ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w১০ ৭/১ পৃষ্ঠা ২৭
  • যিহোবা আমাদের বেছে নেওয়ার এক সুযোগ দিয়েছেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা আমাদের বেছে নেওয়ার এক সুযোগ দিয়েছেন
  • ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘জীবন মনোনীত কর, যেন বাঁচিতে পার’
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার ভবিষ্যৎ আপনার হাতে!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৮
  • যিহোবা আমাদের কাছ থেকে কী চান?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মোশি একজন প্রেমময় ব্যক্তি
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w১০ ৭/১ পৃষ্ঠা ২৭

ঈশ্বরের নিকটবর্তী হোন

যিহোবা আমাদের বেছে নেওয়ার এক সুযোগ দিয়েছেন

দ্বিতীয় বিবরণ ৩০:১১-২০

“প্রায়ই আমি অযথাই ভয় পেতাম যে, আমি যিহোবার প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ব।” এই কথাগুলো একজন খ্রিস্টান মহিলা বলেছিলেন, যিনি মনে করেছিলেন যে, তার ছেলেবেলার খারাপ অভিজ্ঞতাগুলোর কারণে তার জন্য ব্যর্থতা অনিবার্য। বিষয়টা কি সত্যিই এইরকম? আমরা কি আসলেই পরিস্থিতির অসহায় শিকার? না। যিহোবা ঈশ্বর আমাদেরকে স্বাধীন ইচ্ছা দান করেছেন, যাতে আমরা নিজেরাই বাছাই করতে পারি যে, আমরা কীভাবে জীবনযাপন করব। যিহোবা চান যেন আমরা সঠিক বাছাইগুলো করি এবং তাঁর বাক্য বাইবেল আমাদের জানায় যে, কীভাবে আমরা তা করতে পারি। মোশির কথাগুলো বিবেচনা করুন, যা দ্বিতীয় বিবরণ ৩০ অধ্যায়ে পাওয়া যায়।

ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান, তা জানা আর তারপর সেগুলো পালন করা কি কঠিন?a মোশি বলেন: “আমি অদ্য তোমাকে এই যে আজ্ঞা দিতেছি, তাহা তোমার বোধের অগম্য নয়, এবং দূরবর্ত্তীও নয়।” (১১ পদ) যিহোবা অসম্ভব কিছু আশা করেন না। তাঁর চাহিদাগুলো যুক্তিযুক্ত ও পূরণযোগ্য। এ ছাড়া, সেগুলো সম্বন্ধে জানা সম্ভব। ঈশ্বর আমাদের কাছ থেকে কী আশা করেন, তা জানার জন্য আমাদের “স্বর্গারোহণ” কিংবা ‘সমুদ্রপার’ করার প্রয়োজন নেই। (১২, ১৩ পদ) আমাদের কীভাবে জীবনযাপন করা উচিত, সেই বিষয়ে বাইবেল আমাদের স্পষ্টভাবে জানায়।—মীখা ৬:৮.

কিন্তু, যিহোবা তাঁর বাধ্য হওয়ার জন্য আমাদেরকে জোর করেন না। মোশি বলেন: “আমি অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল রাখিলাম।” (১৫ পদ) আমরা জীবন ও মৃত্যু এবং ভালো ও মন্দের মধ্যে বেছে নেওয়ার ব্যাপারে স্বাধীন। আমরা বিভিন্ন আশীর্বাদের কথা মনে রেখে ঈশ্বরকে উপাসনা করা ও তাঁর বাধ্য হওয়া বেছে নিতে পারি অথবা আমরা তাঁর অবাধ্য হওয়া এবং এর পরিণতি ভোগ করা বেছে নিতে পারি। উভয় ক্ষেত্রেই, বাছাইটা হচ্ছে আমাদের।—১৬-১৮ পদ; গালাতীয় ৬:৭, ৮.

আমরা কোন পথটা বেছে নিই, তাতে কি যিহোবার কিছু আসে যায়? অবশ্যই! ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে মোশি বলেছিলেন: “জীবন মনোনীত কর।” (১৯ পদ) তাহলে, কীভাবে আমরা জীবন বেছে নিই? মোশি ব্যাখ্যা করেছিলেন: “তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাঁহার রবে অবধান কর, ও তাঁহাতে আসক্ত হও।” (২০ পদ) আমরা যদি যিহোবাকে ভালোবাসি, তাহলে আমরা বাধ্যতার সঙ্গে তাঁর কথা শুনতে চাইব এবং যা-ই ঘটুক না কেন, তাঁর প্রতি আসক্ত থাকব। এই ধরনের এক পথ অনুসরণ করার মাধ্যমে আমরা জীবন—ঈশ্বরের আসন্ন নতুন জগতে অনন্তজীবনের প্রত্যাশাসহ এখন জীবনের সর্বোত্তম পথ—বেছে নিই।—২ পিতর ৩:১১-১৩; ১ যোহন ৫:৩.

মোশির কথাগুলো এক আশ্বাসদায়ক সত্য সম্বন্ধে শিক্ষা দেয়। এই দুষ্ট জগতে আপনি যে-অভিজ্ঞতাই লাভ করে থাকুন না কেন, আপনি পরিস্থিতির অসহায় শিকার নন; কিংবা আপনার ব্যর্থতাও অনিবার্য নয়। যিহোবা আপনাকে স্বাধীন ইচ্ছা দান করে মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, আপনি যিহোবাকে ভালোবাসা, তাঁর কথা শোনা এবং তাঁর প্রতি অনুগত থাকা বেছে নিতে পারেন। আপনি যদি তা বেছে নেন, তাহলে যিহোবা আপনার প্রচেষ্টায় আশীর্বাদ করবেন।

যিহোবাকে ভালোবাসার ও তাঁকে সেবা করার ব্যাপারে আমরা যে স্বাধীন, এই সত্যটি ওপরে উল্লেখিত মহিলাকে সান্ত্বনা দিয়েছিল। তিনি বলেন: “আমি যিহোবাকে ভালোবাসি। কখনো কখনো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভুলে যেতাম যে, আমি যিহোবাকে ভালোবাসি। আর যিহোবাকে ভালোবাসি বলেই আমি বিশ্বস্ত থাকতে পারি! যিহোবার সাহায্যে, আপনিও পারেন। (w০৯-E ১১/০১)

[পাদটীকা]

a এই পত্রিকার ১৬ পৃষ্ঠায় “ঈশ্বরের নিকটবর্তী হোন—যিহোবা আমাদের কাছ থেকে কী চান?” শিরোনামের প্রবন্ধটি দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার