ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ২/১৫ পৃষ্ঠা ২৯
  • পাঠকদের থেকে প্রশ্নসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাঠকদের থেকে প্রশ্নসকল
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বর যখন কার্যকারী হবেন তখন আপনি কি রক্ষা পাবেন?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন্‌ হইবে?”
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মহাক্লেশ থেকে জীবন্ত রক্ষা পাওয়া
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘মহাক্লেশের’ সময়ে বিশ্বস্ত থাকুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ২/১৫ পৃষ্ঠা ২৯

পাঠকদের থেকে প্রশ্নসকল

আগস্ট ১৫, ১১৯৬ সালের “প্রহরীদুর্গ” বলেছিল: “ক্লেশের শেষ পর্যায়ে ‘প্রাণী’ যারা যিহোবার পক্ষে পলায়ন করেছে তারা রক্ষা পাবে।” এটি কি নির্দেশ করে যে মহাক্লেশের প্রাথমিক পর্যায়ের পর, অনেক নতুন ব্যক্তিরা ঈশ্বরের পক্ষে আসবে?

বিষয়টি তা ছিল না।

মথি ২৪:২২ পদে উল্লেখিত যীশুর বাক্যগুলি ভবিষ্যতে, আগত মহাক্লেশের প্রারম্ভিক অংশ যেটি হল ধর্মের উপর আক্রমণ, তার থেকে পরিত্রাণের দ্বারা প্রাথমিকভাবে পরিপূর্ণ হবে। প্রবন্ধটি বলেছিল: “স্মরণ করুন যে ‘প্রাণী’ যার অন্তর্ভুক্ত অভিষিক্ত অবশিষ্টাংশ ও “বিস্তর লোক” উভয়েই, ইতিমধ্যেই রক্ষা পেয়ে যাবে যখন মহতী বাবিল ত্বরিৎগতিতে ও সম্পূর্ণভাবে ক্লেশের প্রাথমিক পর্যায়ে প্রবেশ করবে।”

এইরূপ বিশ্বস্ত ব্যক্তিরা কোন বিপদের সম্মুখীন হবে না যখন যীশু ও তাঁর স্বর্গীয় বাহিনী মহাক্লেশের শেষ পর্যায়ে সক্রিয় হবেন। কিন্তু মহাক্লেশের ঐ পর্যায়ে কারা রক্ষা পাবে? প্রকাশিত বাক্য ৭:৯, ১৪ পদ দেখায় যে এক বিরাট জনতা যাদের পার্থিব আশা আছে তারা রক্ষা পাবে। আত্মায়-অভিষিক্ত খ্রীষ্টানদের সম্বন্ধে কী বলা যায়? আগস্ট ১৫, ১৯৯০ এর প্রহরীদুর্গ (ইংরাজি)-এ “পাঠকদের থেকে প্রশ্নসকল” আলোচনা করেছিল যে অভিষিক্ত ব্যক্তিদের অবশিষ্টাংশেরা কখন স্বর্গে নীত হবে সেই সম্পর্কে কেন আমরা বদ্ধমূল ধারণা পোষণ করতে পারি না। তাই সাম্প্রতিক প্রবন্ধটি (আগস্ট ১৫, ১৯৯৬) বিষয়টিকে অনির্দিষ্ট রাখে, এই সাধারণ মন্তব্যটি করে: “অনুরূপভাবে ক্লেশের শেষ পর্যায়ে ‘প্রাণী’ যারা যিহোবার পক্ষে পলায়ন করেছে তারা রক্ষা পাবে।”

মহাক্লেশ শুরু হওয়ার পর কোন নতুন ব্যক্তি সত্য শিখতে এবং ঈশ্বরের পক্ষে আসতে পারবে কি না সেই সম্পর্কে, মথি ২৪:২৯-৩১ পদে লিপিবদ্ধ যীশুর বাক্যগুলির প্রতি লক্ষ্য করুন। ক্লেশ আরম্ভ হওয়ার পর, মনুষ্যপুত্রের চিহ্ন দেখা যাবে। যীশু বলেছিলেন যে পৃথিবীর সমস্ত গোষ্ঠী নিজেদেরকে প্রহার এবং বিলাপ করবে। সেই পরিস্থিতিতে লোকেদের সচেতন হওয়া, অনুতপ্ত হওয়া, ঈশ্বরের পক্ষ নেওয়া এবং সত্য শিষ্য হওয়া সম্পর্কে তিনি কিছুই বলেননি।

অনুরূপভাবে, মেষ ও ছাগের দৃষ্টান্তে, মনুষ্যপুত্র উপস্থিত হন এবং লোকেরা অতীতে কি করেছে বা করেনি তার উপর ভিত্তি করে বিচারপূর্বক পৃথক করেন। যীশু সেই সব লোকেদের সম্পর্কে কিছুই বলেননি যারা বহুদিন ধরে ছাগতুল্য আচরণ প্রদর্শন করে এসেছে এবং হঠাৎ পরিবর্তিত হয়ে মেষতুল্য হয়েছে। লোকেরা ইতিমধ্যে যা প্রমাণিত হয়েছে তার উপর ভিত্তি করে বিচার করার জন্য তিনি আসবেন।—মথি ২৫:৩১-৪৬.

কিন্তু, আবারও এই বিষয়ে বদ্ধমূল ধারণা পোষণ করার কোন কারণ নেই। ঈশ্বরের লোকেরা, অভিষিক্ত এবং বিরাট জনতা উভয়েই তাদের কাজ—প্রচার এবং শিষ্যকরণ সম্বন্ধে জানে। (মথি ২৮:১৯, ২০; মার্ক ১৩:১০) আমাদের জন্য পরামর্শটি হৃদয়ে গ্রহণ করার পক্ষে এখনই হচ্ছে উপযুক্ত সময়: “আর তাঁহার সঙ্গে কার্য্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, ‘আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম।’ দেখ, এখন সুপ্রসন্নতার সময়; দেখ, এখন পরিত্রাণের দিবস।”—২ করিন্থীয় ৬:১, ২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার