ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৯/১৫ পৃষ্ঠা ৩২
  • পক্ষীদের ও পুষ্পদের থেকে এক শিক্ষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পক্ষীদের ও পুষ্পদের থেকে এক শিক্ষা
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৯/১৫ পৃষ্ঠা ৩২

পক্ষীদের ও পুষ্পদের থেকে এক শিক্ষা

বর্তমানে প্রায়ই লোকেরা কী বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করে? অধিকাংশই, তাদের পরিবারের জন্য যথেষ্ট অর্থ থাকার অথবা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সমর্থ হওয়ার জন্য চিন্তিত।

যখন যীশু পৃথিবীতে ছিলেন তখনও নিজের অথবা একজনের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করা এক বিরাট চিন্তার বিষয় ছিল। কিন্তু তিনি সাবধান করে দিয়েছিলেন যে এই স্বাভাবিক চিন্তা আধ্যাত্মিক বিষয়গুলিকে রুদ্ধ করে দেওয়ার ক্ষেত্রে এক মারাত্মক উদ্বিগ্নতা হতে পারে। তাঁর বিষয়টি চিত্রিত করতে, যীশু তাঁর শিষ্যদের পক্ষীদের ও পুষ্পদের প্রতি ঘনিষ্ঠভাবে দৃষ্টিপাত করতে বলেছিলেন।

পক্ষীদের প্রতিদিন খাবারের প্রয়োজন—তাদের উচ্চ বিপাকীয় প্রণালীর জন্য সমানুপাতিকভাবে আমাদের চেয়ে তারা বেশি খায়। এছাড়াও, তারা বুনতে, কাটতে অথবা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে না। তবুও, যেমন যীশু মন্তব্য করেছিলেন, আমাদের “স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন।” (মথি ৬:২৬) একইভাবে, ঈশ্বর ‘ক্ষেত্রের কানুড় পুষ্পদের’ সুন্দর পোশাকে সুসজ্জীত করেন।—মথি ৬:২৮-৩০.

যীশু আমাদের আশ্বাস দেন যে যদি আমরা বস্তুগত প্রয়োজনগুলিকে সঠিক স্থানে রাখি এবং আধ্যাত্মিক বিষয়গুলিকে প্রথম স্থান দিই, তাহলে যাতে আমাদেরও প্রয়োজনীয় খাদ্য এবং বস্ত্র থাকে ঈশ্বর তা দেখবেন। যদি যিহোবা ঈশ্বর পক্ষীদের ও পুষ্পদের যত্ন নিয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই যারা তাঁকে ভালবাসে এবং ‘তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা করে’ তাদের যত্ন নেবেন। (মথি ৬:৩৩) আপনি কি ঈশ্বরের রাজ্যের হিতগুলিকে আপনার জীবনে প্রথম স্থান দিচ্ছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার