ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৭ ১/১ পৃষ্ঠা ৩২
  • আপনি ঝড়ের মধ্যে টিকে থাকতে পারেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি ঝড়ের মধ্যে টিকে থাকতে পারেন
  • ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৭ ১/১ পৃষ্ঠা ৩২

আপনি ঝড়ের মধ্যে টিকে থাকতে পারেন

এই সংকটপূর্ণ সময়ে অনেকেই ঝড়তুল্য দুর্দশাগুলো সহ্য করছে। কিন্তু, ঈশ্বরের প্রতি প্রেম এবং তাঁর নীতিগুলোর প্রতি আনুগত্য খ্রিস্টানদের সেগুলোকে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করে। কীভাবে? যিশু খ্রিস্টের বলা একটা দৃষ্টান্তের মধ্যে এর উত্তর পাওয়া যেতে পারে। তিনি তাঁর বাধ্য শিষ্যদের “এমন এক জন বুদ্ধিমান লোকের” সঙ্গে তুলনা করেছিলেন, “যে পাষাণের উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।” যিশু বলেছিলেন: “বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল।”—মথি ৭:২৪, ২৫.

লক্ষ করুন যে, দৃষ্টান্তের লোকটি যদিও বুদ্ধিমান, তবুও তিনি দুর্দশার—প্রবল বৃষ্টি, বন্যা এবং ধ্বংসাত্মক বায়ু দ্বারা চিত্রিত পরিস্থিতির—মুখোমুখি হয়েছেন। তাই, যিশু ইঙ্গিত করেননি যে, তাঁর শিষ্যরা সমস্ত সমস্যাই এড়াতে পারবে এবং অবাধ শান্তি ও প্রশান্তির এক জীবন উপভোগ করবে। (গীতসংহিতা ৩৪:১৯; যাকোব ৪:১৩-১৫) কিন্তু তিনি বলেছিলেন যে, ঈশ্বরের বিশ্বস্ত দাসেরা এই ধরনের ঝটিকাপূর্ণ দুর্দশা ও সংকটের জন্য প্রস্তুত থাকতে এবং সেগুলোকে সফলভাবে মোকাবিলা করতে পারে।

যিশু এই কথাগুলো বলে দৃষ্টান্তটি শুরু করেন: “যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন এক জন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।” অবশ্য, যিশু এখানে সত্যিকারের কোনো গৃহ নির্মাণের কথা বলছিলেন না, বরং জীবনকে গড়ে তোলার বিষয়ে বলছিলেন। যারা যিশুর এই কথাগুলোতে মনোযোগ দেয়, তারা বিচক্ষণতাকে কাজে লাগায় এবং উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করে। তাদের যা যা শেখানো হয়েছে, সেগুলো কাজে লাগিয়ে তারা খ্রিস্টের শিক্ষাগুলোর শক্ত পাষাণের ওপর তাদের প্রেরণা ও কাজগুলোকে গড়ে তোলে। আগ্রহের বিষয় হচ্ছে, এই রূপক পাষাণ ভূপৃষ্ঠে পাওয়া যায় না। দৃষ্টান্তের লোকেটিকে তা পাওয়ার জন্য ‘গভীরে’ খুঁড়তে হয়েছিল। (লূক ৬:৪৮) একইভাবে, যিশুর শিষ্যরা সেই স্থায়ী গুণাবলি গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করে চলে, যেগুলো তাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে।—মথি ৫:৫-৭; ৬:৩৩.

যখন ঝড়তুল্য সমস্যাগুলো যিশুর অনুসারীদের খ্রিস্টীয় ভিত্তির নীতিনিষ্ঠাকে পরীক্ষা করে, তখন কী ঘটে? খ্রিস্টের শিক্ষাগুলোর প্রতি তাদের স্বেচ্ছায় বাধ্যতা প্রদর্শন এবং তাদের খ্রিস্টীয় গুণাবলি এই ধরনের কষ্টকর পরিস্থিতির সময়ে, বিশেষ করে আরমাগিদোনের আসন্ন ঝড়ের সময়ে শক্তির উৎস বলে প্রমাণিত হয়। (মথি ৫:১০-১২; প্রকাশিত বাক্য ১৬:১৫, ১৬) হ্যাঁ, খ্রিস্টের শিক্ষাগুলো পালন করে অনেকেই ঝড়তুল্য পরীক্ষাগুলোর মধ্যে সফলভাবে টিকে রয়েছে। আপনিও টিকে থাকতে পারেন।—১ পিতর ২:২১-২৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার