-
“যিহোবা . . . পরাক্রমে মহান্”যিহোবার নিকটবর্তী হোন
-
-
১৫. যিহোবা তাঁর দাসদের জন্য কোন উদ্দেশ্যে তাঁর শক্তি ব্যবহার করেন আর কীভাবে এটা এলিয়ের ক্ষেত্রে প্রদর্শিত হয়েছিল?
১৫ এ ছাড়া, যিহোবা আমাদের প্রত্যেকের উপকারের জন্যও তাঁর শক্তি ব্যবহার করেন। লক্ষ করুন যে, ২ বংশাবলি ১৬:৯ পদ কী বলে: “সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাঁহার চক্ষু পৃথিবীর সর্ব্বত্র ভ্রমণ করে।” শুরুতে বলা এলিয়ের অভিজ্ঞতা হল একটা উদাহরণ। যিহোবা কেন তাকে ঐশিক শক্তির এক ভয়ংকর নমুনা দেখিয়েছিলেন? কারণ দুষ্ট রানি ঈষেবল এলিয়কে হত্যা করার শপথ নিয়েছিলেন। আর তাই, ভাববাদী তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি নিঃসঙ্গ বোধ করেছিলেন, ভয় পেয়েছিলেন ও উৎসাহ হারিয়ে ফেলেছিলেন—যেন তার সমস্ত কঠোর পরিশ্রমই বৃথা হয়ে গেছে। দুর্দশাগ্রস্ত এই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা স্পষ্টভাবে এলিয়কে ঐশিক শক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন। বায়ু, ভূমিকম্প এবং আগুন দেখিয়েছিল যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী সত্তা এলিয়ের সঙ্গে আছেন। যেখানে সর্বশক্তিমান ঈশ্বর তার পক্ষে রয়েছেন, সেখানে ঈষেবলকে তার আর কীসের ভয়?—১ রাজাবলি ১৯:১-১২.b
-
-
“যিহোবা . . . পরাক্রমে মহান্”যিহোবার নিকটবর্তী হোন
-
-
b বাইবেল বলে যে, “সেই বায়ুতে, . . . ভূমিকম্পে, . . . অগ্নিতে সদাপ্রভু ছিলেন না।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) পৌরাণিক প্রাকৃতিক দেবতাদের উপাসকদের মতো, যিহোবার দাসেরা প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে তাঁকে খোঁজে না। তিনি এতই মহান যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, সেগুলো তাঁকে ধারণ করতে পারে না।—১ রাজাবলি ৮:২৭.
-