রবিবার, ২৬ অক্টোবর
ঈশ্বর উদ্ধত লোকদের প্রতিরোধ করেন, কিন্তু তিনি নম্র লোকদের প্রতি মহাদয়া দেখান।—যাকোব ৪:৬.
বাইবেলে এমন অনেক মহিলার বিষয়ে বলা হয়েছে, যারা যিহোবাকে খুব ভালোবাসতেন এবং মনপ্রাণ দিয়ে তাঁর সেবা করতেন। সেই মহিলারা ‘নিজেদের দমন করতেন এবং সমস্ত বিষয়ে বিশ্বস্ত’ ছিলেন। (১তীম ৩:১১) অল্পবয়সি বোনেরা, তোমরা সেই মহিলাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পার। এ ছাড়া, তোমাদের মণ্ডলীতে এমন অনেক বোন রয়েছে, যাদের কাছ থেকেও তোমরা অনেক কিছু শিখতে পার। এমন কিছু পরিপক্ব বোনের বিষয়ে চিন্তা করো, যাদের মতো তুমি হতে চাও। প্রথমে লক্ষ করো, তাদের মধ্যে কোন কোন গুণ রয়েছে। এরপর চিন্তা করো, তোমরা কীভাবে তাদের মতো হতে পার। একজন পরিপক্ব বোন হওয়ার জন্য নম্র হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একজন নম্র বোন যিহোবা এবং অন্যদের সঙ্গে এক ভালো সম্পর্ক বজায় রাখেন। যেমন, একজন বোন যদি নম্র হন এবং যিহোবাকে ভালোবাসেন, তা হলে তিনি ১ করিন্থীয় ১১:৩ পদে দেওয়া নীতি মেনে চলবেন এবং মণ্ডলীতে অথবা পরিবারে যাদের কিছুটা অধিকার রয়েছে, তাদের অধীনে থাকবেন। প্রহরীদুর্গ ২৩.১২ ১৮-১৯ অনু. ৩-৫
সোমবার, ২৭ অক্টোবর
স্বামীদেরও তাদের স্ত্রীদের নিজেদের দেহের মতো ভালোবাসা উচিত।—ইফি. ৫:২৮.
যিহোবা চান যেন একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তার প্রয়োজনীয় বিষয়গুলোর খেয়াল রাখে, তার ভালো বন্ধু হয় এবং যিহোবার সঙ্গে তার সম্পর্ককে মজবুত করার জন্য তাকে সাহায্য করে। তোমরা যদি এখন থেকেই চিন্তাভাবনা করে কাজ করার ক্ষমতা বাড়াও, মহিলাদের সম্মান করতে শেখ এবং নির্ভরযোগ্য হও, তা হলে পরে তোমরা একজন ভালো জীবনসাথি হতে পারবে। বিয়ে করার পর তোমাদের হয়তো সন্তান হতে পারে। কীভাবে তোমরা ভালো বাবা হতে পার? (ইফি. ৬:৪) যিহোবা হৃদয় থেকে তাঁর পুত্র যিশুকে বলেছিলেন যে, তিনি তাঁকে ভালোবাসেন এবং তাঁর উপর সন্তুষ্ট। (মথি ৩:১৭) তাই, পরে তোমরা যদি বাবা হও, তা হলে তোমরাও যিহোবার মতো হওয়ার চেষ্টা কোরো। তোমাদের সন্তানেরা যেন এটা বোঝে যে, তোমরা তাদের ভালোবাসো। তারা যখন কোনো ভালো কাজ করবে, তখন হৃদয় থেকে তাদের প্রশংসা কোরো। তোমরা যখন এভাবে তোমাদের সন্তানদের সঙ্গে আচরণ করবে, তখন তারাও একজন পরিপক্ব খ্রিস্টান হয়ে উঠবে। তাই, এখন থেকেই তোমরা তোমাদের পরিবারের সদস্য এবং মণ্ডলীর ভাই-বোনদের প্রতি চিন্তা দেখাও। তাদের বলো যে, তোমরা তাদের কতটা ভালোবাসো এবং তারা তোমাদের কাছে কতটা মূল্যবান।—যোহন ১৫:৯. প্রহরীদুর্গ ২৩.১২ ২৮-২৯ অনু. ১৭-১৮
মঙ্গলবার, ২৮ অক্টোবর
হে যিহোবা, তোমার অটল প্রেম আমাকে ধরে রাখল।—গীত. ৯৪:১৮.
আশেপাশের লোকদের মতো যিহোবার বিশ্বস্ত সেবকদের উপরও সমস্যা আসে। এ ছাড়া, যেহেতু তারা যিহোবার সেবা করে, তাই লোকেরা তাদের বিরোধিতা করে অথবা তাদের উপর তাড়না নিয়ে আসে। যিহোবা হয়তো আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচাবেন না, কিন্তু তিনি কথা দিয়েছেন, এগুলো সহ্য করার জন্য তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। (যিশা. ৪১:১০) তাঁর সাহায্যে আমরা যেকোনো সমস্যার সময়েও আনন্দে থাকতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে পারি। যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আমাদের সেই শান্তি দেবেন, যেটাকে বাইবেলে ‘ঈশ্বরের শান্তি’ বলা হয়েছে। (ফিলি. ৪:৬, ৭) এটা এমন এক স্বস্তি, যেটা শুধুমাত্র তখনই আমরা পেতে পারি, যখন যিহোবার সঙ্গে আমাদের এক দৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এই শান্তির কথা মানুষ চিন্তাও করতে পারে না। এটা এমন এক অনুভূতি, যেটা শব্দে বোঝানো যায় না। কখনো কি এমনটা হয়েছে, আপনি হৃদয় উজাড় করে যিহোবার কাছে প্রার্থনা করেছেন এবং সঙ্গেসঙ্গে আপনার মন শান্ত হয়ে গিয়েছে? এটাই হল “ঈশ্বরের সেই শান্তি।” প্রহরীদুর্গ ২৪.০১ ২০ অনু. ২; ২১ অনু. ৪