পাদটীকা
a ঈশ্বরের বাক্যে যে-গভীর বিষয়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা হল, যিহোবার মহান আধ্যাত্মিক মন্দির। এই মন্দির কী? ইব্রীয় বইয়ে এই মন্দিরের যে-বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে বলা হয়েছে, সেগুলো নিয়ে আমরা এই প্রবন্ধে আলোচনা করব। আমরা প্রার্থনা করি, যেন এই প্রবন্ধের সাহায্যে আপনি যিহোবাকে সেবা করার যে-বিশেষ সুযোগ পেয়েছেন, সেটার প্রতি আপনার কৃতজ্ঞতা বাড়াতে পারেন।