-
এলিয় সত্য ঈশ্বরকে মহিমান্বিত করেন১৯৯৮ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
বালের ভাববাদীরা তাদের “নির্ম্মিত যজ্ঞবেদীর কাছে খোঁড়ার ন্যায় নাচিতে লাগিল।” সারা সকাল ধরে তারা চিৎকার করে বলেছিল: “হে বাল, আমাদিগকে উত্তর দেও।” কিন্তু বাল কোন উত্তর দেয়নি। (১ রাজাবলি ১৮:২৬) তখন এলিয় তাদের বিদ্রূপ করতে শুরু করেন: “উচ্চৈঃস্বরে ডাক; কেননা সে দেবতা।” (১ রাজাবলি ১৮:২৭) বালের ভাববাদীরা এমনকি ছুরিকা ও শলাকা দিয়ে তাদের দেহ ক্ষতবিক্ষত করতে শুরু করেছিল—একটি প্রথা যা সাধারণত পৌত্তলিকেরা তাদের দেবতাদের অনুগ্রহ লাভ করার জন্য পালন করত।b—১ রাজাবলি ১৮:২৮.
-
-
এলিয় সত্য ঈশ্বরকে মহিমান্বিত করেন১৯৯৮ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
-
-
b কেউ কেউ বলে থাকেন যে নিজের অঙ্গচ্ছেদ করা মানব বলিদানের অভ্যাসের সাথে যুক্ত ছিল। উভয় কাজই ইঙ্গিত করত যে শারীরিক যন্ত্রণা বা রক্তপাত দেবতার অনুগ্রহ অর্জনে সাহায্য করে।
-