ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ijwbq প্রবন্ধ ১৪৯
  • “চোখের পরিবর্তে চোখ,” এই কথার অর্থ কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “চোখের পরিবর্তে চোখ,” এই কথার অর্থ কী?
  • বাইবেলের প্রশ্নের উত্তর
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল কী উত্তর দেয়?
  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইনের উদ্দেশ্য কী ছিল?
  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইন কি খ্রিস্টানদের প্রতি প্রযোজ্য?
  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইন সম্বন্ধে কিছু ভুল ধারণা
  • আপনার চোখ সরল রাখুন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—কার্যকারীভাবে চোখের দিকে তাকিয়ে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বিশেষ সম্মেলন দিন পুনরালোচনা
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার চোখ কি সরল?
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
বাইবেলের প্রশ্নের উত্তর
ijwbq প্রবন্ধ ১৪৯
একজন ব্যক্তির চোখ

“চোখের পরিবর্তে চোখ,” এই কথার অর্থ কী?

বাইবেল কী উত্তর দেয়?

“চোখের পরিবর্তে চোখ,” এই আইন ঈশ্বরের সেই ব্যবস্থার এক অংশ, যেটা তিনি মোশির মাধ্যমে প্রাচীন ইজরায়েল জাতিকে দিয়েছিলেন আর যিশু তাঁর পর্বতের উপরে দেওয়া উপদেশে এই আইন উদ্ধৃতি করেছিলেন। (মথি ৫:৩৮; যাত্রাপুস্তক ২১:২৪, ২৫; দ্বিতীয় বিবরণ ১৯:২১) এর অর্থ হল অন্যায়কারীকে শাস্তি দেওয়ার সময় তার অপরাধ অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।a

এই আইন এমন ক্ষেত্রগুলোতে প্রযোজ্য ছিল, যখন কোনো ব্যক্তি ইচ্ছা করে অন্য ব্যক্তিকে আঘাত দিত। যে-ব্যক্তি ইচ্ছা করে কাউকে আঘাত দেন, তার বিষয়ে মোশির ব্যবস্থায় বলা হয়েছিল: “ভঙ্গের পরিশোধে ভঙ্গ, চক্ষুর পরিশোধে চক্ষু, দন্তের পরিশোধে দন্ত; মনুষ্যের যে যেমন ক্ষত করে, তাহার প্রতি তেমনি করা যাইবে।”—লেবীয় পুস্তক ২৪:২০.

  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইনের উদ্দেশ্য কী ছিল?

  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইন কি খ্রিস্টানদের প্রতি প্রযোজ্য?

  • “চোখের পরিবর্তে চোখ,” এই আইন সম্বন্ধে কিছু ভুল ধারণা

  • যিশু একটা ভুল ধারণা সংশোধন করেন

“চোখের পরিবর্তে চোখ,” এই আইনের উদ্দেশ্য কী ছিল?

“চোখের পরিবর্তে চোখ,” এই আইন কাউকে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার অধিকার দেয়নি। এর পরিবর্তে, এই আইন নিযুক্ত বিচারকদের সাহায্য করত, যেন তারা অতিরিক্ত কঠোর কিংবা অতিরিক্ত প্রশ্রয়ী, কোনোটাই না হয়ে বরং উপযুক্তভাবে শাস্তি দিতে পারে।

এ ছাড়া, যারা ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করত কিংবা কারো ক্ষতি করার ষড়যন্ত্র করত, এই আইন সেই ব্যক্তিদেরও তাদের কাজের পরিণতি সম্বন্ধে সতর্ক করে দিত। ব্যবস্থায় ব্যাখ্যা করা হয়েছিল যে, “তাহা শুনিয়া অবশিষ্ট লোকেরা [যারা অপরাধীকে ঈশ্বরের ন্যায়বিচার অনুযায়ী শাস্তি পেতে দেখত] ভয় পাইয়া তোমার মধ্যে সেরূপ দুষ্কর্ম্ম আর করিবে না।”—দ্বিতীয় বিবরণ ১৯:২০.

“চোখের পরিবর্তে চোখ,” এই আইন কি খ্রিস্টানদের প্রতি প্রযোজ্য?

না, খ্রিস্টানদের এই আইন মেনে চলার প্রয়োজন নেই। এই আইন মোশির ব্যবস্থার অংশ আর যিশু যখন নিজের জীবন বলি হিসেবে উৎসর্গ করে মারা গিয়েছিলেন, সেই সময় থেকে মোশির ব্যবস্থা অকার্যকর হয়ে গিয়েছিল।—রোমীয় ১০:৪.

তারপরও, এই আইন ঈশ্বরের চিন্তাভাবনা সম্বন্ধে আমাদের জানায়। উদাহরণ স্বরূপ, এটা দেখায় যে, ঈশ্বর ন্যায়বিচারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। (গীতসংহিতা ৮৯:১৪) এ ছাড়া, এটা ন্যায়বিচার সম্বন্ধে তাঁর মানকে প্রকাশ করে, যেটা হল অন্যায়কারীদের “বিচারানুরূপ” অর্থাৎ সঠিক মাত্রায় শাস্তি দেওয়া উচিত।—যিরমিয় ৩০:১১.

“চোখের পরিবর্তে চোখ,” এই আইন সম্বন্ধে কিছু ভুল ধারণা

ভুল ধারণা: “চোখের পরিবর্তে চোখ,” এই আইন অতিরিক্ত কঠোর আইন ছিল

সত্য বিষয়: এই আইন কাউকে কঠোর, অমানবিক উপায়ে ন্যায়বিচার করার অধিকার দিত না। এর বিপরীতে, যখন এই আইন সঠিকভাবে কাজে লাগানো হত, তখন যোগ্যতাসম্পন্ন বিচারকেরা প্রথমে পরিস্থিতি বিবেচনা করার এবং সেই অপরাধ কতটা ইচ্ছুকভাবে করা হয়েছিল, তা বিবেচনা করার পরই কোনো অপরাধের জন্য শাস্তি দিত। (যাত্রাপুস্তক ২১:২৮-৩০; গণনাপুস্তক ৩৫:২২-২৫) তাই, “চোখের পরিবর্তে চোখ,” এই আইনটা শাস্তি দেওয়ার সময় চরম সিদ্ধান্ত নিতে বাধা দিত।

ভুল ধারণা: “চোখের পরিবর্তে চোখ,” এই আইনের ফলে লোকেরা ক্রমাগত ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার অধিকার পেত

সত্য বিষয়: মোশির ব্যবস্থায় বলা হয়েছিল: “তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না।” (লেবীয় পুস্তক ১৯:১৮) মোশির ব্যবস্থা লোকদের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার বিষয়ে উৎসাহ দেয়নি। এর বিপরীতে, ব্যবস্থা লোকদের উৎসাহিত করেছিল, যেন তারা কোনো অন্যায়কে সংশোধন করার বিষয়ে ঈশ্বরের উপর ও সেইসঙ্গে তাঁর দ্বারা স্থাপিত আইন ব্যবস্থার উপর আস্থা রাখে।—দ্বিতীয় বিবরণ ৩২:৩৫.

যিশু একটা ভুল ধারণা সংশোধন করেন

যিশু জানতেন, কেউ কেউ “চোখের পরিবর্তে চোখ,” এই আইনকে ভুলভাবে বুঝেছিল। তিনি এই বলে তাদের সংশোধন করেছিলেন: “তোমরা শুনেছ, এই কথা বলা হয়েছিল: ‘চোখের পরিবর্তে চোখ এবং দাঁতের পরিবর্তে দাঁত।’ কিন্তু, আমি তোমাদের বলছি: তোমরা দুষ্ট লোককে পালটা আক্রমণ কোরো না, কিন্তু যে তোমার ডান গালে চড় মারে, তার দিকে অন্য গাল ফিরিয়ে দিয়ো।”—মথি ৫:৩৮, ৩৯.

যিশু যখন বলেছিলেন, “তোমরা শুনেছ,” তখন তিনি স্পষ্টতই এমন যিহুদি ধর্মীয় নেতাদের বিষয়ে নির্দেশ করছিলেন, যারা প্রতিশোধ নেওয়ার বিষয়ে শিক্ষা দিত। বাইবেল পণ্ডিত অ্যাডাম ক্লার্ক মন্তব্য করেন: “এমনটা মনে হয় যে, যিহুদিরা এই আইনকে [চোখের পরিবর্তে চোখ] . . . ব্যক্তিগত মনোমালিন্য পোষণ করার এবং প্রতিশোধের মনোভাব নিয়ে বাড়াবাড়ি করার এক ভিত্তি করে তুলেছিল।” সেই ধর্মীয় নেতারা প্রতিশোধ নেওয়ার মনোভাবকে তুলে ধরার মাধ্যমে ঈশ্বরের ব্যবস্থার মূল অর্থকে বিকৃত করে তুলেছিল।—মার্ক ৭:১৩.

এর বিপরীতে, যিশু এই বিষয়ে জোর দিয়েছিলেন যে, ঈশ্বরের ব্যবস্থার মূলভাব হল প্রেম। তিনি বলেছিলেন: “‘তুমি . . . তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।’ এটাই হল সর্বমহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টা প্রথম আজ্ঞার মতোই: ‘তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে।’ এই দুটো আজ্ঞাতেই মোশির ব্যবস্থা এবং ভাববাদীদের গ্রন্থ ঝুলছে।” (মথি ২২:৩৭-৪০) যিশু শিক্ষা দিয়েছিলেন যে, পরস্পরের প্রতি প্রতিশোধের মনোভাব দ্বারা নয় বরং পরস্পরের প্রতি প্রেম দ্বারা তাঁর প্রকৃত অনুসারীদের শনাক্ত করা যাবে।—যোহন ১৩:৩৪, ৩৫.

a এই আইন সংক্রান্ত নীতিকে মাঝে মাঝে ল্যাটিন শব্দ লেক্স টালিওনিস দিয়ে নির্দেশ করা হয় আর এটা আরও কিছু প্রাচীন সমাজের আইন ব্যবস্থায় পাওয়া যায়।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার