ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lff পাঠ ৪৮
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
  • চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীরভাবে গবেষণা করুন
  • সারাংশ
  • আরও জানুন
  • কীভাবে আমরা ভালো বন্ধুবান্ধব বেছে নিতে পারি?
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ভালোবাসাহীন এক জগতে বন্ধুত্ব বজায় রাখা
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি স্থায়ী বন্ধুত্ব উপভোগ করতে পারেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
lff পাঠ ৪৮
পাঠ ৪৮. চারজন বন্ধু সেলফি নিচ্ছে।

পাঠ ৪৮

ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন

ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ

তারাই আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেয় এবং ভালো ও খারাপ সময়ে আমাদের পাশে থাকে। কিন্তু, বাইবেল আমাদের সাবধান করে যে, সবাই আমাদের ভালো বন্ধু হতে পারে না। তা হলে, কীভাবে আমরা ভেবেচিন্তে বন্ধু বাছাই করতে পারি? আসুন, নীচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি।

১. বন্ধুরা আপনার উপর কেমন প্রভাব ফেলতে পারে?

আমরা প্রায়ই সেই ব্যক্তিদের মতো হয়ে যাই, যাদের সঙ্গে আমরা মেলামেশা করি। আর এই মেলামেশা সামনাসামনি কিংবা সোশ্যাল মিডিয়া, যেভাবেই হোক না কেন, তা আমাদের উপর ভালো কিংবা খারাপ প্রভাব ফেলতে পারে। বাইবেল বলে, “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু [অর্থাৎ যারা যিহোবাকে ভালোবাসে না], সে ভগ্ন হইবে।” (হিতোপদেশ ১৩:২০) আপনার বন্ধু যদি যিহোবাকে ভালোবাসে এবং তাঁর উপাসনা করে, তা হলে আপনি তার সাহায্যে যিহোবার নিকটবর্তী থাকতে পারবেন আর সেইসঙ্গে সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। কিন্তু, আপনি যদি এমন ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করেন, যারা যিহোবার উপাসনা করে না, তা হলে তারা আপনাকে যিহোবার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাই, বাইবেল আমাদের উৎসাহিত করে, আমরা যেন ভেবেচিন্তে বন্ধু বাছাই করি। আমাদের বন্ধুরা যখন যিহোবাকে ভালোবাসে, তখন আমাদের উপকার হয় আর সেইসঙ্গে তাদেরও উপকার হয়। এর কারণ হল, আমরা ‘একে অন্যকে উৎসাহিত ও শক্তিশালী করতে’ পারি।—১ থিষলনীকীয় ৫:১১.

২. আপনি যে-ধরনের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করেন, সেটা দেখে যিহোবার কেমন লাগে?

যিহোবা যেকোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন না। তিনি শুধুমাত্র “সেই ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করেন, যারা সৎ।” (হিতোপদেশ ৩:৩২, NW) একটু চিন্তা করুন, আপনি যদি সেই ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করেন, যারা যিহোবাকে ভালোবাসে না, তা হলে তাঁর কেমন লাগবে? তিনি খুব দুঃখ পাবেন। (পড়ুন, যাকোব ৪:৪.) কিন্তু, আমরা যদি খারাপ লোকদের সঙ্গে মেলামেশা না করে সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করি, যারা যিহোবাকে ভালোবাসে, তা হলে তিনি খুশি হবেন এবং আমাদের তাঁর বন্ধু হিসেবে দেখবেন।—গীতসংহিতা ১৫:১-৪.

গভীরভাবে গবেষণা করুন

কেন ভেবেচিন্তে বন্ধু বাছাই করা গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, যারা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে? আসুন তা জানি।

৩. খারাপ বন্ধুদের থেকে সাবধান থাকুন

যিহোবাকে এবং তাঁর মানগুলোকে যারা ভালোবাসে না, তারাই হল খারাপ বন্ধু। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: কুসংসর্গ প্রত্যাখ্যান করতে শিখুন (৬:১৭)

  • আমরা কি নিজেদের অজান্তে খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করার ফাঁদে পড়ে যেতে পারি? কীভাবে এটা হতে পারে?

১ করিন্থীয় ১৫:৩৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কোন ধরনের লোকেরা আপনার জন্য খারাপ বন্ধু হতে পারে এবং কেন?

গীতসংহিতা ১১৯:৬৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কোন ধরনের লোকদের সঙ্গে আপনার বন্ধুত্ব করা উচিত?

একটা পাত্রে আপেল রয়েছে। একটা পচা আপেলের কারণে মাছি আসছে এবং অন্য আপেলগুলোও পচতে শুরু করেছে।

একটা পচা আপেল বাকি আপেলগুলোকে নষ্ট করে ফেলতে পারে। তা হলে, একজন খারাপ বন্ধু আপনার উপর কোন প্রভাব ফেলতে পারে?

৪. যারা আমাদের চেয়ে আলাদা, তারাও আমাদের প্রকৃত বন্ধু হতে পারে

বাইবেলে দায়ূদ ও যোনাথন নামে দু-জন ইজরায়েলীয়ের কথা বলা রয়েছে। যদিও তাদের বয়স আলাদা ছিল এবং তারা আলাদা আলাদা পরিবেশে বড়ো হয়ে উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও, তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব ছিল এবং তারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। ১ শমূয়েল ১৮:১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • একই বয়স ও পরিবেশে বড়ো হয়ে ওঠা দু-জন ব্যক্তির মধ্যেই কি শুধুমাত্র বন্ধুত্ব হতে পারে? কেন আপনি তা মনে করেন?

রোমীয় ১:১১, ১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যে-বন্ধুরা যিহোবাকে ভালোবাসে, তারা কীভাবে একে অন্যকে উৎসাহিত করতে পারে?

নীচে দেওয়া ভিডিওতে লক্ষ করুন, কীভাবে একজন অল্পবয়সি ভাই এক ভালো বন্ধু পেয়েছিলেন। তিনি এমনকি কখনো কল্পনাও করতে পারেননি যে, সেই ব্যক্তি তার একজন ভালো বন্ধু হতে পারেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

ভিডিও: অপ্রত্যাশিত জায়গায় বন্ধু খুঁজুন (৫:০৬)

  • অখিল স্কুলে যাদের সঙ্গে বন্ধুত্ব করছিল, সেই বিষয় নিয়ে কেন তার বাবা-মা এত চিন্তা করছিল?

  • কেন প্রথম প্রথম সেই লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে অখিলের এত ভালো লাগছিল?

  • কীভাবে সে তার একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠেছিল?

৫. কীভাবে আপনি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারেন?

আপনি কীভাবে ভালো বন্ধু বাছাই করতে পারেন এবং নিজে একজন প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারেন, তা নিয়ে চিন্তা করুন। ভিডিওটা দেখুন।

ভিডিও: প্রকৃত বন্ধু বলতে কী বোঝায়? (৪:১৪)

‘প্রকৃত বন্ধু বলতে কী বোঝায়?’ শিরোনামের ভিডিওর কিছু দৃশ্য। একজন কিশোরীর চারপাশে বিভিন্ন বয়স, জাতি ও মেধার বন্ধুরা রয়েছে।

হিতোপদেশ ১৮:২৪ এবং ২৭:১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে প্রকৃত বন্ধুরা একে অন্যকে সাহায্য করে?

  • আপনারও কি কোনো প্রকৃত বন্ধু আছে? যদি না থাকে, তা হলে কীভাবে আপনি প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারেন?

ফিলিপীয় ২:৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনি যদি একজন ভালো বন্ধু পেতে চান, তা হলে আপনাকেও একজন ভালো বন্ধু হতে হবে। কীভাবে আপনি তা হতে পারেন?

কোলাজ: একজন তরুণী তার তিনজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছেন। ১. তিনি একজনের সঙ্গে ফোনে কথা বলছেন। ২. তিনি একজন বয়স্ক বোনের সঙ্গে কিংডম হলে কথা বলছেন। ৩. তিনি একজন শোকার্ত বোনের সঙ্গে দেখা করতে গিয়েছেন।

আপনি যদি একজন ভালো বন্ধু পেতে চান, তা হলে আপনাকেও একজন ভালো বন্ধু হতে হবে

কেউ কেউ বলে থাকে: “সবার সঙ্গে বন্ধুত্ব করা ভালো।”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

আমরা যখন ভেবেচিন্তে বন্ধু বাছাই করি, তখন যিহোবা খুশি হন এবং আমরাও উপকার লাভ করি।

পুনরালোচনা

  • আমরা যে-ধরনের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করি, সেটা দেখে যিহোবার কেমন লাগে?

  • কোন ধরনের লোকদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা উচিত নয়?

  • যিহোবাকে যারা ভালবাসে, তাদের সঙ্গে কীভাবে আমরা আমাদের বন্ধুত্ব দৃঢ় করতে পারি?

লক্ষ্য

আরও জানুন

কীভাবে ভালো বন্ধুরা কঠিন সময়ে আমাদের সাহায্য করে? আসুন তা জানি।

“শেষ আসার আগে বন্ধুত্বের এক দৃঢ় বন্ধন গড়ে তুলুন” (প্রহরীদুর্গ, নভেম্বর ২০১৯)

ভালো বন্ধুত্ব গড়ে তোলার জন্য আপনি কী করতে পারেন? আসুন তা জানি।

“কীভাবে আমি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে পারি?” (যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ১, অধ্যায় ৮, ইংরেজি)

সোশ্যাল মিডিয়ায় বন্ধু বাছাই করার আগে আপনাকে কোন বিষয়টা জানতে হবে? আসুন তা দেখি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে বিচক্ষণ হও (৪:১২)

“আমি একজন বাবার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলাম।” এই জীবনকাহিনিতে পড়ুন যে, একজন ব্যক্তি কেন তার পুরোনো বন্ধুদের ছেড়ে নতুন বন্ধু বানিয়েছিলেন?

“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, এপ্রিল ১, ২০১২)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার