-
যিহোবার রব শুনুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৯ | মার্চ
-
-
“ইহাঁর কথা শুন”
৭. মথি ১৭:১-৫ পদ অনুযায়ী যিহোবা কখন স্বর্গ থেকে কথা বলেছিলেন এবং তিনি কী বলেছিলেন?
৭ মথি ১৭:১-৫ পদ পড়ুন। যিশু যখন ‘রূপান্তরিত হইয়াছিলেন,’ তখন যিহোবা দ্বিতীয় বার স্বর্গ থেকে কথা বলেছিলেন। যিশু তাঁর সঙ্গে পিতর, যাকোব ও যোহনকে এক উঁচু পর্বতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে থাকাকালীন তারা একটা উল্লেখযোগ্য দর্শন দেখেছিলেন। যিশুর মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল এবং তাঁর বস্ত্র চকচক করছিল। সেই দর্শনে প্রেরিতরা যেন দু-জন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন, যারা মোশি ও এলিয়কে চিত্রিত করেছিল। সেই দু-জন ব্যক্তি যিশুর সঙ্গে তাঁর আসন্ন মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে কথা বলতে শুরু করেছিলেন। যদিও সেই তিন জন প্রেরিত “নিদ্রায় ভারাক্রান্ত ছিলেন” কিন্তু তারা যখন জেগে উঠেছিলেন, তখন তারা এক চমৎকার দর্শন দেখেছিলেন। (লূক ৯:২৯-৩২) এরপর, একটা উজ্জ্বল মেঘ তাদের ঢেকে দিয়েছিল এবং তারা সেই মেঘ থেকে একটা রব শুনেছিলেন, যেটা ঈশ্বরের রব ছিল! যিশুর বাপ্তিস্মের মতো যিহোবা আবারও এই বলে তাঁর পুত্রের প্রতি নিজের অনুমোদন ও ভালোবাসা প্রকাশ করেছিলেন: “ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইহাঁতেই আমি প্রীত।” কিন্তু, এই বার যিহোবা আরও বলেছিলেন: “ইহাঁর কথা শুন।”
-
-
যিহোবার রব শুনুনপ্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০১৯ | মার্চ
-
-
৯. যিশু তাঁর শিষ্যদের কোন ব্যাবহারিক পরামর্শ দিয়েছিলেন?
৯ “ইহাঁর কথা শুন।” যিহোবা এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি আশা করেন যেন আমরা তাঁর পুত্রের কথা শুনি এবং সেগুলোর বাধ্য হই। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি কী বলেছিলেন? তিনি এমন অনেক বিষয় বলেছিলেন, যেগুলো শোনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ স্বরূপ, তিনি প্রেমের সঙ্গে তাঁর অনুসারীদের শিখিয়েছিলেন, কীভাবে সুসমাচার প্রচার করা যায় আর সেইসঙ্গে তিনি বার বার তাদের জেগে থাকার বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছিলেন। (মথি ২৪:৪২; ২৮:১৯, ২০) এ ছাড়া, তিনি তাদের সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রাণপণ করার বিষয়ে জোরালো পরামর্শ দিয়েছিলেন এবং তাদের হাল ছেড়ে না দেওয়ার বিষয়ে উৎসাহিত করেছিলেন। (লূক ১৩:২৪) যিশু তাঁর অনুসারীদের একে অপরের প্রতি প্রেম দেখানোর, একতাবদ্ধ থাকার এবং তাঁর আজ্ঞাগুলো পালন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। (যোহন ১৫:১০, ১২, ১৩) যিশু তাঁর শিষ্যদের কতই-না ব্যাবহারিক পরামর্শ দিয়েছিলেন! সেই পরামর্শ এখনও ততটাই প্রযোজ্য যতটা যিশুর সময়ে ছিল।
-