পাদটীকা
a অল্পবয়সিরা, যিহোবা জানেন অনেকসময় তোমাদের সামনে এমন পরিস্থিতি আসতে পারে, যখন তোমাদের পক্ষে সঠিক কাজ করা কঠিন বলে মনে হতে পারে। এইরকম সময়ে তোমরা সঠিক সিদ্ধান্ত কীভাবে নিতে পার, যাতে যিহোবা তা দেখে খুশি হন এবং তোমাদের সঙ্গে তাঁর বন্ধুত্ব বজায় থাকে? এই প্রবন্ধে আমরা এমন তিনটে ছেলের উদাহরণের উপর মনোযোগ দেব, যারা পরবর্তী সময়ে যিহূদার রাজা হয়েছিলেন। লক্ষ কোরো, তাদের সিদ্ধান্ত থেকে তোমরা কী শিখতে পার।