-
“তিনি মৃত হইলেও এখনও কথা কহিতেছেন”তাদের বিশ্বাস অনুকরণ করুন
-
-
৫. হেবলকে ‘জগতের পত্তনের’ সঙ্গে যুক্ত করে যিশু যে-মন্তব্য করেছিলেন, তার অর্থ কী ছিল? (এ ছাড়া, পাদটীকা দেখুন।)
৫ মানবজাতির ইতিহাসের শুরুর দিকে হেবলের জন্ম হয়েছিল। পরবর্তীকালে যিশু হেবলের বিষয়ে বলেছিলেন যে, তিনি ‘জগতের পত্তনের’ সময়ে বেঁচে ছিলেন। (পড়ুন, লূক ১১:৫০, ৫১.) স্পষ্টতই, যিশু সেই লোকেদের জগৎকে বুঝিয়েছিলেন, যাদের পাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু হেবল ছিলেন সৃষ্টি থেকে চতুর্থ ব্যক্তি, তাই ঈশ্বর হয়তো তাকেই মুক্তি পাওয়ার যোগ্য এমন প্রথম ব্যক্তি হিসেবে দেখেছিলেন।a স্পষ্টতই, হেবল বড়ো হয়ে ওঠার সময় এমন কেউ ছিল না, যে তার ওপর ভালো প্রভাব ফেলবে।
-
-
“তিনি মৃত হইলেও এখনও কথা কহিতেছেন”তাদের বিশ্বাস অনুকরণ করুন
-
-
a মূল ভাষায় ‘জগতের পত্তন’ অভিব্যক্তি বীজ বপন করার ধারণা দেয়, যেটা প্রজননকে ইঙ্গিত করে, তাই এটা প্রথম মানবসন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু, যিশু কেন প্রথম বংশধর কয়িনকে নয় বরং হেবলকে ‘জগতের পত্তনের’ সঙ্গে যুক্ত করেছিলেন? কয়িনের সিদ্ধান্ত ও কাজগুলো স্বেচ্ছায় যিহোবা ঈশ্বরের বিরুদ্ধে করা বিদ্রোহ ছিল। তার বাবা-মার মতোই কয়িনও পুনরুত্থান ও মুক্তি পাওয়ার তালিকায় আসে না।
-