ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৫ ৫/১ পৃষ্ঠা ৩২
  • যেভাবে প্রত্যেকটা দিন গণনা করা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেভাবে প্রত্যেকটা দিন গণনা করা যায়
  • ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৫ ৫/১ পৃষ্ঠা ৩২

যেভাবে প্রত্যেকটা দিন গণনা করা যায়

“এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দেও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।” (গীতসংহিতা ৯০:১২) বাইবেলের লেখক মোশির এই বিনম্র প্রার্থনা ছিল। তিনি নির্দিষ্টভাবে কীসের জন্য প্রার্থনা করছিলেন? আমাদেরও কি সেই একই সশ্রদ্ধ মিনতি করা উচিত?

১০ পদে মোশি মানুষের সংক্ষিপ্ত জীবনকাল সম্বন্ধে দুঃখ প্রকাশ করেছিলেন। আরেকটা উপলক্ষে, তিনি ইয়োবের উক্তিটি লিপিবদ্ধ করেছিলেন যিনি বলেছিলেন: “মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।” (ইয়োব ১৪:১) এটা স্পষ্ট যে, অসিদ্ধ মানুষের জীবনের প্রকৃতি যে-অল্পকালস্থায়ী, সেই সম্বন্ধে মোশি খুব ভালভাবে অবগত ছিলেন। সেইজন্য, জীবনের প্রত্যেকটা দিনকে তিনি এক মহামূল্যবান দান হিসেবে দেখতেন। ঈশ্বরের কাছে এই বিনতি করার মাধ্যমে, মোশি তার জীবনের বাকি দিনগুলো বিজ্ঞতার সঙ্গে কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনভাবে যা তার সৃষ্টিকর্তাকে খুশি করবে। আমাদেরও কি অর্থপূর্ণভাবে আমাদের জীবনের দিনগুলো কাটানোর চেষ্টা করা উচিত নয়? যদি আমরা এখনই ঈশ্বরের অনুমোদন পেতে চাই, তা হলে সেটা করাই হবে আমাদের আপ্রাণ প্রচেষ্টা।

মোশি ও ইয়োব উভয়কেই অনুপ্রাণিত করার পিছনে আরেকটা বিষয় ছিল, যে-বিষয়টার দ্বারা আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। এই ধার্মিক ব্যক্তিরা উভয়েই ভবিষ্যতের এক পুরস্কারের দিকে তাকিয়েছিল—উত্তম পরিস্থিতির মধ্যে পৃথিবীতে জীবন। (ইয়োব ১৪:১৪, ১৫; ইব্রীয় ১১:২৬) সেই সময়ে, মৃত্যুতে কারোরই উত্তম কাজগুলো শেষ হয়ে যাবে না। আমাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্য হল, বিশ্বস্ত ব্যক্তিরা এক পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে। (যিশাইয় ৬৫:২১-২৪; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) এটা আপনার-ও প্রত্যাশা হতে পারে, যদি আপনি ‘এরূপে আপনার দিন গণনা করেন, যেন আপনি প্রজ্ঞার চিত্ত লাভ করেন।’

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার