ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহোবার পরিবার মহামূল্যবান একতা উপভোগ করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ | জুলাই ১৫
    • ৪. গীতসংহিতা ১৩৩ অধ্যায় ভ্রাতৃত্বের একতা সম্পর্কে যা বলে তা কিভাবে আপনার নিজের ভাষায় আপনি ব্যক্ত করবেন?

      ৪ গীতরচক দায়ূদ ভ্রাতৃত্বের একতাকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি এমনকি এই সম্বন্ধে গান গাইতে অনুপ্রণিত হয়েছিলেন! তাকে তার বীণাসহ কল্পনা করুন যখন তিনি গেয়েছিলেন: “দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে! তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল। তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।”—গীতসংহিতা ১৩৩:১-৩.

  • যিহোবার পরিবার মহামূল্যবান একতা উপভোগ করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ | জুলাই ১৫
    • ৬, ৭. কিভাবে ইস্রায়েলের একতা হর্ম্মোণ পাহাড়ের শিশিরের মত ছিল এবং আজকের দিনে কোথায় ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাওয়া যায়?

      ৬ কিভাবে ইস্রায়েলের একতায় একসাথে বসবাস হর্ম্মোণ পর্বতের শিশিরের তুল্য ছিল? হ্যাঁ, যেহেতু এই পর্বতের চূড়া সমুদ্র-পৃষ্ঠ থেকে ২,৮০০ মিটারের বেশি উচ্চ, তাই প্রায় সমস্ত বছরই তা বরফে আবৃত থাকে। হর্ম্মোণের বরফ আচ্ছাদিত উপরাংশ রাত্রের জলীয়বাষ্পকে ঘনীভূত করে আর তাই তা প্রচুর শিশির উৎপন্ন করে যা দীর্ঘ শুষ্ক ঋতুতে উদ্ভিদজগৎকে সংরক্ষণ করে। শীতল বাতাস হর্ম্মোণের সীমানা থেকে প্রবাহিত হয়ে, এই জলীয়বাষ্প বহন করে সুদূর দক্ষিণের যিরূশালেম অঞ্চলে নিয়ে যায় যেখানে তা ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। সুতরাং গীতরচক উপযুক্তভাবে বলেছিলেন “তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে।” সতেজতামূলক প্রভাবের কতই না উৎকৃষ্ট অনুস্মারক যা যিহোবার উপাসকদের পরিবারের একতাকে বৃদ্ধি করে!

      ৭ খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে, সিয়োন বা যিরূশালেম সত্য উপাসনার কেন্দ্র ছিল। তাই, এটির প্রতি ঈশ্বর আশীর্বাদ আজ্ঞা করেছিলেন। যেহেতু সমস্ত আশীর্বাদের উৎস যিরূশালেমের পবিত্র স্থানে প্রতিনিধিত্বমূলকভাবে অধিষ্ঠিত ছিল, তাই আশীর্বাদ সেখান থেকে নির্গত হত। যেহেতু সত্য উপাসনা আর কেবলমাত্র নির্দিষ্ট একটি স্থানে সীমাবদ্ধ থাকেনি, তাই ঈশ্বরের সেবকদের আশীর্বাদ, প্রেম এবং ঐক্য আজকে পৃথিবীব্যাপী দেখা যেতে পারে। (যোহন ১৩:৩৪, ৩৫) কিছু উপকরণগুলি কী যা এই একতাকে বৃদ্ধি করে?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার