ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • তিনি প্রার্থনায় ঈশ্বরের কাছে তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন
    ২০১১ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • তার মনকে ভুলিয়ে রাখার চেষ্টায় হান্না যাত্রার প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এটা একটা আনন্দের সময় হওয়া উচিত ছিল; তার স্বামী ইল্‌কানা শীলোতে আবাসে উপাসনা করার জন্য এই বার্ষিক যাত্রাগুলোতে রীতিগতভাবে পুরো পরিবারকে নিয়ে যেতেন। যিহোবা চেয়েছিলেন এই উপলক্ষ্যগুলো যেন আনন্দপূর্ণ হয়ে ওঠে। (দ্বিতীয় বিবরণ ১৬:১৫) আর নিঃসন্দেহে, হান্না তার শৈশবকাল থেকেই এই উৎসবগুলোতে আনন্দ পেতেন। কিন্তু সম্প্রতি বছরগুলোতে তার ক্ষেত্রে বিষয়গুলো পরিবর্তিত হয়েছে।

  • তিনি প্রার্থনায় ঈশ্বরের কাছে তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন
    ২০১১ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • ভোরবেলায় পরিবার কাজকর্মে ব্যস্ত ছিল। প্রত্যেকে, এমনকী সন্তানেরাও যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শীলোর উদ্দেশে যাত্রার করার জন্য এই বৃহৎ পরিবারকে, পাহাড়ি দেশ ইফ্রয়িমের মধ্যে দিয়ে ৩০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে হতো।c পায়ে হেঁটে যাত্রায়, তা এক অথবা দু-দিন লেগে যেত। হান্না জানতেন যে, তার সপত্নী বা সতীন কেমন আচরণ করবেন। কিন্তু, হান্না বাড়িতে থেকে যাননি। তাই, তিনি আজকের দিনের ঈশ্বরের উপাসকদের জন্য এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন। অন্যদের খারাপ আচরণকে আমাদের ঈশ্বরের উপাসনার ক্ষেত্রে বাধা হতে দেওয়া কখনোই বিজ্ঞতার কাজ নয়। তা করলে, আমরা সেই আশীর্বাদগুলো থেকে বঞ্চিত হব যেগুলো আমাদেরকে সহ্য করার জন্য শক্তি জোগায়।

  • তিনি প্রার্থনায় ঈশ্বরের কাছে তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন
    ২০১১ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • c দূরত্বটা এই সম্ভাবনার ওপর ভিত্তি করে যে, ইল্‌কানার নিজ নগর রামা ছিল সেই একই জায়গা, যেটা যিশুর দিনে অরিমাথিয়া হিসেবে পরিচিত হয়েছিল।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার