-
কীভাবে যিশুর বলিদান অনেকের জন্য “মুক্তির মূল্য” প্রদান করেছে?বাইবেলের প্রশ্নের উত্তর
-
-
কীভাবে যিশুর বলিদান অনেকের জন্য “মুক্তির মূল্য” প্রদান করেছে?
বাইবেলের উত্তর
যিশুর বলিদান হল সেই মাধ্যম, যেটার সাহায্যে ঈশ্বর মানবজাতিকে পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মুক্ত করবেন। বাইবেল যিশুর পাতিত রক্তকে মুক্তির মূল্য বলে। (ইফিষীয় ১:৭; ১ পিতর ১:১৮, ১৯) যিশু বলেছিলেন, তিনি “অনেকের জীবনের পরিবর্তে নিজের জীবন মুক্তির মূল্য হিসেবে দিতে” এসেছেন।—মথি ২০:২৮.
কেন অনেকের জন্য “মুক্তির মূল্য” প্রদান করতে হয়েছিল?
প্রথম মানুষ আদমকে একজন সিদ্ধ পুরুষ হিসেবে সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে কোনো পাপ ছিল না। তিনি চিরকাল বেঁচে থাকতে পারতেন। কিন্তু, ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়ে তিনি পাপী হয়ে যান এবং চিরকাল বেঁচে থাকার সুযোগ হারিয়ে ফেলেন। (আদিপুস্তক ৩:১৭-১৯) তারপর, আদমের যখন সন্তান হয়, তখন আদমের মধ্যে যে-পাপ ছিল, তা তার সন্তানদের মধ্যেও চলে আসে। (রোমীয় ৫:১২) তাই বাইবেল বলে, আদম নিজেকে এবং তার সন্তানদের পাপ ও মৃত্যুর দাসত্বে ‘বিক্রি’ করে দিয়েছেন। (রোমীয় ৭:১৪) আদম যেটা হারিয়ে ছিলেন, কোনো মানুষের পক্ষেই সেটা কেনা সম্ভব ছিল না কারণ সবাই অসিদ্ধ হয়ে গিয়েছিল।—গীতসংহিতা ৪৯:৭, ৮.
আদমের সন্তানদের অসহায় অবস্থায় দেখে ঈশ্বর সমবেদনা বোধ করেন। (যোহন ৩:১৬) তবে, ঈশ্বরের ন্যায়বিচারের যে-মান রয়েছে, সেই মান অনুযায়ী তিনি তাদের পাপ এমনি এমনি ক্ষমা করতে পারতেন না। এরজন্য কোনো বৈধ ভিত্তির প্রয়োজন ছিল। (গীতসংহিতা ৮৯:১৪; রোমীয় ৩:২৩-২৬) ঈশ্বর মানুষকে ভালোবাসেন। তাই, তিনি একটা বৈধ ব্যবস্থা করেন, যেটার ভিত্তিতে তিনি তাদের পাপ ক্ষমা করতে পারতেন আর এমনকী পুরোপুরিভাবে মুছে ফেলতে পারতেন। (রোমীয় ৫:৬-৮) সেই বৈধ ব্যবস্থা হল মুক্তির মূল্য।
কীভাবে মুক্তির মূল্য কাজ করে?
বাইবেলে যে-‘মুক্তির মূল্যের’ বিষয়ে বলা হয়েছে, সেটার অন্তর্ভুক্ত তিনটে বিষয় নীচে দেওয়া হয়েছে:
১. মুক্তির মূল্য হল প্রদানকৃত মূল্য।—গণনাপুস্তক ৩:৪৬, ৪৭.
২. এর মাধ্যমে কাউকে মুক্ত করা হয়।—যাত্রাপুস্তক ২১:৩০.
৩. এটা যাকে মুক্ত করার জন্য প্রদান করা হয়, তার সমরূপ মূল্য।a
লক্ষ্য করুন, যিশু খ্রিস্ট ত্যাগস্বীকার করে যে-মুক্তির মূল্য প্রদান করেছেন, তাতে এই বিষয়গুলো কীভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
১. প্রদানকৃত মূল্য। বাইবেলে লেখা আছে, খ্রিস্টানদের “মূল্য দিয়ে কেনা হয়েছে।” (১ করিন্থীয় ৬:২০; ৭:২৩) এই মূল্য হল যিশুর পাতিত রক্ত। এই মূল্য দিয়ে তিনি “সমস্ত বংশ ও ভাষা ও বর্ণ ও জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের” কিনেছেন।—প্রকাশিত বাক্য ৫:৮, ৯.
২. মুক্ত করা। যিশুর ত্যাগস্বীকারের দ্বারা জোগানো “মুক্তির মূল্যের মাধ্যমে” মানুষ পাপ থেকে “মুক্ত” হবে।—১ করিন্থীয় ১:৩০; কলসীয় ১:১৪; ইব্রীয় ৯:১৫.
৩. সমরূপ মূল্য। যিশু নিজের জীবন দান করে যে-মূল্য দিয়েছেন, সেটা আদমের সিদ্ধ জীবনের সমরূপ ছিল। (১ করিন্থীয় ১৫:২১, ২২, ৪৫, ৪৬) বাইবেলে লেখা আছে: “যেমন এক জন মানুষের [আদমের] অবাধ্যতার কারণে অনেককে পাপী বলে গণ্য করা হয়েছিল, তেমনই এক জন মানুষের [যিশুর] বাধ্যতার কারণে অনেককে ধার্মিক বলে গণ্য করা হবে।” (রোমীয় ৫:১৯) এখান থেকে আমরা বুঝতে পারি, কীভাবে এক জন মানুষের বলিদানের মাধ্যমে অনেক পাপী মানুষের জন্য মুক্তির মূল্য পরিশোধ করা সম্ভবপর হয়। সত্যি বলতে কী, যিশুর বলিদান সেই “সকলের জন্য .. সমরূপ মুক্তির মূল্য,” যারা এর থেকে উপকার লাভ করার জন্য পদক্ষেপ নেয়।—১ তীমথিয় ২:৫, ৬.
-
-
কীভাবে যিশুর বলিদান অনেকের জন্য “মুক্তির মূল্য” প্রদান করেছে?বাইবেলের প্রশ্নের উত্তর
-
-
a বাইবেলে ব্যবহৃত যে-মূল শব্দগুলোকে “মুক্তির মূল্য” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেগুলোর অর্থ হল কোনো কিছুর জন্য প্রদানকৃত মূল্য অথবা জিনিস। উদাহরণ স্বরূপ, ইব্রীয় ক্রিয়াপদ কাফার-এর প্রধান অর্থ হল “ঢেকে দেওয়া।” এটা সাধারণত পাপ ঢেকে দেওয়াকে চিত্রিত করে। (গীতসংহিতা ৬৫:৩) এর সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ হল কফের, যেটার অর্থ হল সেই মূল্য, যেটা পাপ ঢাকার অর্থাৎ সেটা ক্ষমা করার জন্য পরিশোধ করা হয়। (যাত্রাপুস্তক ২১:৩০) একইভাবে, গ্রিক শব্দ হল লিট্রন, যেটাকে সাধারণত “মুক্তির মূল্য” হিসেবে অনুবাদ করা হয়, সেটাকে “উদ্ধার করার মূল্য” হিসেবেও অনুবাদ করা হয়েছে। (মথি ২০:২৮) গ্রিক লেখকেরা এই শব্দটাকে সেই মূল্যের সঙ্গেও তুলনা করেছে, যেটা যুদ্ধের সময়ে বন্দি হওয়া লোকদের মুক্ত করার জন্য প্রদান করা হয়।
-