পাঠ ২৩
বাপ্তিস্ম—এক গুরুত্বপূর্ণ লক্ষ্য!
যিশু বলেছিলেন, তাঁর শিষ্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই বাপ্তিস্ম নিতে হবে। (পড়ুন, মথি ২৮:১৯, ২০.) কিন্তু প্রশ্ন হল, বাপ্তিস্ম কী? আর একজন ব্যক্তি যদি বাপ্তিস্ম নেওয়ার লক্ষ্য রাখেন, তা হলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কী করতে হবে?
১. বাপ্তিস্ম কী?
“বাপ্তিস্ম” শব্দটা একটা গ্রিক শব্দ থেকে অনুবাদ করা হয়েছে, যেটার অর্থ হল জলে “ডুবানো।” যিশুকে যখন বাপ্তিস্ম দেওয়া হয়েছিল, তখন তাঁকে জর্ডন নদীতে ডুবানো হয়েছিল আর ‘এরপর তিনি জল থেকে উঠেছিলেন।’ (মার্ক ১:৯, ১০) যিশুর মতো সত্য খ্রিস্টানদেরও পুরোপুরি জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়।
২. বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি কী দেখান?
বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি দেখান যে, তিনি যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করেছেন। কীভাবে তিনি তার জীবন উৎসর্গ করেন? বাপ্তিস্ম নেওয়ার আগে তিনি ব্যক্তিগতভাবে যিহোবার কাছে প্রার্থনা করেন আর তাঁকে বলেন, তিনি চিরকাল ধরে তাঁর সেবা করতে চান। তিনি প্রতিজ্ঞা করেন, কেবলমাত্র যিহোবার উপাসনা করবেন এবং তাঁর ইচ্ছা পালন করাকে জীবনে প্রথম স্থান দেবেন। তিনি সিদ্ধান্ত নেন, ‘নিজেকে অস্বীকার করবেন’ এবং সবসময় যিশুর শিক্ষাগুলো মেনে চলবেন আর তাঁর মতো হওয়ার চেষ্টা করবেন। (মথি ১৬:২৪) নিজের জীবন উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমেই একজন ব্যক্তি যিহোবার সঙ্গে এবং মণ্ডলীর ভাই-বোনদের সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে পারেন।
৩. বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে কী করতে হবে?
বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে যিহোবা সম্বন্ধে শিখতে হবে এবং তাঁর উপর বিশ্বাস বৃদ্ধি করতে হবে। (পড়ুন, ইব্রীয় ১১:৬.) তিনি যতবেশি এই বিষয়গুলো করবেন, ততবেশি যিহোবার প্রতি তার ভালোবাসা বাড়তে থাকবে। আর এরপর তিনি নিজে থেকেই যিহোবা সম্বন্ধে অন্যদের জানাতে এবং তাঁর মান অনুযায়ী জীবনযাপন করতে চাইবেন। (২ তীমথিয় ৪:২; ১ যোহন ৫:৩) একজন ব্যক্তি যখন “যিহোবা যেভাবে চান . . . সেই অনুযায়ী চলে তাঁকে পুরোপুরি খুশি” করেন, তখন তিনি তার জীবন যিহোবার কাছে উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।—কলসীয় ১:৯, ১০.a
গভীরভাবে গবেষণা করুন
যিশুর বাপ্তিস্মের বিষয়ে বাইবেলে যা লেখা রয়েছে, তা থেকে আমরা কী শিখতে পারি? একজন ব্যক্তি যদি বাপ্তিস্মের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চান, তা হলে তাকে কী করতে হবে? আসুন তা জানি।
৪. যিশুর বাপ্তিস্ম থেকে আমরা কী শিখতে পারি?
যিশুর বাপ্তিস্মের বিষয়ে আরও জানার জন্য মথি ৩:১৩-১৭ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:
বাপ্তিস্ম নেওয়ার সময় যিশু কি শিশু ছিলেন?
যিশুকে কি জল ছিটিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল? যিশুকে কীভাবে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল?
যিশু বাপ্তিস্ম নেওয়ার পর পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলেন, যে-কাজ যিহোবা তাঁকে দিয়েছিলেন। লূক ৩:২১-২৩ এবং যোহন ৬:৩৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
যিশু বাপ্তিস্ম নেওয়ার পর কোন কাজকে তাঁর জীবনে সবচেয়ে প্রথমে রেখেছিলেন?
৫. আপনি বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছাতে পারেন
উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের বিষয়ে আপনি হয়তো মনে করতে পারেন, “আমি কি এই পদক্ষেপ নিতে পারব?” ভয় পাবেন না। কারণ আপনি যদি ক্রমাগত যিহোবার বিষয়ে শিখতে থাকেন, তা হলে এমন একদিন আসবে, যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে, আপনি বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিছু ব্যক্তির কাছ থেকে শুনুন যে, তারা বাপ্তিস্ম নেওয়ার জন্য কী করেছে। ভিডিওটা দেখুন।
যোহন ১৭:৩ এবং যাকোব ১:৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
বাপ্তিস্ম নেওয়ার জন্য একজন ব্যক্তি কী করতে পারেন?
ক. একজন ব্যক্তি যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করার সময় তাঁকে বলেন, তিনি চিরকাল ধরে তাঁর সেবা করবেন
খ. একজন ব্যক্তি বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে দেখান যে, তিনি যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করেছেন
৬. বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে আপনি যিহোবার পরিবারের অংশ হয়ে উঠবেন
সারা পৃথিবীর যিহোবার সাক্ষিরা হল একটা পরিবারের মতো। তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যে-পরিবেশেই বড়ো হয়ে উঠুক না কেন, তারা একই শিক্ষাগুলো মেনে চলে আর একই মান অনুযায়ী জীবনযাপন করে। একজন ব্যক্তি যখন বাপ্তিস্ম নেন, তখন তিনি এই পরিবারের অংশ হয়ে ওঠেন। গীতসংহিতা ২৫:১৪ এবং ১ পিতর ২:১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:
একজন ব্যক্তি যখন বাপ্তিস্ম নেন, তখন যিহোবার সঙ্গে এবং তাঁর লোকদের সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক কেমন হয়?
কেউ কেউ বলে থাকে: “বাপ্তিস্ম নেওয়ার জন্য আমি এখনও প্রস্তুত নই।”
আপনিও হয়তো এমনটা মনে করতে পারেন, কিন্তু এরপরও কি আপনার মনে হয়, বাপ্তিস্মের লক্ষ্য রাখা ভালো হবে?
সারাংশ
যিশু বলেছিলেন, তাঁর শিষ্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই বাপ্তিস্ম নিতে হবে। তাই, একজন ব্যক্তি যদি বাপ্তিস্মের লক্ষ্যে পৌঁছাতে চান, তা হলে যিহোবার উপর তার বিশ্বাস বৃদ্ধি করতে হবে, তাঁর মান অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং তাঁর কাছে নিজের জীবন উৎসর্গ করতে হবে।
পুনরালোচনা
বাপ্তিস্ম কী এবং কেন তা নেওয়া গুরুত্বপূর্ণ?
উৎসর্গীকরণ কী এবং কখন তা করা হয়?
নিজের জীবন উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য একজন ব্যক্তিকে কী করতে হবে?
আরও জানুন
বাপ্তিস্ম নেওয়ার অর্থ কী এবং কী নয়, তা জানুন।
বাপ্তিস্ম নেওয়ার জন্য একজন ব্যক্তি কী করতে পারেন, তা লক্ষ করুন।
“যিহোবার প্রতি ভালোবাসা ও উপলব্ধিবোধ বাপ্তিস্ম নিতে অনুপ্রাণিত করে” (প্রহরীদুর্গ, মার্চ ২০২০)
একজন ব্যক্তি সম্বন্ধে জানুন, যিনি কেবল আবেগের বশে বাপ্তিস্ম নেওয়ার সিদ্ধান্ত নেননি।
“তারা চেয়েছিলেন যেন আমি নিজে সত্যকে পরীক্ষা করে দেখি” (প্রহরীদুর্গ, ফেব্রুয়ারি ১, ২০১৩, ইংরেজি)
বাপ্তিস্ম নেওয়ার লক্ষ্য রাখা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন, তা জানুন।
“আমি কেন বাপ্তিস্ম নেব?” (যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে, খণ্ড ২, অধ্যায় ৩৭, ইংরেজি)
a একজন ব্যক্তি যদি আগে কোনো ধর্মে বাপ্তিস্ম নিয়ে থাকেন, তা হলে তাকে আবারও বাপ্তিস্ম নিতে হবে। কেন? কারণ তিনি যে-ধর্মে ছিলেন, সেখানে তাকে বাইবেলের সত্য শেখানো হয়নি।—প্রেরিত ১৯:১-৫ এবং পাঠ ১৩ দেখুন।