ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • খ্রিস্টান নারীদের সমর্থন করুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | সেপ্টেম্বর
    • যিশু মার্থা ও মরিয়মকে শিক্ষা দিচ্ছেন আর তারা তাঁর পায়ের কাছে বসে তাঁর কথা শুনছেন। চিত্র: ১. এক দম্পতি একজন বয়স্কা অসুস্থ বোনের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছেন। সেই ভাই বয়স্কা বোনের সঙ্গে কথা বলছেন আর তার স্ত্রী নিজেদের সঙ্গে করে আনা খাবারগুলো ক্যারি ব্যাগ থেকে বের করছেন। ২. এক দম্পতি একজন বোন ও তার অল্পবয়সি মেয়ের সঙ্গে পারিবারিক উপাসনা উপভোগ করছেন। ৩. একজন ভাই দুই জন বোনকে গাড়ির চাকা পালটাতে সাহায্য করছেন।

      যিশুর মতো আমরা বিশ্বস্ত বোনদের প্রতি প্রেমময় বিবেচনা দেখাতে পারি (৬-৯ অনুচ্ছেদ দেখুন)e

      ৬. লূক ১০:৩৮-৪২ পদে লিপিবদ্ধ বিবরণ অনুযায়ী যিশু কীভাবে মার্থা ও মরিয়মকে সাহায্য করেছিলেন?

      ৬ যিশু তাঁর আধ্যাত্মিক বোনদের সঙ্গে সময় কাটাতেন এবং তিনি তাদের প্রকৃত বন্ধু ছিলেন। মরিয়ম ও মার্থার সঙ্গে যিশুর যে-বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তা নিয়ে বিবেচনা করুন, যারা সম্ভবত অবিবাহিত ছিলেন। (পড়ুন, লূক ১০:৩৮-৪২.) যিশু তাঁর কথা ও কাজের মাধ্যমে নিশ্চিতভাবেই তাদের স্বচ্ছন্দ বোধ করতে সাহায্য করেছিলেন। উদাহরণ স্বরূপ, মরিয়ম যিশুর শিষ্যা হিসেবে তাঁর পায়ের কাছে বসতে স্বচ্ছন্দ বোধ করেছিলেন।c আর মরিয়ম রান্নার কাজে সাহায্য করছিলেন না বলে মার্থা যখন অসন্তুষ্ট হয়েছিলেন, তখন মার্থাও স্বচ্ছন্দে নিজের অনুভূতির কথা যিশুকে জানাতে পেরেছিলেন। সেই সময়ে যিশু সেই দুই জন নারীকেই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছিলেন। আর যিশু অন্যান্য সময়ে তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার মাধ্যমেও সেই দুই জন নারী এবং তাদের ভাই লাসারের প্রতি তাঁর চিন্তা প্রকাশ করেছিলেন। (যোহন ১২:১-৩) তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে, লাসার যখন গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন, তখন মরিয়ম ও মার্থা যিশুর কাছে সাহায্য চাইতে পেরেছিলেন।—যোহন ১১:৩, ৫.

  • খ্রিস্টান নারীদের সমর্থন করুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২০ | সেপ্টেম্বর
    • c একটা তথ্যগ্রন্থ বলে: ‘শিষ্যরা তাদের শিক্ষকের পায়ের কাছে বসত। তারা শিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ লাভ করার সময়ে এমনটা করত। কিন্তু, নারীদের শিক্ষিকা হওয়ার অনুমতি ছিল না। তাই, যিহুদি পুরুষরা যদি মরিয়মকে যিশুর পায়ের কাছে বসে আগ্রহের সঙ্গে তাঁর কথা শুনতে দেখে থাকে, তা হলে তারা তা দেখে অবাক হয়ে গিয়ে থাকতে পারে।’

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার