ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ১২/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনি কি মনে করতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি মনে করতে পারেন?
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শস্য কাটার আগে ‘ক্ষেত্রে’ কাজ করা
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আসুন আমরা শাস্ত্রপদ দিয়ে শাস্ত্রপদের তুলনা করি”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার কি স্মরণে আছে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “পুনঃস্থাপনের কাল” একেবারে কাছে!
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ১২/১৫ পৃষ্ঠা ৩০

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কিনা:

• কারও সঙ্গে মতের অমিল হলে আমরা কীভাবে তা মিটমাট করে নিতে পারি?

প্রথমেই আমাদের বোঝা দরকার যে আমাদের মনে খারাপ চিন্তা আসতে পারে আর আমরা খারাপ কাজও করে ফেলতে পারি। এরপর আমাদের খুব ভালভাবে ভেবে দেখা উচিত যে সমস্যার মূলে কি আমরা নিজেরাই না অন্য ব্যক্তি।—৮/১৫, পৃষ্ঠা ২৩.

• প্রেরিত ৩:২১ পদে যে ‘পুনঃস্থাপনের কালের’ কথা বলা হয়েছে তা কখন আসবে?

পুনর্স্থাপন দুভাগে আসার কথা। প্রথমে আধ্যাত্মিক পরমদেশের পুনর্স্থাপন যা ১৯১৯ সালে শুরু হয়ে এখন চলছে। আর দ্বিতীয় পুনর্স্থাপন আমাদের এই পৃথিবী পরমদেশ হওয়ার মাধ্যমে আসবে।—৯/১, পৃষ্ঠা ১৭, ১৮.

• হিতোপদেশ ৬:৬-৮ পদের কথা অনুযায়ী কীভাবে বলা যেতে পারে যে পিপীলিকাদের কোন শাসনকর্তা নেই অথচ তারা আমাদের জন্য এক ভাল উদাহরণ?

পিপীলিকাদের মধ্যে একটা রানি পিপীলিকা থাকে কিন্তু এই পিপীলিকার কাজ শুধু ডিম পাড়া। তাই এই রানি পিপীলিকা পুরো পিপীলিকা দলের মা। পিপীলিকারা খুবই পরিশ্রমী আর তাই আমাদের উপর কেউ নজর রাখুক বা না রাখুক আমাদেরও ফাঁকি না দিয়ে আরও ভালভাবে কাজ করার চেষ্টা করা উচিত।—৯/১৫, পৃষ্ঠা ২৬.

• ২ রাজাবলি ২২:২০ পদে লেখা হুল্‌দার ভবিষ্যদ্বাণী কি সত্যি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যোশিয় “শান্তিতে” মারা যাবেন অথচ তিনি যুদ্ধে সাংঘাতিকভাবে আহত হয়ে মারা গিয়েছিলেন?

হ্যাঁ, তা সত্যি হয়েছিল। কারণ যিহূদার বিপথগামী জাতির ওপর অমঙ্গল এসেছিল যখন সা.কা.পূ. ৬০৯-৬০৭ সালে বাবিলনীয় সৈন্যরা যিরূশালেমকে ঘিরে ফেলে শহরকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু যোশিয়ের উপর এই অমঙ্গল ঘটেনি কারণ তার আগেই তিনি মারা গিয়েছিলেন। তাই এই অর্থে বলা যেতে পারে যে তিনি শান্তিতে মারা গিয়েছিলেন।—৯/১৫, পৃষ্ঠা ৩০.

• শলোমন একজন স্ত্রীকে ‘প্রেমিকা হরিণী ও কমনীয়া বাতপ্রমীর [পাহাড়ি ছাগীর]’ সঙ্গে তুলনা করেছেন। কী করে বলা যেতে পারে যে তিনি প্রশংসা করার জন্য এই তুলনা করেছিলেন? (হিতোপদেশ ৫:১৮, ১৯)

পাহাড়ি ছাগী শান্ত ও মার্জিত স্বভাবের হয়। তবুও, সে দুর্গম পাহাড়ে যেখানে সহজে খাবার মেলে না সেখানে বেঁচে থাকতে ও বাচ্চা জন্ম দিতে পারে।—১০/১, পৃষ্ঠা ৩০, ৩১.

• হেনরি গ্রু ও জর্জ স্টর্স কারা ছিলেন?

এই দুই ব্যক্তি ১৮০০ সালের লোক ছিলেন আর তারা দুজনেই বাইবেলের খুব মনোযোগী ছাত্র ছিলেন। গ্রু বুঝতে পেরেছিলেন যে ত্রিত্ব, আত্মার অমরত্ব ও নরকাগ্নির শিক্ষা বাইবেলে নেই। স্টর্স বুঝতে পেরেছিলেন যে কিছু লোকেরা এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবে। এই দুজনেই চার্লস টেইজ রাসেলের পূর্বসূরি ছিলেন, যিনি ১৮৭৯ সাল থেকে এই পত্রিকা ছাপাতে শুরু করেছিলেন।—১০/১৫, পৃষ্ঠা ২৬-৩০.

• চিকিৎসার সময় নিজের রক্ত ব্যবহার করার বিষয়ে যিহোবার সাক্ষিরা কী মনে করেন?

বাইবেলের কথা মেনে যিহোবার সাক্ষিরা শরীর থেকে নিজের রক্ত বের করে মজুত করে রাখেন না ও পরে আবার তা শরীরে নেন না। একজন খ্রীষ্টান নিজে সিদ্ধান্ত নেবেন যে কোন অপারেশন, মেডিক্যাল টেস্ট অথবা নতুন নতুন যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো করার সময় তিনি তার রক্তকে কীভাবে ব্যবহার করতে দেবেন। রক্ত সম্বন্ধে বাইবেল কী বলে তা একজন খ্রীষ্টানের দেখা উচিত এবং মনে রাখা উচিত যে তিনি ঈশ্বরের কাছে নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছেন।—১০/১৫, পৃষ্ঠা ৩০, ৩১.

• এই বছরের প্রথমদিকে করা এক সমীক্ষা থেকে সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের কীসের দরকার বলে জানা যায়?

উন্নয়নশীল দেশগুলোতে, যেখানকার আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়, সেখানে কম করে ১১০০০টা কিংডম হলের দরকার। অনেক দেশে খ্রীষ্টানরা মুক্তহস্তে দান করেন আর তাতেই সব জায়গায় কিংডম হল বানানো হচ্ছে।—১১/১, পৃষ্ঠা ৩০.

• বাইবেলে মূল গ্রিক ভাষার কী কী শব্দ ব্যবহার করা হয়েছে যা উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত?

একটা শব্দ হল লিটোরিয়া, যেটাকে “জনসেবা” বলে অনুবাদ করা হয়েছে। আরেকটা শব্দ হল লেট্রিয়া, যেটাকে “পবিত্র সেবা” হিসেবে অনুবাদ করা হয়েছে। (ইব্রীয় ১০:১১; লূক ২:৩৬, ৩৭)—১১/১৫, পৃষ্ঠা ১১, ১২.

• বাইবেলে দেওয়া আদম ও হবার ঘটনা থেকে আমরা কোন মূল শিক্ষা পেতে পারি?

যে কোন ব্যাপারে যিহোবা ঈশ্বরের কাছ থেকে স্বাধীন হতে চাওয়া মানে চরম বোকামি।—১১/১৫, পৃষ্ঠা ২৪-৭.

• বাইবেল থেকে কোন্‌ প্রমাণ পাওয়া যায় যে ঈশ্বর তাঁর দাসদের শক্তি দেন?

দায়ূদ, হবক্‌কূক ও প্রেরিত পৌল প্রমাণ দিয়েছিলেন যে যিহোবা ঈশ্বর তাদের শক্তি দিয়েছিলেন। (গীতসংহিতা ৬০:১২; হবক্‌কূক ৩:১৯; ফিলিপীয় ৪:১৩) তাই আমরা নিশ্চিত থাকতে পারি যে ঈশ্বর আমাদের শক্তি দিতে চান ও তা দেওয়ার ক্ষমতা তাঁর আছে।—১২/১, পৃষ্ঠা ১০, ১১.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার