-
“এই দ্রাক্ষালতার তত্ত্ব কর”!২০০৬ প্রহরীদুর্গ | জুন ১৫
-
-
পর্যাপ্ত পরিমাণ দ্রাক্ষারস উৎপাদনের জন্য ইস্রায়েলীয় কৃষকদের তাদের দ্রাক্ষালতার খুব ভালভাবে যত্ন নিতে হতো। যিশাইয়ের বইটি বর্ণনা করে যে, কীভাবে একজন আদর্শ ইস্রায়েলীয় দ্রাক্ষাপালক তার “উত্তম দ্রাক্ষালতা” রোপণ করার আগে পাহাড়ের ঢালে অবস্থিত জমি খোঁড়েন এবং বড় বড় পাথরগুলোকে সরিয়ে ফেলেন। এরপর তিনি হয়তো মাটি থেকে সরিয়ে ফেলা পাথরগুলো দিয়ে একটা বেড়া বা দেওয়াল তৈরি করেন। এই দেওয়াল তার দ্রাক্ষাক্ষেত্রকে গবাদি পশুদের দ্বারা দলিত হওয়া থেকে ও সেইসঙ্গে শিয়াল, বুনো শূকর এবং চোরদের হাত থেকে কিছুটা সুরক্ষা জোগায়। এ ছাড়া, তিনি হয়তো এক দ্রাক্ষাকুণ্ড খোঁড়েন এবং একটা ছোট দুর্গ নির্মাণ করেন, যেটা শস্যচ্ছেদনের সময় যখন দ্রাক্ষালতাগুলোকে পাহারা দেওয়ার প্রয়োজন হয়, তখন এক শীতল মনোরম আশ্রয় হিসেবে কাজে লাগে। শুরুর দিকে করা এই সমস্ত কাজের পর, তিনি দ্রাক্ষাফলের উত্তম ফলন আশা করতে পারতেন।—যিশাইয় ৫:১, ২.a
-
-
“এই দ্রাক্ষালতার তত্ত্ব কর”!২০০৬ প্রহরীদুর্গ | জুন ১৫
-
-
যিশাইয় ‘ইস্রায়েল-কুলকে’ এমন এক দ্রাক্ষাক্ষেত্রের সঙ্গে তুলনা করেছিলেন, যা ধীরে ধীরে “বুনো আঙ্গুর” বা দুর্গন্ধময় (পচা) দ্রাক্ষাফল উৎপন্ন করেছিল। (যিশাইয় ৫:২, ৭) বুনো আঙুর, চাষ করা আঙুরের চেয়ে বেশ ছোট এবং তাতে খুব কম শাঁস থাকে, পুরো আঙুরই বিচিতে ভরা। বুনো আঙুর দিয়ে দ্রাক্ষারস তৈরি করা যায় না বা সেগুলো খাওয়াও যায় না—এক ধর্মভ্রষ্ট জাতির জন্য এক উপযুক্ত প্রতীক, যার মধ্যে ধার্মিকতার পরিবর্তে অধর্মের ফল ধরে। এই বাজে ফল দ্রাক্ষালতার কৃষকের ভুলের কারণে হয়নি। যিহোবা সেই জাতিকে ফলবতী করার জন্য যথাসম্ভব সমস্তকিছুই করেছিলেন। “আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই?” তিনি জিজ্ঞেস করেছিলেন।—যিশাইয় ৫:৪.
-