মঙ্গলবার, ২৮ অক্টোবর
হে যিহোবা, তোমার অটল প্রেম আমাকে ধরে রাখল।—গীত. ৯৪:১৮.
আশেপাশের লোকদের মতো যিহোবার বিশ্বস্ত সেবকদের উপরও সমস্যা আসে। এ ছাড়া, যেহেতু তারা যিহোবার সেবা করে, তাই লোকেরা তাদের বিরোধিতা করে অথবা তাদের উপর তাড়না নিয়ে আসে। যিহোবা হয়তো আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচাবেন না, কিন্তু তিনি কথা দিয়েছেন, এগুলো সহ্য করার জন্য তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন। (যিশা. ৪১:১০) তাঁর সাহায্যে আমরা যেকোনো সমস্যার সময়েও আনন্দে থাকতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং তাঁর প্রতি বিশ্বস্ত থাকতে পারি। যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে, তিনি আমাদের সেই শান্তি দেবেন, যেটাকে বাইবেলে ‘ঈশ্বরের শান্তি’ বলা হয়েছে। (ফিলি. ৪:৬, ৭) এটা এমন এক স্বস্তি, যেটা শুধুমাত্র তখনই আমরা পেতে পারি, যখন যিহোবার সঙ্গে আমাদের এক দৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এই শান্তির কথা মানুষ চিন্তাও করতে পারে না। এটা এমন এক অনুভূতি, যেটা শব্দে বোঝানো যায় না। কখনো কি এমনটা হয়েছে, আপনি হৃদয় উজাড় করে যিহোবার কাছে প্রার্থনা করেছেন এবং সঙ্গেসঙ্গে আপনার মন শান্ত হয়ে গিয়েছে? এটাই হল “ঈশ্বরের সেই শান্তি।” প্রহরীদুর্গ ২৪.০১ ২০ অনু. ২; ২১ অনু. ৪
বুধবার, ২৯ অক্টোবর
আমার মন যেন যিহোবার প্রশংসা করে, আমার মধ্যে থাকা সমস্ত কিছু যেন তাঁর পবিত্র নামের প্রশংসা করে।—গীত. ১০৩:১.
যিহোবার বিশ্বস্ত সেবকেরা তাঁকে অনেক ভালোবাসে। তাই, তারা মনপ্রাণ দিয়ে তাঁর নামের প্রশংসা করে। রাজা দায়ূদ জানতেন, যিহোবার নামের প্রশংসা করার মানে হল তাঁর প্রশংসা করা। কারণ যিহোবার নাম শুনলে আমাদের মনে এমন একজন ব্যক্তির ছবি ভেসে ওঠে, যাঁর অনেক অপূর্ব গুণ রয়েছে এবং যিনি অসাধারণ কাজ করেছেন। এই কারণে দায়ূদ তার পিতার নামকে পবিত্র করতে এবং মনপ্রাণ দিয়ে তাঁর প্রশংসা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, তার “অন্তরস্থ সকল” যেন যিহোবার প্রশংসা করে। দায়ূদের মতো লেবীয়েরাও উদ্যোগের সঙ্গে যিহোবার প্রশংসা করেছিল। তারা নম্র হয়ে এটা স্বীকার করেছিল, যিহোবার পবিত্র নামের যতই প্রশংসা করা হোক না কেন, তা কম। (নহি. ৯:৫) এতে কোনো সন্দেহ নেই যে, লেবীয়েরা যখন মন থেকে যিহোবার প্রশংসা করেছিল, তখন তিনি খুশি হয়েছিলেন। প্রহরীদুর্গ ২৪.০২ ৯ অনু. ৬
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর
আমরা যতটা উন্নতি করেছি, এসো, আমরা ক্রমাগত সেই একই ধারায় চলি।—ফিলি. ৩:১৬.
আপনি যে-লক্ষ্য স্থাপন করেছিলেন, সেটা যদি আপনার সাধ্যের বাইরে থাকে, তা হলে যিহোবা এমনটা চিন্তা করবেন না যে, আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। (২ করি. ৮:১২) যখন কোনো বাধা আসে, তখন তা থেকে শিখুন। এখনও পর্যন্ত আপনি যা-কিছু করেছেন, সেগুলো মনে রাখুন। বাইবেলে লেখা রয়েছে: ‘ঈশ্বর অন্যায়কারী নন; তিনি তোমাদের কাজ ভুলে যাবেন না।’ (ইব্রীয় ৬:১০) আপনারও আপনার কাজগুলো ভুলে যাওয়া উচিত নয়। চিন্তা করুন, এখনও পর্যন্ত আপনি কী কী অর্জন করেছেন। যেমন, আপনি যিহোবার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন, আপনি তাঁর বিষয়ে অন্যদের বলেন অথবা আপনি বাপ্তিস্ম নিয়েছেন। আপনি এখনও পর্যন্ত যেভাবে উন্নতি করেছেন এবং লক্ষ্যগুলো অর্জন করেছেন, একইভাবে পরবর্তী সময়েও আপনি উন্নতি করে চলতে পারেন এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। আপনি যিহোবার সাহায্যে আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। আপনি যখন আপনার লক্ষ্য অর্জন করার জন্য পরিশ্রম করেন, তখন এই বিষয়টা মনে রাখুন, যিহোবা কীভাবে আপনাকে সাহায্য করছেন এবং আশীর্বাদ করছেন। আর এটা চিন্তা করে আনন্দিত হোন। (২ করি. ৪:৭) আপনি যদি হাল ছেড়ে না দেন, তা হলে আপনি আরও আশীর্বাদ লাভ করবেন!—গালা. ৬:৯. প্রহরীদুর্গ ২৩.০৫ ৩১ অনু. ১৬-১৮