ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp১৬ নং ২ পৃষ্ঠা ১২
  • দুশ্চিন্তা করবেন না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • দুশ্চিন্তা করবেন না
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভবিষ্যতের কথা মনে রেখে জীবনযাপন করুন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার সমস্ত উদ্‌বিগ্নতার ভার যিহোবার উপর ফেলে দিন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • উদ্‌বিগ্নতা
    ২০১৬ সজাগ হোন!
  • কীভাবে আমি অতিরিক্ত চিন্তা করা বন্ধ করতে পারি?
    ২০০১ সচেতন থাক!
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
wp১৬ নং ২ পৃষ্ঠা ১২

আধুনিক জীবনে প্রাচীন প্রজ্ঞা

দুশ্চিন্তা করবেন না

বাইবেলের নীতি: “প্রাণের বিষয়ে . . . ভাবিত হইও না।”—মথি ৬:২৫.

একজন মহিলা উদ্‌বিগ্ন হয়ে একটা রসিদ দেখছন

এর অর্থ কী? যিশু পর্বতেদত্ত উপদেশে উপরোক্ত কথাগুলো বলেছিলেন। একটা বাইবেল অভিধান অনুযায়ী, যে-গ্রিক ক্রিয়াপদকে ‘ভাবিত হওয়া’ হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটার দ্বারা “একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে দরিদ্রতা, খাদ্যের অভাব এবং অন্যান্য সমস্যায় পড়লে স্বাভাবিকভাবে যে প্রতিক্রিয়া দেখায়,” সেটাকে বোঝানো যেতে পারে। দুশ্চিন্তা বলতে সাধারণত সেইসমস্ত বিষয় নিয়ে উদ্‌বিগ্ন হওয়াকে বোঝায়, যেগুলো ভবিষ্যতে হতে পারে। আমাদের বস্তুগত চাহিদা এবং প্রিয়জনের মঙ্গলের বিষয়ে চিন্তা করাটা স্বাভাবিক এবং উপযুক্ত। (ফিলিপীয় ২:২০) কিন্তু যিশু যখন “ভাবিত হইও না” বলেছিলেন, তখন তিনি অতিরিক্ত উদ্‌বিগ্ন না হওয়ার অর্থাৎ ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা বর্তমান সময়ের আনন্দ কেড়ে নিতে পারে।—মথি ৬:৩১, ৩৪.

এটা কি বর্তমানেও ব্যাবহারিক? যিশুর পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের জন্য বিজ্ঞতার কাজ হবে। কেন? কিছু তথ্যগ্রন্থ ইঙ্গিত দেয়, যখন কোনো ব্যক্তি অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তখন তার স্নায়ুতন্ত্রের একটা অংশ সবসময় সক্রিয় থাকে আর এর ফলে “শারীরিক সমস্যা দেখা দেয়, যার অন্তর্ভুক্ত হল আলসার, হৃদ্‌রোগ এবং হাঁপানি।”

যিশু অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলার জোরালো কারণ জুগিয়েছিলেন: দুশ্চিন্তা করে কোনো লাভ হয় না। যিশু জিজ্ঞেস করেছিলেন, “তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে?” (মথি ৬:২৭) সবসময় দুশ্চিন্তা করে আমরা আমাদের জীবন এক মুহূর্তও বাড়াতে পারব না, এটাকে উন্নত করার কথা না হয় ছেড়েই দিলাম। আরেকটা বিষয় হল, আমরা যেমনটা আশঙ্কা করি, প্রায়ই তেমনটা হয় না। একজন পণ্ডিত এভাবে বলেছিলেন: “ভবিষ্যৎ নিয়ে উদ্‌বিগ্নতার অর্থ হল, শক্তির অপচয় করা এবং আমরা যতটা আশঙ্কা করি, ভবিষ্যৎ সবসময় ততটা খারাপ হয় না।”

একজন মহিলা বাগানে কাজ করছন

কীভাবে দুশ্চিন্তা এড়িয়ে চলা যায়? প্রথমত, ঈশ্বরের উপর আস্থা রাখুন। ঈশ্বর যদি পাখিদের খাবার জোগাতে পারেন এবং ফুলদের সৌন্দর্য দিয়ে বিভূষিত করতে পারেন, তা হলে তিনি কি সেইসমস্ত ব্যক্তির প্রয়োজনীয় বিষয়গুলো জুগিয়ে দেবেন না, যারা তাঁর উপাসনাকে জীবনের প্রথম স্থানে রাখে? (মথি ৬:২৫, ২৬, ২৮-৩০) দ্বিতীয়ত, আজকের জন্য চিন্তা করুন। যিশু বলেছিলেন, “কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে।” আপনি কি এই কথাগুলোর সঙ্গে একমত হবেন না যে, “দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট”?—মথি ৬:৩৪.

যিশুর বিজ্ঞ পরামর্শে মনোযোগ দিয়ে আমরা শারীরিক ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। শুধু তা-ই নয়, আমরা মানসিক শান্তি লাভ করতে পারি, বাইবেল যেটাকে “ঈশ্বরের শান্তি” বলে থাকে।—ফিলিপীয় ৪:৬, ৭. ▪ (w16-E No.1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার