-
অন্যদের যিহোবার মতো করে দেখার চেষ্টা করুন২০০৩ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
অন্যদের যিহোবার মতো করে দেখার চেষ্টা করুন
“মানুষ যেভাবে দেখে, ঈশ্বর সেভাবে দেখেন না।”—১ শমূয়েল ১৬:৭, Nw.
১, ২. ইলীয়াব সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি থেকে শমূয়েলের দৃষ্টিভঙ্গি কীভাবে আলাদা ছিল এবং এর থেকে আমরা কী শিখতে পারি?
সাধারণ কাল পূর্ব ১১ শতাব্দীতে, যিহোবা ভাববাদী শমূয়েলকে এক গোপন কাজের জন্য পাঠিয়েছিলেন। তিনি ভাববাদীকে যিশয় নামে এক ব্যক্তির বাড়িতে যেতে এবং যিশয়ের ছেলেদের মধ্যে একজনকে ইস্রায়েলের ভাবী রাজা হিসেবে অভিষিক্ত করতে আদেশ দিয়েছিলেন। শমূয়েল যখন যিশয়ের বড় ছেলে ইলীয়াবকে দেখেছিলেন, তখন নিশ্চিত হয়েছিলেন যে তিনি সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছেন, যাকে ঈশ্বর মনোনীত করেছেন। কিন্তু যিহোবা বলেছিলেন: ‘তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মানুষ যেভাবে দেখে, ঈশ্বর সেভাবে দেখেন না; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।’ (১ শমূয়েল ১৬:৬, ৭) শমূয়েল, ইলীয়াবকে যিহোবার মতো করে দেখতে ব্যর্থ হয়েছিলেন।a
-
-
অন্যদের যিহোবার মতো করে দেখার চেষ্টা করুন২০০৩ প্রহরীদুর্গ | মার্চ ১৫
-
-
a পরবর্তী সময়ে স্পষ্ট হয়েছিল যে, ইস্রায়েলের একজন উপযুক্ত রাজা হওয়ার জন্য সুদর্শন ইলীয়াবের প্রয়োজনীয় গুণাবলি ছিল না। পলেষ্টীয় দৈত্যাকার গলিয়াৎ যখন ইস্রায়েলীয়দের যুদ্ধে চ্যালেঞ্জ করেছিল, তখন ইলীয়াব ও সেইসঙ্গে ইস্রায়েলের অন্যান্য লোকেরা ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল।—১ শমূয়েল ১৭:১১, ২৮-৩০.
-