ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lff পাঠ ৩১
  • ঈশ্বরের রাজ্য কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের রাজ্য কী?
  • চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীরভাবে গবেষণা করুন
  • সারাংশ
  • আরও জানুন
  • ঈশ্বরের রাজ্য কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • ঈশ্বরের রাজ্য কী করবে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • ঈশ্বরের রাজ্য শাসন করে
    জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে
  • ঈশ্বরের রাজ্য কী?
    ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!
আরও দেখুন
চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
lff পাঠ ৩১
পাঠ ৩১. স্বর্গে যিহোবার মহিমা ও প্রতাপের সামনে যিশু খ্রিস্ট একজন রাজা হিসেবে দাঁড়িয়ে আছেন।

পাঠ ৩১

ঈশ্বরের রাজ্য কী?

ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ

বাইবেলের মূল বার্তাই হল, ঈশ্বরের রাজ্য। যিহোবা এই রাজ্যের মাধ্যমেই পুরো পৃথিবীকে এক পরমদেশে পরিণত করবেন, ঠিক যেমনটা তিনি শুরুতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, ঈশ্বরের রাজ্য কী? কীভাবে আমরা জানতে পারি, বর্তমানে এই রাজ্য শাসন করছে? ঈশ্বরের রাজ্য এখনও পর্যন্ত কী করেছে এবং ভবিষ্যতে কী করবে? এই প্রশ্নগুলোর উত্তর এই পাঠে এবং পরবর্তী দুটো পাঠে দেওয়া হবে।

১. ঈশ্বরের রাজ্য কী এবং ঈশ্বর কাকে এই রাজ্যের রাজা করেছেন?

যিহোবা ঈশ্বর স্বর্গে একটা সরকার স্থাপন করেছেন, যেটাকে ঈশ্বরের রাজ্য বলা হয়েছে। যিহোবা যিশু খ্রিস্টকে এই রাজ্যের রাজা করেছেন। (মথি ৪:১৭; যোহন ১৮:৩৬) বাইবেল যিশু সম্বন্ধে বলে: তিনি রাজা হয়ে “চিরকাল রাজত্ব করবেন।” (লূক ১:৩২, ৩৩) যিশু রাজা হয়ে এই পৃথিবীর সমস্ত লোকের উপর রাজত্ব করবেন।

২. যিশুর সঙ্গে কারা রাজত্ব করবে?

যিশু একা রাজত্ব করবেন না। “সমস্ত বংশ ও ভাষা ও বর্ণ ও জাতির মধ্য থেকে” আসা ব্যক্তিরা রাজা হয়ে “পৃথিবীর উপর রাজত্ব করবে।” (প্রকাশিত বাক্য ৫:৯, ১০) যিশু পৃথিবীতে আসার পর থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ ব্যক্তি তাঁর শিষ্য হয়েছে। কিন্তু, তারা প্রত্যেকেই কি তাঁর সঙ্গে স্বর্গে রাজত্ব করবে? না। তাদের মধ্যে থেকে শুধুমাত্র ১,৪৪,০০০ জন ব্যক্তি যিশুর সঙ্গে স্বর্গে রাজত্ব করবে। (পড়ুন, প্রকাশিত বাক্য ১৪:১-৪.) আর যিশুর বাকি শিষ্যেরা সেই রাজ্যের প্রজা হয়ে এই পৃথিবীতে জীবনযাপন করবে।—গীতসংহিতা ৩৭:২৯.

৩. ঈশ্বরের রাজ্য কেন মানুষের সরকারের চেয়ে অনেক বেশি ভালো?

একজন মানব শাসক হয়তো মানুষের ভালোর জন্য অনেক কিছু করতে চান, কিন্তু সমস্ত কিছু করার ক্ষমতা তার কাছে থাকে না। শুধু তা-ই নয়, কিছুদিন পর এই শাসকের পরিবর্তে অন্য কোনো শাসক চলে আসেন এবং তিনি হয়তো লোকদের ভালোর জন্য চিন্তা না-ও করতে পারেন। কিন্তু, রাজা যিশুর জায়গায় কখনো অন্য কেউ শাসন করবে না। কারণ ঈশ্বর “এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না।” (দানিয়েল ২:৪৪) যিশু পুরো পৃথিবীর উপরে রাজত্ব করবেন এবং কারো প্রতি পক্ষপাতের মনোভাব দেখাবেন না। যিশু হলেন একজন প্রেমময়, দয়ালু এবং ন্যায়পরায়ণ রাজা। তিনি তাঁর প্রজাদেরও শেখাবেন, যেন তারা একে অপরের সঙ্গে প্রেম ও দয়া দেখিয়ে এবং ন্যায্যভাবে আচরণ করে।— পড়ুন, যিশাইয় ১১:৯.

গভীরভাবে গবেষণা করুন

কেন ঈশ্বরের রাজ্য মানুষের সরকারের চেয়ে অনেক বেশি ভালো? আসুন তা জানি।

স্বর্গে যিশু রাজসিংহাসনে বসে পৃথিবীর উপর শাসন করছেন। পিছনে তাঁর সহ-শাসকেরা বসে রয়েছে। তাঁদের পিছনে যিহোবা বসে রয়েছেন, যিনি প্রতাপে পরিপূর্ণ।

৪. ঈশ্বরের রাজ্য হল এমন এক ক্ষমতাশালী সরকার, যা পুরো পৃথিবীর উপর শাসন করবে

যিশু খ্রিস্টের কাছে এত ক্ষমতা রয়েছে, যা অন্য কোনো শাসকের কাছে নেই। মথি ২৮:১৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কেন আমরা বলতে পারি, যিশুর কাছে অন্য যেকোনো শাসকের চেয়ে অনেক বেশি ক্ষমতা রয়েছে?

মানুষের সরকার পরিবর্তন হতেই থাকে। এ ছাড়া, প্রতিটা সরকার পৃথিবীর কোনো একটা দেশে অথবা এলাকায় শাসন করে থাকে। কিন্তু, ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কী বলা হয়েছে, তা লক্ষ করুন। দানিয়েল ৭:১৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • ঈশ্বরের রাজ্য কখনো “বিনষ্ট হইবে না।” এর থেকে আমাদের কোন উপকার হবে বলে আপনার মনে হয়?

  • ঈশ্বরের রাজ্য পুরো পৃথিবীর উপর শাসন করবে। এর থেকে আমাদের কোন উপকার হবে বলে আপনার মনে হয়?

৫. ইতিহাস দেখায়, মানুষ সঠিকভাবে শাসন করতে পারে না

মানুষের সরকারের পরিবর্তে কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: ঈশ্বরের রাজ্য কী?—অংশবিশেষ (১:৪১)

  • মানুষের শাসনের পরিণতি কী হয়েছে?

উপদেশক ৮:৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আপনার কি মনে হয় যে, মানুষের সরকারের পরিবর্তে আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন? কেন আপনি তা মনে করেন?

৬. ঈশ্বরের রাজ্যের শাসকেরা আমাদের ভালোভাবে বোঝেন

আমাদের রাজা যিশু একজন মানুষ হিসেবে জীবনযাপন করেছেন। তাই, তিনি আমাদের ভালোভাবে বোঝেন এবং “আমাদের দুর্বলতার প্রতি সমবেদনা দেখাতে” পারেন। (ইব্রীয় ৪:১৫, ফুটনোট) যিহোবা এই পৃথিবী থেকে ১,৪৪,০০০ জন ব্যক্তিকে যিশুর সঙ্গে রাজত্ব করার জন্য বাছাই করেছেন। এই বিশ্বস্ত পুরুষ ও নারীদের “সমস্ত বংশ ও ভাষা ও বর্ণ ও জাতির মধ্য থেকে” বাছাই করা হয়েছে।—প্রকাশিত বাক্য ৫:৯.

  • যিশু এবং তাঁর সহ-শাসকেরা আমাদের অনুভূতি বোঝেন আর আমরা কোন সমস্যাগুলোর মুখোমুখি হই, তা তারা জানেন। কেন আপনি এই বিষয়টা জেনে সান্ত্বনা লাভ করতে পারেন?

আলাদা আলাদা সময়ে এবং আলাদা আলাদা পরিবেশে বড়ো হওয়া অভিষিক্ত পুরুষ ও নারীরা।

যিশুর সঙ্গে রাজত্ব করার জন্য যিহোবা আলাদা আলাদা দেশ, জাতি ও ভাষা থেকে পুরুষ ও নারীদের বাছাই করেছেন

৭. ঈশ্বরের রাজ্যের আইনগুলো অন্য যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি ভালো

সরকারগুলো তাদের নাগরিকদের ভালোর জন্য এবং তাদের সুরক্ষার জন্য সাধারণত কিছু আইন তৈরি করে থাকে। ঈশ্বরের রাজ্য বা সরকারও তার নাগরিকদের জন্য কিছু আইন তৈরি করেছে। ১ করিন্থীয় ৬:৯-১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • সমস্ত ব্যক্তি যদি ঈশ্বরের আইন অনুযায়ী জীবনযাপন করে,a তা হলে এই পৃথিবী কেমন হবে?

  • যিহোবা তাঁর রাজ্যের নাগরিকদের কাছ থেকে আশা করেন, তারা যেন সেই আইনগুলো মেনে চলে। যিহোবার এইরকম আশা করা কি ভুল? কেন আপনি তা মনে করেন?

  • কোন বিষয়টা থেকে আমরা বুঝতে পারি, ঈশ্বরের আইন যে-লোকেরা মেনে চলে না, তারাও পরিবর্তিত হতে পারে?—১১ পদ দেখুন।

একজন পুলিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কনট্রোল করছে। বিভিন্ন বয়সের ব্যক্তিরা রাস্তা পার হচ্ছে।

মানব সরকারগুলো তাদের নাগরিকদের ভালোর জন্য এবং তাদের সুরক্ষার জন্য সাধারণত কিছু আইন তৈরি করে থাকে। ঈশ্বরের সরকারও তার নাগরিকদের ভালোর জন্য এবং তাদের সুরক্ষার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে। কিন্তু, এই আইনগুলো মানুষের সরকারের চেয়ে অনেক বেশি ভালো

কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “ঈশ্বরের রাজ্য কী?”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

ঈশ্বরের রাজ্য হল, একটা বাস্তব সরকার আর এই সরকার স্বর্গ থেকে পুরো পৃথিবীর উপর শাসন করবে।

পুনরালোচনা

  • ঈশ্বরের রাজ্যের রাজা কে?

  • ঈশ্বরের রাজ্য কেন মানুষের সরকারের চেয়ে অনেক বেশি ভালো?

  • যিহোবা তাঁর রাজ্যের নাগরিকদের কাছ থেকে কী আশা করেন?

লক্ষ্য

আরও জানুন

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশু কী বলেছিলেন? আসুন তা জানি।

“ঈশ্বরের রাজ্য কি আমাদের হৃদয়ে রয়েছে?” (অনলাইন প্রবন্ধ)

কেন যিহোবার সাক্ষিরা মানুষের সরকারের পরিবর্তে ঈশ্বরের রাজ্যকে সমর্থন করে?

ঈশ্বরের রাজ্যকে সমর্থন করা (১:৪৩)

বাইবেল আমাদের ১,৪৪,০০০ জন ব্যক্তি সম্বন্ধে কী জানায়, যাদের যিহোবা যিশুর সঙ্গে রাজত্ব করার জন্য বেছে নিয়েছেন? আসুন তা জানি।

“কারা স্বর্গে যাবে?” (অনলাইন প্রবন্ধ)

জেলে বন্দি একজন মহিলা কোন বিষয়টা থেকে নিশ্চিত হয়েছিলেন যে, একমাত্র ঈশ্বরই এই পৃথিবী থেকে সমস্ত অবিচার দূর করতে পারেন? আসুন তা জানি।

“অবশেষে আমি বুঝতে পারি, অবিচার একদিন শেষ হবে” (সচেতন থাক!, নভেম্বর ২০১১, ইংরেজি)

a বিভাগ ৩-এ এই আইনগুলোর মধ্যে থেকে কয়েকটা আলোচনা করা হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার