ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ১২/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “পরস্পর ক্ষমা কর”
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি আপনার ভাইকে লাভ করতে পারেন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একজন ঈশ্বর যিনি “ক্ষমা করার জন্য তৈরি”
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ১২/১৫ পৃষ্ঠা ৩০

আপনার কি স্মরণে আছে?

আপনি কি প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে নিচের বিষয়গুলো মনে করে আপনি আনন্দ পাবেন:

◻ দুজন খ্রীষ্টান বাগ্‌দান করার আগে নিজেদের কোন্‌ প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন?

‘আমি যাকে বিয়ে করার কথা ভাবছি, আমি কি সত্যি তার আধ্যাত্মিকতা এবং ঈশ্বরের প্রতি তার কতখানি ভক্তি আছে সেই সম্বন্ধে ভালভাবে জানি? আমি তার সঙ্গে সারা জীবন ঈশ্বরের সেবা করে যেতে পারব তো? আমরা কি একে অন্যের ব্যক্তিগত দোষ ও গুণগুলো ভালভাবে দেখেছি? আমি কি নিশ্চিত যে আমরা সারাটা জীবন এক সঙ্গে মিলেমিশে কাটাব? আমরা কি একে অপরের অতীত ঘটনা ও বর্তমান অবস্থা সম্বন্ধে যথেষ্ট জানি?’—৮/১৫, পৃষ্ঠা ৩১.

◻ যীশু যখন তাঁর শিষ্যদের বলেছিলেন, “তোমরা পৃথিবীর লবণ” তখন তিনি কী বুঝিয়েছিলেন? (মথি ৫:১৩)

যীশু বুঝিয়েছিলেন যে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের কাছে প্রচার করা হবে তাদের এক সম্ভাব্য সংরক্ষণ অথবা যারা তাদের কথা শুনবেন তাদের জন্য জীবন বাঁচানোর কাজ। সত্যি সত্যি, যারা যীশুর কথাগুলো মেনে চলবেন তারা জগতের নৈতিক ও আধ্যাত্মিক পচন থেকে রক্ষা পাবেন।—৮/১৫, পৃষ্ঠা ৩২.

◻ বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করছে এমন যুগলেরা কীভাবে যৌন অনৈতিকতার ফাঁদকে এড়াতে পারে?

তুমি যদি তোমার ভাবী সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাও, তবে তোমার জ্ঞানেন্দ্রিয়কে কাজে লাগিয়ে একা থাকাকে এড়িয়ে চলো। তাই সবচেয়ে ভাল হয় যদি কয়েকজন মিলে বাইরে যাও অথবা চারিদিকে লোকজন আছে এমন জায়গায় গিয়ে সময় কাটাও। ভালবাসা দেখানোর সময় সংযমী হও, একজন অন্যের অনুভূতি ও নীতি-বোধকে সম্মান দেখাও।—৯/১, পৃষ্ঠা ১৮.

◻ বোধশক্তি কী?

বোধশক্তি হলো একটা বিষয়কে খুঁটিয়ে দেখা এবং পুরোপুরি বোঝার জন্য সেটা পরীক্ষা করা ও এর একেকটা বৈশিষ্ট্য কীভাবে আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত তা বুঝতে পারার ক্ষমতা। (হিতোপদেশ ৪:১)—৯/১৫, পৃষ্ঠা ১৩.

◻ আজকে যিহোবা আমাদের কাছ থেকে কী চান?

মূলত এটাই যিহোবা আমাদের কাছ থেকে চান যে আমরা যেন তাঁর পুত্রের কথা শুনি এবং তাঁর আদর্শ অনুসরণ করি ও তাঁর শিক্ষা মেনে চলি। (মথি ১৬:২৪; ১ পিতর ২:২১)—৯/১৫, পৃষ্ঠা ২২.

◻ একমাত্র কারা শান্তি উপভোগ করতে পারেন?

যিহোবা “শান্তির ঈশ্বর” তাই যারা ঈশ্বরকে ভালবাসেন এবং তাঁর ধার্মিক নীতিগুলোকে মেনে চলেন, একমাত্র তাদের মধ্যেই শান্তি থাকে। (রোমীয় ১৫:৩৩)—১০/১, পৃষ্ঠা ১১.

◻ দিনের পর দিন পোটীফরের স্ত্রীর আমন্ত্রণে না বলার নৈতিক শক্তি যোষেফ কোথা থেকে পেয়েছিলেন?

যোষেফ ক্ষণিকের আনন্দের চেয়ে বরং যিহোবার সঙ্গে তার সম্পর্ককে অনেক বেশি মূল্য দিয়েছিলেন। এছাড়া ঈশ্বরের নিয়মের অধীন না হওয়া সত্ত্বেও নৈতিক নিয়ম সম্বন্ধে যোষেফের পরিষ্কার ধারণা ছিল। (আদিপুস্তক ৩৯:৯)—১০/১, পৃষ্ঠা ২৯.

◻ আমাদের ভাইদের ক্ষমা করা কতটা জরুরি?

ঈশ্বরের কাছ থেকে আমাদের পাপের ক্ষমা পেতে হলে আমাদেরকে আমাদের ভাইদের ক্ষমা করতে হবে। (মথি ৬:১২, ১৪; লূক ১১:৪)—১০/১৫, পৃষ্ঠা ১৭.

◻ মথি ১৮:১৫-১৭ পদে কোন্‌ ধরনের পাপের কথা বলা হয়েছে আর তা থেকে আমরা কী বুঝি?

যীশু যে পাপের কথা বলেছিলেন সেটা এতই গুরুতর ছিল যে অন্যায়কারীকে “পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য” বলে মনে করা যেত। যিহূদীরা পরজাতীয় লোকেদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তারা করগ্রাহীদের এড়িয়ে চলতেন। তাই মথি ১৮:১৫-১৭ পদে যে পাপের কথা বলা হয়েছে তা ছিল গুরুতর পাপ, নিজেদের মধ্যে কোন ভুলত্রুটি কিংবা মনোমালিন্য নয়, যা আপনি সহজেই ক্ষমা করে দিতে ও ভুলে যেতে পারেন। (মথি ১৮:২১, ২২)—১০/১৫, পৃষ্ঠা ১৯.

◻ ঈশ্বরের বাক্যকে সত্যি করেই ভালবাসার সঙ্গে কী জড়িত?

ঈশ্বরের বাক্যকে ভালবাসা একজনকে বাইবেলে যা বলা হয়েছে তাই করতে পরিচালিত করে। (গীতসংহিতা ১১৯:৯৭, ১০১, ১০৫) এর জন্য একজনের চিন্তাভাবনা ও জীবনে অনেক পরিবর্তন করা দরকার।—১১/১, পৃষ্ঠা ১৪.

◻ যিহোবার কাছ থেকে অনেক কিছু পেয়ে এই সর্বমহান রাজা এবং দাতাকে আমরা কী ফিরিয়ে দিতে পারি?

বাইবেল বলে যিহোবাকে সবচেয়ে ভাল যে উপহার আমরা দিতে পারি তা হল “স্তব বলি।” (ইব্রীয় ১৩:১৫) কেন? কারণ এই বলি সরাসরি জীবন বাঁচানোর সঙ্গে জড়িত যা এই শেষ সময়ে যিহোবার জন্য একটা বড় চিন্তার বিষয়। (যিহিষ্কেল ১৮:২৩)—১১/১, পৃষ্ঠা ২১.

◻ যখন শলোমন লিখেছিলেন যে, “জ্ঞানবানদের বাক্য সরল অঙ্কুশস্বরূপ” তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন? (উপদেশক ১২:১১)

যাদের ঈশ্বরীয় প্রজ্ঞা রয়েছে তারা পাঠক বা শ্রোতাদের প্রেরণা দেন যাতে করে তারা যে জ্ঞানের কথাগুলো পড়েছেন বা শুনেছেন সেই মতো কাজ করেন।—১১/১৫, পৃষ্ঠা ২১.

◻ ঈশ্বরীয় বিচক্ষণতা কী?

ঈশ্বরীয় বিচক্ষণতা হল ভুল থেকে সঠিককে আলাদা করার ক্ষমতা আর তারপর ঠিক কাজটা বেছে নেওয়া। ঈশ্বরের বাক্য অধ্যয়ন ও তা জীবনে কাজে লাগানোর ফলে বিচক্ষণ হওয়া যায়।—১১/১৫, পৃষ্ঠা ২৫.

◻ যোগ্যতা ও দায়িত্ব পালন করার ইচ্ছার সঙ্গে সঙ্গে কী থাকা উচিত? (১ তীমথিয় ৩:১)

এর জন্য আমাদের ভাল বিচারশক্তি থাকা উচিত। আপনার ভেবেচিন্তে ঠিক করা দরকার যে কতখানি দায়িত্ব আপনি নিতে পারবেন যা পালন করতে গিয়ে আপনি ঈশ্বরের সেবায় আনন্দ হারিয়ে ফেলবেন না। কাজ করার ইচ্ছা প্রশংসনীয়, কিন্তু ইচ্ছা অবশ্যই বিনয়ের সঙ্গে এবং ‘সংযতভাবে’ প্রকাশ করতে হবে। (তীত ২:১২; প্রকাশিত বাক্য ৩:১৫, ১৬)—১২/১, পৃষ্ঠা ২৮.

◻ ছেলেমেয়ে মানুষ করার কঠিন কাজকে বাবামায়েরা কীভাবে করতে পারেন?

ঈশ্বর বাবামায়েদের পরামর্শ দেন যে তারা যেন ছেলেমেয়েদের জন্য ভাল উদাহরণ হন, তাদের সঙ্গী হন, তাদের সঙ্গে প্রাণখুলে কথা বলেন আর তাদের ভাল শিক্ষা দেন। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭)—১২/১, পৃষ্ঠা ৩২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার