ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০২ ২/১ পৃষ্ঠা ৩০-৩১
  • পাহাড়ের ওপরে এক নগর

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পাহাড়ের ওপরে এক নগর
  • ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “যে ছোট, সে সহস্র” হয়ে উঠেছে
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০২ ২/১ পৃষ্ঠা ৩০-৩১

পাহাড়ের ওপরে এক নগর

পাহাড়ের ওপর যীশু তাঁর বিখ্যাত উপদেশে শিষ্যদেরকে বলেছিলেন, “তোমরা জগতের দীপ্তি; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।”—মথি ৫:১৪.

যিহূদিয়া এবং গালীলের বেশ কিছু নগর নিচু উপত্যকায় গড়ে না উঠে বরং পাহাড়গুলোর ওপরে গড়ে উঠেছিল। মূলত নিরাপত্তার বিষয়টা বিবেচনা করেই পাহাড়ের ওপরের স্থানগুলোকে বাছাই করা হতো। শত্রুপক্ষের সৈন্যরা ছাড়াও লুটকারী দল ইস্রায়েলীয়দের শিবিরগুলোতে আক্রমণ করত। (২ রাজা ৫:২; ২৪:২) সাহসী অধিবাসীদের জন্য নিচু জায়গার বাড়িগুলোর চেয়ে পাহাড়ের ওপর অবস্থিত পাশাপাশি থাকা বাড়িগুলোকে রক্ষা করা বেশি সহজ ছিল, কারণ নিচু এলাকায় অবস্থিত নগরকে রক্ষা করার জন্য এক বিশাল প্রাচীরের দরকার হতো।

যেহেতু যিহূদিয়ার বাড়িঘরগুলোর দেওয়ালে সাদা চুনকাম করা হত, তাই পাহাড়ের ওপরে পাশাপাশি একসঙ্গে অনেক চুনকাম করা বাড়ি থাকায় সেগুলোকে খুব সহজে বেশ কয়েক কিলোমিটার দূর থেকেই দেখা যেত। (প্রেরিত ২৩:৩) প্যালেস্টাইনের উজ্জ্বল সূর্যের আলোয় পাহাড়ের ওপরে এই নগরগুলোকে দূর থেকে বাতিঘরের মতো দেখাত, ঠিক যেমন বর্তমান দিনে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অনেক শহরকে দেখলে তা-ই মনে হয়।

যীশু তাঁর শিষ্যদেরকে একজন সত্য খ্রীষ্টানের ভূমিকা সম্বন্ধে শিক্ষা দিতে গালীল এবং যিহূদিয়ার এই অসাধারণ দিকটা তুলে ধরেন। তিনি তাদেরকে বলেছিলেন, “তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্ত পিতার গৌরব করে।” (মথি ৫:১৬) খ্রীষ্টানরা যদিও মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভাল কাজ করেন না কিন্তু তাদের উত্তম আচরণ লোকেদের নজর এড়ায় না।—মথি ৬:১.

এইধরনের উত্তম আচরণ বিশেষ করে যিহোবার সাক্ষিদের জেলা সম্মেলনগুলোতে স্পষ্ট দেখা যায়। স্পেনের একটা সংবাদপত্র কিছুদিন আগে হয়ে যাওয়া একটা সম্মেলনের বিষয়ে উল্লেখ করে বলেছিল: “যদিও অন্য সম্প্রদায়গুলোতে ধর্মীয় বিষয়গুলোর ওপর লোকেদের আগ্রহ দিন-দিন কমে যাচ্ছে কিন্তু যিহোবার সাক্ষিদের বেলায় বিষয়টা সম্পূর্ণ বিপরীত। যেহেতু তারা চান না যে বাইবেল এর গুরুত্ব হারাক, তাই তারা ঈশ্বরের বাক্যকে কাজে লাগান।”

উত্তর-পশ্চিম স্পেনে সাক্ষিরা যে স্টেডিয়ামটা নিয়মিত ব্যবহার করতেন তার কেয়ারটেকার টমাস, ঈশ্বরের বাক্যকে কাজে লাগাতেন এমন লোকেদের কাছাকাছি থাকতে ভালবাসতেন। তিনি তার অবসর গ্রহণের পূর্ব নির্ধারিত তারিখ কয়েক সপ্তার জন্য পিছিয়ে দিয়েছিলেন, যাতে তিনি যিহোবার সাক্ষিদের একটা জেলা সম্মেলনে উপস্থিত হতে পারেন। সম্মেলনের শেষে যুবক-যুবতীরা সহ সম্মেলনে যোগদানকারী আরও অনেকে যখন বিগত বছরগুলোতে তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে এবং তার অবসর গ্রহণের জন্য শুভেচ্ছা জানাতে তার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, “আপনাদের মতো লোকেদের সঙ্গে পরিচিত হতে পারাটা হল আমার জীবনের সবচেয়ে উল্লখযোগ্য ঘটনা।”

পাহাড়ের ওপর অবস্থিত একটা নগর লোকেদের চোখে পড়বেই কারণ তা দূর দিগন্ত থেকে স্পষ্ট দেখা যায় এবং সেই পাহাড়ের ওপর অবস্থিত যে কোন সাদা চুনকাম করা বাড়ি সূর্যের আলোকে প্রতিফলিত করে। একইভাবে সত্য খ্রীষ্টানরাও তাদের ভিন্নতার জন্য অন্যদের নজরে পড়েন কারণ তারা সততা, নৈতিকতা এবং করুণা সম্বন্ধে শাস্ত্রের উচ্চ মানগুলোকে মেনে চলার চেষ্টা করেন।

এছাড়া, খ্রীষ্টানরা তাদের প্রচার কাজের মাধ্যমে সত্যের আলোকে প্রতিফলিত করেন। প্রেরিত পৌল প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের সম্বন্ধে বলেছিলেন: “আমরা এই পরিচর্য্যা-পদ প্রাপ্ত হওয়ায়, যেরূপে দয়া পাইয়াছি, তদনুসারে নিরুৎসাহ হই না; . . . কিন্তু সত্য প্রকাশ দ্বারা ঈশ্বরের সাক্ষাতে মনুষ্যমাত্রের সংবেদের কাছে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি।” (২ করিন্থীয় ৪:১, ২) তারা যেখানেই প্রচার করেছিলেন সেখানে যদিও তারা তাড়না সহ্য করেছিলেন কিন্তু যিহোবা তাদের প্রচার কাজকে আশীর্বাদ করেছিলেন আর তাই সা.কা. প্রায় ৬০ সালের মধ্যে পৌল লিখতে পেরেছিলেন যে, “আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে” সুসমাচার প্রচারিত হয়েছে।—কলসীয় ১:২৩.

যীশু যেমন আজ্ঞা করেছিলেন আজকেও, যিহোবার সাক্ষিরা ‘তাহাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল’ করার বিষয়ে তাদের দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নেন। সারা পৃথিবীতে দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩৫টা জায়গায় যিহোবার সাক্ষিরা মুখে বলে এবং ছাপানো প্রকাশনার মাধ্যমে রাজ্যের সুসমাচার ছড়িয়ে দিচ্ছেন। বাইবেলের সত্যের আলো যাতে অনেক লোকেদের কাছে পৌঁছায়, তাই তারা তাদের বাইবেল সাহিত্যাদি ৩৭০টা ভাষায় পাওয়ার ব্যবস্থা করেছেন।—মথি ২৪:১৪; প্রকাশিত বাক্য ১৪:৬, ৭.

প্রচার কাজ নিষেধ ছিল বা আছে এমন দেশ থেকে আসা লোকেদের ভাষা শেখার চ্যালেঞ্জকে অনেক জায়গার সাক্ষিরা গ্রহণ করেছেন। উদাহরণ হিসেবে, উত্তর আমেরিকার বড় বড় শহরগুলোতে বাস করার জন্য চিন ও রাশিয়া থেকে অনেক লোক এসেছে। স্থানীয় সাক্ষিরা নতুন লোকেদের কাছে সুসমাচার প্রচার করার জন্য চাইনিজ্‌, রাশিয়ান এবং অন্যান্য ভাষা শেখার চেষ্টা করেছেন। এছাড়া, আরও অন্যান্যদের কাছে যাতে সুসমাচার প্রচার করা যেতে পারে সেই কারণে অল্প সময়ের মধ্যে বিভিন্ন ভাষায় কোর্স দেওয়া হচ্ছে, কেননা ক্ষেত্র ‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’ হয়েছে।—যোহন ৪:৩৫.

যিশাইয় ভাববাদী বলেছিলেন: “শেষকালে এইরূপ ঘটিবে; সদাপ্রভুর গৃহের পর্ব্বত পর্ব্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্ব্বতগণ হইতে উচ্চীকৃত হইবে; এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে।” যিহোবার সাক্ষিরা তাদের আচরণ ও প্রচার কাজের মাধ্যমে সব জায়গায় লোকেদেরকে ‘সদাপ্রভুর গৃহের পর্ব্বতে’ আসার জন্য সাহায্য করছেন, যাতে তারা ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা পেতে এবং তাঁর মার্গে গমন করার বিষয়ে জ্ঞান লাভ করতে পারেন। (যিশাইয় ২:২, ৩) যীশু যেমন বলেছিলেন এর আনন্দদায়ক ফল হল, তারা একসঙ্গে যিহোবা ঈশ্বরের অর্থাৎ ‘তাহাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।’—মথি ৫:১৬; ১ পিতর ২:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার