-
আপনি কি “ঈশ্বরের উদ্দেশে ধনবান্”?২০০৭ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
৭. যিশুর নীতিগল্পে উল্লেখিত ব্যক্তিটি কীভাবে তার সমস্যার সমাধান করেছিলেন?
৭ যিশুর দৃষ্টান্তে ফিরে গিয়ে দেখি যে, সেই ধনী ব্যক্তি কী করেছিলেন, যখন তার জমিতে এত শস্য উৎপন্ন হয়েছিল যে, তার ফসল রাখার কোনো স্থানই ছিল না? তিনি তার গোলাঘর ভেঙে বড় বড় গোলাঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে অতিরিক্ত সমস্ত শস্য ও দ্রব্য সেখানে সঞ্চয় করতে পারেন। এই পরিকল্পনা স্পষ্টতই তাকে এতটাই নিরাপত্তা ও পরিতৃপ্তিবোধ প্রদান করেছিল যে, তিনি মনে মনে চিন্তা করেছিলেন: “আপন প্রাণকে বলিব, প্রাণ, বহুবৎসরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে; বিশ্রাম কর, ভোজন পান কর, আমোদ প্রমোদ কর।”—লূক ১২:১৯.
কেন “নির্ব্বোধ”?
৮. যিশুর নীতিগল্পে উল্লেখিত ব্যক্তিটি অতীব গুরুত্বপূর্ণ কোন বিষয়টা উপেক্ষা করেছিলেন?
৮ কিন্তু, যিশু যেমন তুলে ধরেছিলেন যে, ধনী ব্যক্তির পরিকল্পনা কেবল এক মিথ্যা নিরাপত্তাবোধ প্রদান করেছিল। সেটাকে যতই ব্যবহারিক বলে মনে হোক না কেন, তা অতীব গুরুত্বপূর্ণ এক বিষয়কে—ঈশ্বরের ইচ্ছাকে—অন্তর্ভুক্ত করেনি। সেই ব্যক্তি কেবল নিজের কথা চিন্তা করেছিলেন যে, কীভাবে তিনি বিশ্রাম নিতে এবং ভোজন, পান ও আমোদপ্রমোদ করতে পারবেন। তিনি চিন্তা করেছিলেন যে, যেহেতু তার “অনেক দ্রব্য” আছে, তাই তিনি ‘বহুবৎসর’ জীবিতও থাকবেন। কিন্তু, তার জন্য দুঃখজনক ঘটনা হল যে, তেমনটা ঘটেনি। ঠিক যেমন যিশু আগে বলেছিলেন, “উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না।” (লূক ১২:১৫) সেই রাতেই, লোকটি যেসমস্ত বিষয়ের জন্য পরিশ্রম করেছিলেন, সেগুলো অপ্রত্যাশিতভাবে শেষ হতে চলেছিল, কারণ ঈশ্বর তাকে বলেছিলেন: “হে নির্ব্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে, এ সকল কাহার হইবে?”—লূক ১২:২০.
-
-
আপনি কি “ঈশ্বরের উদ্দেশে ধনবান্”?২০০৭ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
১০. কেন “অনেক দ্রব্য” থাকা ‘বহুবৎসর’ লাভ করার নিশ্চয়তা নয়?
১০ এই শিক্ষাটার প্রতি আমাদের গভীর মনোযোগ দেওয়া উচিত। আমরা কি নীতিগল্পে উল্লেখিত ব্যক্তিটির মতো হতে পারি—“অনেক দ্রব্য” লাভ করার বিষয়টা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করি কিন্তু সেই বিষয়টা করতে ব্যর্থ হই, যা ‘বহুবৎসর’ লাভ করার প্রত্যাশা অর্জন করার জন্য আবশ্যক? (যোহন ৩:১৬; ১৭:৩) বাইবেল বলে: “ক্রোধের দিনে ধন উপকার করে না,” এবং “যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়।” (হিতোপদেশ ১১:৪, ২৮) তাই, যিশু সেই নীতিগল্পে সর্বশেষ এই উপদেশ যুক্ত করেন: “যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে, এবং ঈশ্বরের উদ্দেশে ধনবান্ নয়, সে এইরূপ।”—লূক ১২:২১.
-