ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • বাইবেলের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস জীবন রক্ষা করে
    ২০০৭ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • তিন মাসের মধ্যে, সিরিয়ার রোমীয় দেশাধ্যক্ষ সেস্টিয়াস গ্যালাস, যিহুদি বিদ্রোহীদের দমন করতে ৩০,০০০ সৈন্য নিয়ে দক্ষিণে অগ্রসর হন। তার সৈন্যবাহিনী কুটিরোৎসব চলাকালীন যিরূশালেমে এসে পৌঁছায় এবং শীঘ্রই শহরতলিতে প্রবেশ করে। জেলটরা, যারা সংখ্যায় অল্প ছিল, তারা মন্দিরের দুর্গের ভিতরে আশ্রয় নেয়। রোমীয় সৈন্যরা শীঘ্রই মন্দিরের দেওয়াল ভাঙতে শুরু করে। যিহুদিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। কারণ পরজাতীয় সৈন্যরা এখন যিহুদিধর্মের পবিত্রতম স্থানকে কলুষিত করছে! কিন্তু, নগরের খ্রিস্টানরা যিশুর এই কথাগুলো স্মরণ করে: “যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তু পবিত্র . . . স্থানে দাঁড়াইয়া আছে, . . . তখন যাহারা যিহূদিয়াতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক।” (মথি ২৪:১৫, ১৬) তারা কি যিশুর ভবিষ্যদ্বাণীকৃত কথাগুলোতে বিশ্বাস দেখিয়ে সেইমতো কাজ করার জন্য পরিচালিত হবে? ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে, তা করার ওপর তাদের জীবন নির্ভর করছে। কিন্তু কীভাবে?

      হঠাৎ করে এবং কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই, সেস্টিয়াস গ্যালাস তার সৈন্যবাহিনীকে সরিয়ে নেন এবং উপকূলের দিকে ফিরে যান যেখানে জেলটরা তাদের পিছু ধাওয়া করেছিল। আশ্চর্যজনকভাবে, নগরের ওপর আসা মহাক্লেশের মেয়াদ কমে যায়! যিশুর ভবিষ্যদ্বাণীকৃত সতর্কবাণীতে তাদের বিশ্বাস প্রদর্শন করে খ্রিস্টানরা যিরূশালেম থেকে যর্দন নদীর ওপারে পাহাড়ের ওপর অবস্থিত এক নিরপেক্ষ শহর পেল্লাতে পালিয়ে যায়। তারা ঠিক সময়মতো পালিয়ে যায়। জেলটরা শীঘ্রই যিরূশালেমে ফিরে আসে আর তাদের বিদ্রোহে যোগ দেওয়ার জন্য বাকি অধিবাসীদের জোর করে।a ইতিমধ্যে, পেল্লাতে সুরক্ষিত খ্রিস্টানরা পরবর্তী ঘটনাগুলোর জন্য অপেক্ষা করতে থাকে।

  • বাইবেলের ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস জীবন রক্ষা করে
    ২০০৭ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • a যিহুদি ইতিহাসবেত্তা জোসিফাস বলেন যে, জেলটরা যিরূশালেমে ফিরে আসার আগের সাত দিন পর্যন্ত রোমীয়দের পিছু ধাওয়া করেছিল।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার