ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “এই যুদ্ধ সদাপ্রভুর”
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৬ | নং ৪
    • গলিয়াতের বিষয়ে রাজা শৌলকে দায়ূদ এই উৎসাহজনক কথাগুলো বলেন: “উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হউক।” সত্যিই, গলিয়াতের কারণে শৌল এবং তার লোকেরা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। স্বাভাবিকভাবেই তারা যে-ভুলটা করেছিল, সেটা হল নিজেদেরকে সেই বিশাল আকৃতির মানুষের সঙ্গে তুলনা করা, যার সামনে গেলে তাদের উচ্চতা হবে কেবল তার পেটের কিংবা বুকের সমান। অস্ত্রশস্ত্রে সজ্জিত সেই দৈত্যাকৃতি ব্যক্তির কাছে তাদের পরাজয় তারা স্পষ্ট কল্পনা করতে পারছিল। কিন্তু, দায়ূদ তাদের মতো করে চিন্তা করেননি। আমরা লক্ষ করব যে, তিনি সমস্যাটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখেছিলেন। তাই, তিনি নিজেই গলিয়াতের সঙ্গে যুদ্ধ করবেন বলে জানান।—১ শমূয়েল ১৭:৩২.

  • “এই যুদ্ধ সদাপ্রভুর”
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৬ | নং ৪
    • দায়ূদ যে গলিয়াতের আকৃতি অথবা অস্ত্রশস্ত্রকে উপেক্ষা করেছিলেন, তা নয়। তবে, এই বিষয়গুলো দেখে তিনি দমে যাননি। শৌল ও তার সৈন্যবাহিনী যে-ভুল করেছিল, তিনি সেই একই ভুল করেননি। তিনি গলিয়াতের সঙ্গে নিজেকে তুলনা করেননি। বরং, তিনি জানতেন, যিহোবার সামনে গলিয়াতের অবস্থান আসলে কী। যেহেতু গলিয়াতের উচ্চতা প্রায় সাড়ে নয় ফুট (২.৯ মিটার) ছিল, তাই অন্যদের সামনে দাঁড়ালে তাকে হয়তো দৈত্য বলে মনে হতো। তবে, নিখিলবিশ্বের সর্বক্ষমতাময় ব্যক্তির সামনে এই আকৃতি কোনো ব্যাপারই ছিল না। কারণ অন্যান্য মানুষের মতো তিনিও যিহোবার কাছে খুবই ক্ষুদ্র এবং নগণ্য ছিলেন। সবচেয়ে বড়ো কথা হল, শীঘ্রই যিহোবা তাকে বিনষ্ট করতে যাচ্ছেন।

      দায়ূদ তার ঝোলা থেকে একটা পাথর বের করতে করতে দৌড়ে তার শত্রুর দিকে এগিয়ে যান। তিনি গুলতির মধ্যে পাথর বসান এবং এরপর সেটা মাথার উপরে ঘোরাতে থাকেন আর একসময় শোঁ শোঁ আওয়াজ শোনা যায়। গলিয়াৎ সম্ভবত তার ঢালির পিছনে থেকে দায়ূদের দিকে এগিয়ে আসেন। গলিয়াতের বিশাল উচ্চতাই হয়তো তার জন্য বিপদ ডেকে এনেছিল, কারণ সাধারণ আকৃতির একজন ঢালির পক্ষে কোনোভাবেই সেই দৈত্যাকৃতি ব্যক্তির মাথা পর্যন্ত ঢাল উঁচু করে তার মাথা রক্ষা করা সম্ভব ছিল না। আর দায়ূদের লক্ষ্য ছিল ঠিক সেটাই।—১ শমূয়েল ১৭:৪১.

      দায়ূদ গুলতিটা মাথার উপরে ঘোরাতে ঘোরাতে গলিয়াতের দিকে দৌড়ে যাচ্ছন

      দায়ূদ জানতেন, যিহোবা ঈশ্বরের সামনে এমনকী একজন দৈত্যাকৃতি ব্যক্তিও একেবারেই নগণ্য

  • দায়ূদ বনাম গলিয়াৎ​—⁠এই লড়াই কি সত্যিই হয়েছিল?
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৬ | নং ৪
    • ১ | একজন ব্যক্তির উচ্চতা কি আসলেই সাড়ে নয় ফুট (২.৯ মিটার) হতে পারে?

      একজন সাধারণ সৈন্যের তুলনায় দৈত্যাকৃতি গলিয়াতের আকৃতির এক নমুনা

      বাইবেল বলে, গলিয়াৎ ছিলেন “সাড়ে ছয় হস্ত দীর্ঘ।” (১ শমূয়েল ১৭:৪) আরেকটা বাইবেল অনুবাদ অনুযায়ী গলিয়াতের উচ্চতা ছিল নয় ফুটেরও বেশি। কেউ কেউ দাবি করে, গলিয়াৎ এত লম্বা হতে পারেন না। কিন্তু, এই বিষয়টা বিবেচনা করুন: আধুনিক সময়ে রেকর্ডকৃত সবচেয়ে লম্বা ব্যক্তির উচ্চতা হল, ৮ ফুট ১১ ইঞ্চি (২.৭ মিটার)। তা হলে, গলিয়াতের পক্ষে এই ব্যক্তির চেয়ে ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) বা আরেকটু বেশি লম্বা হওয়াটা কি কোনো অস্বাভাবিক বিষয়? তিনি ছিলেন রফার বংশধর, যে-বংশের লোকেরা তাদের অস্বাভাবিক আকৃতির জন্য পরিচিত ছিলেন। খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দীর একটা মিশরীয় নথিতে উল্লেখ আছে যে, কনান অঞ্চলের কিছু ভয়ংকর যোদ্ধার উচ্চতা ছিল আট ফুটের (২.৪ মিটার) চেয়েও বেশি। তাই, গলিয়াতের উচ্চতা যদিও অস্বাভাবিক বলে মনে হয় কিন্তু এটা অসম্ভব নয়।

  • দায়ূদ বনাম গলিয়াৎ​—⁠এই লড়াই কি সত্যিই হয়েছিল?
    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০১৬ | নং ৪
বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার