পাদটীকা
e “ভাই-বোনেরা কেমন আচরণ করেছিল?” বক্স এবং ছবি দেখুন। একজন ভাই অনেক দিন ধরে সভাতে যোগ দেন না। কিংডম হলে যেতে তার লজ্জা লাগে, কিন্তু তিনি সাহস করে সেখানে যান। সেখানে সবাই তাকে প্রেম ও আনন্দের সঙ্গে স্বাগত জানায় এবং সবার সঙ্গে দেখা করে তার খুব ভালো লাগে।