১৩ ‘তুমি কোথায় বাস করছ, তা আমি জানি; সেখানে তো শয়তানের সিংহাসন রয়েছে। কিন্তু তবুও, তুমি আমার প্রতি অনুগত রয়েছ আর তুমি আমার প্রতি তোমার বিশ্বাস অস্বীকার করনি, এমনকী সেই সময়ও, যখন আমার বিশ্বস্ত সাক্ষি আন্তিপাকে তোমাদের সেই নগরে হত্যা করা হয়েছিল, যেখানে শয়তানের বাসস্থান রয়েছে।