ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ২৪-২৮
যিহোবা তাঁর লোকেদের যত্ন নেন
একজন উদার নিমন্ত্রণকর্তার মতো যিহোবা আমাদের প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাদ্য জোগান।
‘বাহিনীগণের সদাপ্রভু সর্ব্বজাতির নিমিত্ত এক ভোজ প্রস্তুত করিবেন’
বাইবেলের সময়ে, যখন লোকেরা একসঙ্গে খাওয়া-দাওয়া করত, তখন এটা শান্তি ও বন্ধুত্বকে চিত্রিত করত
“মেদোযুক্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের ও নির্ম্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ”
উত্তম খাদ্য এবং নির্মলীকৃত পুরোনো দ্রাক্ষারস সবচেয়ে উত্তম আধ্যাত্মিক খাদ্যকে চিত্রিত করে, যা যিহোবা আমাদের জন্য জুগিয়ে থাকেন