ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/১৩ পৃষ্ঠা ১
  • আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘সকলই সুসমাচারের জন্য কর’
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—মানিয়ে নেওয়ার মাধ্যমে
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/১৩ পৃষ্ঠা ১

আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?

১. জগতের পরিবর্তনের কারণে আমাদের কোন কোন রদবদল করতে হয়?

১ “এই জগতের দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে।” (১ করি. ৭:৩১, NW) এই পদে জগৎকে এমন এক মঞ্চের সঙ্গে তুলনা করা হয়েছে, যে-মঞ্চের দৃশ্যপট ও অভিনেতারা সবসময় পরিবর্তিত হচ্ছে। জগতের পরিবর্তনের কারণে আমাদের মাঝে মাঝে আমাদের প্রচার করার পদ্ধতি, আমাদের তালিকা এবং আমাদের উপস্থাপনায় রদবদল করতে হয়। আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?

২. সংগঠনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কেন আমাদের খাপ খাইয়ে নিতে হবে?

২ আপনার প্রচার করার পদ্ধতি: খ্রিস্টীয় মণ্ডলী সবসময়ই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। যিশু যখন প্রথম বার তাঁর শিষ্যদের পাঠিয়েছিলেন, তখন তিনি তাদের খাবারের জন্য থলি অথবা টাকাপয়সার জন্য গেঁজিয়া নিতে বারণ করেছিলেন। (মথি ১০:৯, ১০) কিন্তু, তাঁর শিষ্যদের প্রতি ভবিষ্যতে বিরোধিতা দেখানো হতে পারে এবং প্রচার কাজ অন্যান্য এলাকায় প্রসারিত হতে পারে এইরকম অনুমান করে তিনি পরে সেই নির্দেশনা সংশোধন করেছিলেন। (লূক ২২:৩৬) বিগত শতাব্দীতে, যিহোবার সংগঠন সময়ের প্রয়োজন অনুসারে প্রচার করার বিভিন্ন পদ্ধতি—উদাহরণস্বরূপ, টেস্টিমনি কার্ড (সংক্ষিপ্ত বার্তা লেখা কার্ড), রেডিও ব্রডকাস্ট (বেতার সম্প্রচার) ও সাউন্ড কার (লাউডস্পিকার লাগানো গাড়ি)—ব্যবহার করেছে। বর্তমানে, অনেক এলাকায় লোকেদের যেহেতু কদাচিৎ ঘরে পাওয়া যায়, তাই আমাদের ঘরে ঘরে পরিচর্যার পাশাপাশি জনসাধারণের স্থানে ও রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ওপর আগের চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এ ছাড়া, যদি লোকেরা দিনের বেলা কাজ করে, তাহলে আমাদের বিকেল বেলা ঘরে ঘরে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। যিহোবার স্বর্গীয় রথ যখন এর পথ রদবদল করে, তখন আপনি কি সেটার সঙ্গে তাল মিলিয়ে চলেন?—যিহি. ১:২০, ২১.

৩. খাপ খাইয়ে নেওয়া কীভাবে আমাদের এলাকায় আমাদের আরও কার্যকরী হতে সাহায্য করে?

৩ আপনার উপস্থাপনা: সম্প্রতি আপনার এলাকার লোকেরা কোন বিষয়গুলো নিয়ে চিন্তিত? আর্থিক ব্যবস্থা? পরিবার? অপরাধ? আমাদের এলাকায় সম্প্রতি যে-সমস্যা ও পরিস্থিতি সাধারণ, সেই সম্বন্ধে অবগত থাকা উপকারী, যাতে আমরা উপযুক্ত উপস্থাপনা প্রস্তুত করতে পারি। (১ করি. ৯:২০-২৩) গৃহকর্তা যখন নিজের মতামত প্রকাশ করেন, তখন গৎবাঁধা প্রতিক্রিয়া দেখানোর এবং আমাদের প্রস্তুতকৃত উপস্থাপনাই চালিয়ে যাওয়ার পরিবর্তে, তাদের চিন্তার বিষয়গুলোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ও সেগুলো নিয়ে কথা বলা আরও ভালো হবে।

৪. কেন আমাদের দ্রুত খাপ খাইয়ে নেওয়া উচিত?

৪ খুব শীঘ্র এই জগতের চূড়ান্ত “দৃশ্যপট” সমাপ্ত হয়ে যাবে এবং মহাক্লেশ শুরু হবে। “সময় সঙ্কুচিত।” (১ করি. ৭:২৯) তাই, যে-সীমিত সময় বাকি আছে, সেই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সম্পাদন করার জন্য খাপ খাইয়ে নেওয়া আর এক্ষেত্রে দেরি না করা কতই না গুরুত্বপূর্ণ!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার