-
আনন্দিত এখন ও অনন্তকালের জন্য১৯৯৬ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
৯. যিশাইয় ৩৫:১, ২, ৫-৭ পদে যেমন বর্ণিত হয়েছিল তার কিছু বিষয় কিভাবে আমাদের সময়ে বৃদ্ধি পেয়েছিল?
৯ এই প্রসঙ্গটিকে স্মরণে রেখে আসুন আমরা আর একবার যিশাইয় ৩৫ অধ্যায়টি বিবেচনা করি, এবং প্রথমে ১ ও ২ পদের প্রতি দৃষ্টি দিই। এক সময় যা জলশূন্য স্থান বলে মনে হয়েছিল কিভাবে তা সত্যিই পুষ্পবাহুল্যে উৎফুল্ল এবং প্রাচীন শারোণ সমভূমির মত উৎপাদক হতে শুরু করেছিল। তারপর ৫ থেকে ৭ পদ দেখুন। অবশিষ্টাংশরা যাদের কিছু সংখ্যক এখনও জীবিত ও যিহোবার সেবায় সক্রিয় তাদের বোধগম্যতার চক্ষু খুলে গিয়েছিল। ১৯১৪ সাল ও তার পরে যা ঘটেছিল তার অর্থ তারা আরও ভালভাবে বুঝতে পেরেছিল। এই বিষয়টির এক প্রভাব ছিল আমাদের অনেকের উপর যাদের নিয়ে “বিস্তর লোক” গঠিত হয়েছে এবং এখন অবশিষ্টাংশদের সহকারী হিসাবে কাজ করছে—প্রকাশিত বাক্য ৭:৯.
-
-
আনন্দিত এখন ও অনন্তকালের জন্য১৯৯৬ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
১৭, ১৮. কোন্ অর্থে এখন পরমদেশ অস্তিত্বে আছে, এবং আমাদের উপর এর কী প্রভাব আছে?
১৭ সুতরাং আমরা যিশাইয় ৩৫ অধ্যায়ের প্রতি দৃষ্টি দিতে পারি ১ থেকে ৮ পদের সাম্প্রতিক পরিপূর্ণতাকে মনে রেখে। এটি কি স্পষ্ট নয় যে আমরা সঠিকভাবে যাকে আত্মিক পরমদেশ বলে তা দেখেছি? না এটি সিদ্ধ নয়—এখনও পর্যন্ত নয়। কিন্তু এটি সত্যই একটি পরমদেশ যেমন ইতিমধ্যেই ২ পদে উল্লেখ করা হয়েছিল, “তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।” আর এর ফল কি হয়? ১০ পদ বলে: “সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরঃসর সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে; তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্ত্তস্বর দূরে পলায়ন করিবে।” সত্যই, মিথ্যা ধর্ম থেকে আমাদের বার হয়ে আসা ও ঈশ্বরের অনুমোদনযোগ্য সত্য উপাসনা সম্পন্ন করা আনন্দ বর্দ্ধক।
-