ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lff পাঠ ৪
  • ঈশ্বর কে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কে?
  • চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীরভাবে গবেষণা করুন
  • সারাংশ
  • আরও জানুন
  • ঈশ্বরের নাম কী?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৯
  • ঐশিক নাম—এটার ব্যবহার ও অর্থ
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • আপনি কি ঈশ্বরের নাম জানেন এবং তা ব্যবহার করেন?
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার মহানামের প্রতি সম্মান দেখান
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
lff পাঠ ৪
পাঠ ৪. রাতের আকাশে উজ্জ্বল তারা এবং ছায়াপথ টেলিস্কোপের মাধ্যমে দেখানো হয়েছে।

পাঠ ০৪

ঈশ্বর কে?

ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ

মানুষ প্রায় শুরু থেকেই বিভিন্ন দেব-দেবীর উপাসনা করে আসছে। কিন্তু, বাইবেল এমন একজন ঈশ্বর সম্বন্ধে বলে, যিনি অন্যান্য “সকল দেবতা হইতে মহান।” (২ বংশাবলি ২:৫) সেই ঈশ্বর কে? আর কেন তিনি অন্যান্য সকল দেবতার চেয়ে মহান? এই পাঠ থেকে আপনি জানতে পারবেন যে, সেই ঈশ্বর চান যেন আপনি তাঁর সম্বন্ধে জানেন।

১. ঈশ্বরের নাম কী আর সেই নাম আমাদের জানানোর জন্য তিনি কী করেছেন?

বাইবেলে ঈশ্বর নিজের পরিচয় দিয়েছেন। তিনি বলেন: “আমি যিহোবা।” (পড়ুন, যাত্রাপুস্তক ৬:২, ৩.) যে-ইব্রীয় নামকে “যিহোবা” হিসেবে অনুবাদ করা হয়েছে, অনেক পণ্ডিত ব্যক্তি মনে করে যে, সেটার অর্থ হল, “তিনি অস্তিত্বে আনেন।” যিহোবা চান যেন আমরা তাঁর নাম জানি। (যাত্রাপুস্তক ৩:১৫) কীভাবে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি? বাইবেলে প্রায় ৭,০০০-রেরও বেশি বার তাঁর নাম রয়েছে।a পুরো নিখিলবিশ্বের ‘একমাত্র সত্য ঈশ্বরের’ নাম হল যিহোবা—দ্বিতীয় বিবরণ ৪:৩৯; যোহন ১৭:৩.

২. বাইবেল যিহোবা সম্বন্ধে আমাদের কী জানায়?

যিহোবা অন্যান্য সমস্ত দেবতার চেয়ে মহান। বাইবেল জানায়, যিহোবা হলেন একমাত্র সত্য ঈশ্বর। কেন আমরা তা বলতে পারি? কয়েকটা কারণ বিবেচনা করুন। যিহোবা হলেন সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী আর তিনি “সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।” (পড়ুন, গীতসংহিতা ৮৩:১৮.) তিনি হলেন “সর্বশক্তিমান,” এর অর্থ হল তিনি যা চান, তা-ই করতে পারেন। তিনি এই নিখিলবিশ্ব ও পৃথিবীর মধ্যে জীবিত ‘সমস্ত কিছু সৃষ্টি করেছেন।’ (প্রকাশিত বাক্য ৪:৮, ১১) আর একমাত্র যিহোবাই সবসময় অস্তিত্বে ছিলেন এবং তিনি চিরকাল ধরে থাকবেন।—গীতসংহিতা ৯০:২.

গভীরভাবে গবেষণা করুন

ঈশ্বরের বিভিন্ন উপাধি এবং তাঁর অদ্বিতীয় নাম যিহোবার মধ্যে কোন পার্থক্য রয়েছে, তা পরীক্ষা করে দেখুন। এ ছাড়া, ঈশ্বর তাঁর নাম আপনাকে জানানোর জন্য কী করেছেন এবং কেন তিনি চান যেন আপনি তাঁর নাম জানেন, তা দেখুন।

একজন ব্যক্তি রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন। যিহোবা নামটা আকাশের উপর দেখানো হয়েছে।

৩. ঈশ্বরের অনেক উপাধি রয়েছে, কিন্তু তাঁর কেবল একটাই নাম রয়েছে

একজন ব্যক্তির নাম এবং তার উপাধির মধ্যে কোন পার্থক্য রয়েছে, তা বোঝার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: উপাধি অনেক, কিন্তু নাম একটা (০:৪১)

  • উপাধি ও নামের মধ্যে কোন পার্থক্য রয়েছে?

বাইবেল বলে, লোকেরা বিভিন্ন ঈশ্বর ও প্রভুর উপাসনা করে থাকে। গীতসংহিতা ১৩৬:১-৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • ‘ঈশ্বরগণের ঈশ্বর’ এবং ‘প্রভুদিগের প্রভু’ কে?

৪. যিহোবা চান যেন আপনি তাঁর নাম জানেন এবং সেই নাম ধরে তাঁকে ডাকেন

যিহোবা আপনাকে তাঁর নাম জানানোর জন্য কী করেছেন, তা দেখুন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

ভিডিও: ঈশ্বরের কি কোনো নাম আছে?—অংশ-বিশেষ (৩:১১)

‘ঈশ্বরের কি কোনো নাম আছে?—অংশবিশেষ’ ভিডিওর একটা দৃশ্য। একজন ব্যক্তি ১৬১১ সালে প্রকাশিত ‘কিং জেমস্‌ ভারশন’ বাইবেল থেকে গীতসংহিতা ৮৩:১৮ পদে থাকা ঈশ্বরের নাম পরীক্ষা করে দেখছেন।
  • যিহোবা কি চান যেন লোকেরা তাঁর নাম জানে? কেন আপনি তা মনে করেন?

যিহোবা চান যেন লোকেরা তাঁর নাম ধরে তাঁকে ডাকে। রোমীয় ১০:১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কেন আমাদের অবশ্যই যিহোবার নাম ধরে ডাকতে হবে?

  • কোনো ব্যক্তি যখন আপনার নাম মনে রাখে এবং সেই নাম ধরে আপনাকে ডাকে, তখন আপনার কেমন লাগে?

  • আপনি যখন যিহোবাকে তাঁর নাম ধরে ডাকবেন, তখন তাঁর কেমন লাগবে?

৫. যিহোবা চান যেন আপনি তাঁর বন্ধু হন

সটেন নামে একজন মহিলা ঈশ্বরের নাম জেনে এত খুশি হয়েছিলেন যে, তিনি বলেছিলেন, “এর চেয়ে ভালো অনুভূতি আর কিছুই হতে পারে না।” ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: আমি সত্য ঈশ্বরের অনুসন্ধান করি (৮:১৮)

কোলাজ: ‘আমি সত্য ঈশ্বরের অনুসন্ধান করি‘ ভিডিওর কিছু দৃশ্য। ১. সটেন জঙ্গলের মধ্যে একটা গাছের নীচে বসে আছেন, আকাশের দিকে তাকাচ্ছেন এবং সত্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ২. হেরল্ড সটেনকে জানাচ্ছেন যে, ঈশ্বরের নাম হল যিহোবা।
  • ঈশ্বরের নাম জেনে সটেনের কেমন লেগেছিল?

কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার আগে আমরা সাধারণত তার নাম জানতে চাই। যাকোব ৪:৮ক পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা আপনাকে কী করার জন্য আমন্ত্রণ জানান?

  • ঈশ্বরের নাম জানার এবং সেই নাম ধরে ডাকার মাধ্যমে কীভাবে আপনি তাঁর নিকটবর্তী হতে পারবেন?

কেউ কেউ বলে থাকে: “ঈশ্বরকে আমরা যেকোনো নামে ডাকতে পারি।”

  • আপনি কি নিশ্চিত যে, ঈশ্বরের নাম যিহোবা?

  • কীভাবে আপনি অন্যদের বোঝাবেন যে, যিহোবা চান যেন আমরা তাঁর নাম ধরে তাঁকে ডাকি?

সারাংশ

একমাত্র সত্য ঈশ্বরের নাম হল যিহোবা। যিহোবা চান যেন আমরা তাঁর নাম জানি এবং সেই নাম ধরে তাঁকে ডাকি, যাতে আমরা তাঁর বন্ধু হতে পারি।

পুনরালোচনা

  • কীভাবে যিহোবা অন্যান্য সমস্ত দেবতার চেয়ে মহান?

  • কেন যিহোবাকে তাঁর নাম ধরে ডাকা উচিত?

  • যিহোবা কী করেছেন, যাতে আমরা তাঁর নিকটবর্তী হতে পারি?

লক্ষ্য

আরও জানুন

পাঁচটা বিষয় নিয়ে বিবেচনা করুন, যেগুলো প্রমাণ দেয় যে, ঈশ্বর অস্তিত্বে রয়েছেন।

“ঈশ্বর কি অস্তিত্বে রয়েছেন?” (অনলাইন প্রবন্ধ)

ঈশ্বর সবসময়ই অস্তিত্বে রয়েছেন, এটা বিশ্বাস করা কেন যুক্তিযুক্ত, তা জানার জন্য প্রবন্ধটা পড়ুন।

“ঈশ্বরকে কে সৃষ্টি করেছে?” (প্রহরীদুর্গ, অক্টোবর–ডিসেম্বর ২০১৪)

আমরা যদিও জানি না, প্রাচীন কালে ঈশ্বরের নাম কীভাবে উচ্চারণ করা হত, তা সত্ত্বেও কেন আমাদের তাঁর নাম ধরে ডাকা উচিত, তা বিবেচনা করুন।

“যিহোবা কে?” (অনলাইন প্রবন্ধ)

লোকেরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকে, কিন্তু কেন আমরা বলতে পারি, ঈশ্বরের কেবল একটাই নাম রয়েছে, তা বিবেচনা করুন।

“ঈশ্বরের কতগুলো নাম রয়েছে?” (অনলাইন প্রবন্ধ)

a ঈশ্বরের নামের অর্থ এবং কেন বাইবেলের কিছু অনুবাদ থেকে এই নাম সরিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আরও জানার জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য এক সহায়িকা পুস্তিকার বিভাগ ১ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার