বাধ্য হত, তা হলে কঠিন সময়েও তাদের জন্য এমনটা করা সহজ হত।

১১. বর্তমানে খ্রিস্টানদের জন্য বিশ্বাস বৃদ্ধি করে চলা কেন এত গুরুত্বপূর্ণ?

১১ যিহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও বিশ্বাস দৃঢ় করতে হবে। কেন? কারণ আমরা শেষকালে বাস করছি, যেমনটা বাইবেলে বলা হয়েছে। বর্তমানে, বেশিরভাগ লোক আমাদের বার্তা শুনতে চায় না বরং আমাদের নিয়ে হাসিঠাট্টা করে। (২ পিতর ৩:৩, ৪) যদিও আসন্ন মহাক্লেশ সম্বন্ধে বাইবেলে কিছু তথ্য দেওয়া রয়েছে, তবে আমরা সমস্ত কিছু জানি না। তাই, আমাদের সম্পূর্ণ আস্থা রাখতে হবে যে, শেষ একেবারে সঠিক সময়ে আসবে এবং সেইসময় যিহোবা আমাদের সুরক্ষা জোগাবেন।—হবক্‌. ২:৩.

১২. মহাক্লেশের সময় রক্ষা পেতে গেলে আমাদের কী করতে হবে?

১২ আমাদের ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের’ উপরও আস্থা বৃদ্ধি করে চলতে হবে, যার মাধ্যমে যিহোবা বর্তমানে আমাদের পরিচালনা দিচ্ছেন। (মথি ২৪:৪৫) যখন মহাক্লেশ শুরু হবে, তখন হয়তো আমাদের স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হবে যে, আমাদের কী করতে হবে। ঠিক যেমন সেই সময়ে যিহুদি খ্রিস্টানদের নির্দেশনা দেওয়া হয়েছিল, যখন রোমীয় সৈন্যেরা জেরুসালেমকে ঘিরে ফেলেছিল। তাই এটা গুরুত্বপূর্ণ যে, বর্তমানে আমরা যেন আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করে চলি এবং নেতৃত্ব নেয় এমন ভাইদের উপর পুরোপুরি আস্থা রাখি। আমরা যদি এখন তা করি, তা হলে মহাক্লেশের সময়ও তাদের বাধ্য হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে।

১৩. যিহুদি খ্রিস্টানদের জন্য ইব্রীয় ১৩:৫ পদে দেওয়া পরামর্শ মেনে চলা কেন এত গুরুত্বপূর্ণ ছিল?

১৩ যিহুদি খ্রিস্টানেরা জানত যে, তাদের একদিন সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে। তাই, তাদের জীবন সাদাসিধে রাখতে হত এবং খেয়াল রাখতে হত, তারা যেন “টাকাপয়সার প্রতি ভালোবাসা” গড়ে না তোলে। (পড়ুন, ইব্রীয় ১৩:৫.) তাদের মধ্যে কিছু খ্রিস্টান দরিদ্রতা ও দুর্ভিক্ষের শিকার হয়েছিল। (ইব্রীয় ১০:৩২-৩৪) একটা সময় যিহূদিয়াতে বসবাসকারী খ্রিস্টানেরা সুসমাচারের জন্য সমস্ত কিছু সহ্য করতে প্রস্তুত ছিল। কিন্তু, এখন হয়তো কিছু খ্রিস্টান টাকাপয়সার প্রতি নির্ভর করতে শুরু করেছিল। তারা মনে করেছিল, টাকাপয়সা তাদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করতে পারে। কিন্তু, প্রচুর টাকাও তাদের আসন্ন ধ্বংস থেকে রক্ষা করতে পারত না। (যাকোব ৫:৩) তাই, একজন খ্রিস্টান যদি টাকাপয়সার প্রতি ভালোবাসা গড়ে তুলত, তা হলে তার জন্য নিজের ঘরবাড়ি ও সম্পত্তি ছেড়ে পালিয়ে যাওয়া অনেক কঠিন হত।

১৪. আমাদের যদি দৃঢ়বিশ্বাস থাকে, তা হলে আমরা টাকাপয়সার বিষয়ে কোন সিদ্ধান্ত নেব?

১৪ আমরা যদি বিশ্বাস করি, এই জগতের শেষ খুবই কাছে, তা হলে আমরা অতিরিক্ত ধনসম্পদ সঞ্চয় করার কথা চিন্তা করব না। মহাক্লেশের সময় টাকাপয়সার কোনো মূল্য থাকবে না। বাইবেলে লেখা আছে, “তাহারা আপন আপন রৌপ্য চকে ফেলিয়া দিবে,” কারণ তারা বুঝে যাবে যে, “সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না।” (যিহি. ৭:১৯) তাই, বর্তমানে আমরা যেন টাকাপয়সার পিছনে না ছুটি। এর পরিবর্তে, আমাদের এমন সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমরা নিজেদের এবং পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলো জোগাতে পারি এবং যিহোবার সেবা করে যেতে পারি। আমরা অযথা ঋণ নেব না এবং অতিরিক্ত জিনিসপত্র কিনব না, যাতে সেগুলো দেখাশোনা করতেই আমাদের সমস্ত সময় চলে যায়। আর আমাদের কাছে যে-জিনিসপত্র আছে, আমরা সেগুলোর মায়ায় জড়াব না। (মথি ৬:১৯, ২৪) শেষ আসার আগে আমাদের হয়তো অনেক বার বিশ্বাস পরীক্ষিত হবে আর তখন আমাদের দেখাতে হবে যে, আমরা জিনিসপত্রকে নয় বরং যিহোবাকে ভালোবাসি।

“তোমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে”

১৫. কেন যিহুদি খ্রিস্টানদের ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ ছিল?

১৫ পরবর্তী সময়ে যিহূদিয়ার পরিস্থিতি খুবই খারাপ হতে যাচ্ছিল। তাই, খ্রিস্টানদের ধৈর্য ধরার প্রয়োজন ছিল। (ইব্রীয় ১০:৩৬) কিছু, খ্রিস্টান অনেক তাড়না সহ্য করেছিল। কিন্তু, বেশিরভাগ ভাই-বোন সেইসময়ে খ্রিস্টান হয়েছিল, যখন শান্তির সময়কাল চলছিল এবং পরিস্থিতি ভালো ছিল। তাই, পৌল তাদের বলেছিলেন ভবিষ্যতে যে-সমস্যাগুলো আসতে যাচ্ছে, তারা যেন সেগুলো সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এমনকী যিশুর মতো মারা যেতেও প্রস্তুত থাকে। (ইব্রীয় ১২:৪) পরবর্তী সময়ে যিহুদিদের মধ্যে থেকে অনেকে যখন খ্রিস্টান হয়েছিল, তখন বিরোধীরা রাগে ফেটে পড়েছিল এবং ভাইদের উপর অত্যাচার করতে শুরু করেছিল। ইব্রীয়দের উদ্দেশে চিঠি লেখার কিছু বছর আগে পৌল যখন জেরুসালেমে ছিলেন, তখন তাকে দেখে যিহুদিরা অনেক রেগে গিয়েছিল। ৪০ জনেরও বেশি যিহুদি শপথ নিয়ে বলেছিল: “যতক্ষণ পর্যন্ত না আমরা পৌলকে হত্যা করি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো খাবার গ্রহণ করব না।” (প্রেরিত ২২:২২; ২৩:১২-১৪) যিহুদি খ্রিস্টানদের শুধুমাত্র সেই কঠোর যিহুদি লোকদের মাঝেই থাকতে হত না, সেইসঙ্গে তাদের উপাসনা করার জন্য একত্রিত হতে হত, প্রচার করতে হত এবং নিজেদের বিশ্বাস দৃঢ় রাখতে হত।

১৬. পরীক্ষাগুলোর বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমরা কীভাবে ইব্রীয়দের উদ্দেশে লেখা চিঠি থেকে সাহায্য পেতে পারি? (ইব্রীয় ১২:৭)

১৬ বিরোধিতা সত্ত্বেও যিহুদি খ্রিস্টানেরা কীভাবে ধৈর্য ধরতে পারত? পৌল জানতেন যে, তাদের নিজেদের সমস্যাগুলোর বিষয়ে একটা সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তাই, তিনি তাদের বুঝিয়েছিলেন যে, ঈশ্বর আমাদের বিশ্বাস পরীক্ষিত হতে দেন আর একইসময়ে তিনি আমাদের প্রশিক্ষণও দেন। (পড়ুন, ইব্রীয় ১২:৭.) এই কারণে আমরা নিজেদের মধ্যে অনেক ভালো গুণ বাড়াতে পারি এবং সেগুলো দেখাতেও পারি। যিহুদি খ্রিস্টানেরা যদি এটা মনে রাখত যে, পরীক্ষার মধ্য দিয়ে গেলে ভালো ফলাফল আসে, তা হলে এগুলো সহ্য করা তাদের জন্য কিছুটা সহজ হয়ে যেত।—ইব্রীয় ১২:১১.

১৭. পরীক্ষা সহ্য করার বিষয়ে পৌলের কোন অভিজ্ঞতা ছিল?

১৭ পৌল যিহুদি খ্রিস্টানদের অনুরোধ করেছিলেন, তারা যেন সাহসের সঙ্গে নিজেদের সমস্যাগুলো মোকাবিলা করে এবং হাল ছেড়ে না দেয়। পৌল কেন তাদের এই পরামর্শ দিতে পেরেছিলেন? খ্রিস্টান হওয়ার আগে পৌল ভাই-বোনদের উপর অনেক অত্যাচার করেছিলেন এবং খ্রিস্টান হওয়ার পরে তিনি নিজে বিভিন্ন ধরনের তাড়না সহ্য করেছিলেন। (২ করি. ১১:২৩-২৫) তাই, তিনি ভালোভাবে বুঝতে পারতেন, তারা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের বলতে পারতেন, পরীক্ষা সহ্য করার জন্য তারা কী করতে পারে। পৌল খ্রিস্টানদের মনে করিয়ে দিয়েছিলেন যে, যখন তারা পরীক্ষার মুখোমুখি হবে, তখন তারা যেন নিজেদের উপর নয় বরং যিহোবার উপর নির্ভর করে এবং তারা যেন সাহস দেখায়। পৌলও এমনটাই করেছিলেন, তাই তিনি বলতে পেরেছিলেন, “যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না।”—ইব্রীয় ১৩:৬.

১৮. ভবিষ্যতে কী হবে আর বর্তমানে আমাদের কী করতে হবে?

১৮ বর্তমানে, আমাদের কিছু ভাই-বোনকে তাড়না করা হচ্ছে এবং তাদের কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু, তারপরও তারা ধৈর্য ধরে এই সমস্ত কিছু সহ্য করছে। আমরা কীভাবে সেই ভাই-বোনদের প্রতি প্রেম দেখাতে পারি? আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি আর যদি সম্ভব হয়, তা হলে প্রয়োজনীয় বিষয়গুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের সাহায্য করতে পারি। (ইব্রীয় ১০:৩৩) বাইবেল বলে: “যত লোক খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে জীবনযাপন করতে চায়, তাদের সকলের প্রতিও তাড়না ঘটবে।” (২ তীম. ৩:১২) তাই, আমাদের প্রত্যেককে ভবিষ্যতে আসা সমস্যাগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তাই, আসুন আমরা যেন যিহোবার উপর সম্পূর্ণ আস্থা রাখি যে, তিনি আসন্ন পরীক্ষাগুলো সহ্য করতে আমাদের সাহায্য করবেন এবং ভবিষ্যতে তিনি তাঁর প্রত্যেক সেবককে পুরোপুরিভাবে স্বস্তি দেবেন।—২ থিষল. ১:৭, ৮.

১৯. কীভাবে আমরা মহাক্লেশের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি? (ছবিও দেখুন।)

১৯ পৌল যিহুদি খ্রিস্টানদের যে-চিঠি লিখেছিলেন, সেটা থেকে তারা আসন্ন পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে পেরেছিল। পৌল তাদের বলেছিলেন, তারা যেন শাস্ত্র নিয়ে গভীরভাবে অধ্যয়ন করে এবং সেটির সঠিক বোধগম্যতা লাভ করে। এমনটা করলে তারা সেই শিক্ষাগুলো শনাক্ত করতে এবং প্রত্যাখ্যান করতে পারত, যেগুলোর কারণে তাদের বিশ্বাস দুর্বল হয়ে যেত। পৌল তাদেরকে বিশ্বাস দৃঢ় করার পরামর্শ দিয়েছিলেন, যাতে তারা যিশু এবং মণ্ডলীতে যারা নেতৃত্ব নিচ্ছেন, তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের প্রতি দ্রুত বাধ্য হতে পারে। তিনি তাদের এটাও বলেছিলেন যে, পরীক্ষা এলে তারা কীভাবে ধৈর্য ধরতে পারে। পৌল তাদের বলেছিলেন, তারা যেন পরীক্ষাগুলোর বিষয়ে এক সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে এবং এই বিষয়টা বোঝে যে, যিহোবা তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাই, আসুন আমরাও যেন ইব্রীয়দের উদ্দেশে লেখা চিঠিতে দেওয়া পরামর্শ মেনে চলি। তা করলে আমরাও শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে এবং ধৈর্য ধরতে পারব।—ইব্রীয় ৩:১৪.

প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা একটা খোলা জায়গায় একত্রিত হয়েছে।

বিশ্বস্ত খ্রিস্টানেরা ধৈর্য ধরার মাধ্যমে অনেক আশীর্বাদ লাভ করেছিল। যিহূদিয়া ছেড়ে চলে যাওয়ার পরও তারা ক্রমাগত একসঙ্গে মিলিত হত। আমরা তাদের কাছ থেকে কী শিখতে পারি? (১৯ অনুচ্ছেদ দেখুন)

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কীভাবে আমরা পরিপক্বতার দিকে এগিয়ে যেতে পারি?

  • কেন আমাদের বিশ্বাস বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ?

  • কেন আমাদের ধৈর্য ধরতে হবে?

গান ১২৬ জেগে থাকো, বিশ্বাসে দৃঢ় থাকো, বলবান হও

a ইব্রীয় বইয়ের প্রথম অধ্যায়ে পৌল অন্ততপক্ষে সাত বার ইব্রীয় শাস্ত্র থেকে উদ্ধৃতি করে বুঝিয়েছেন যে, খ্রিস্টানেরা যেভাবে যিহোবার উপাসনা করে তা যিহুদিদের উপাসনার চেয়ে আরও ভালো।—ইব্রীয় ১:৫-১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার