৯ আর আমি নারীদের উৎসাহিত করছি, যেন তারা মার্জিতভাবে এবং উত্তম বিচারবুদ্ধি সহকারে উপযুক্ত পোশাক-আশাক পরে নিজেদের সজ্জিত করে; বিভিন্ন কায়দায় চুল বাঁধা, সোনা অথবা মুক্তো কিংবা অত্যন্ত দামি পোশাক-আশাক দ্বারা নিজেদের সজ্জিত করার ব্যাপারে চিন্তিত না হয়।