ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lff পাঠ ৫৫
  • আপনার মণ্ডলীকে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার মণ্ডলীকে সাহায্য করুন
  • চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীরভাবে গবেষণা করুন
  • সারাংশ
  • আরও জানুন
  • আপনাদের ভালোবাসার জন্য যিহোবাকে ধন্যবাদ দিই
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • ‘সদাপ্রভুর উদ্দেশে মুক্তহস্তে দান’
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
  • কাজ ও টাকাপয়সার বিষয়ে বাইবেল আমাদের কী বলে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • কেন ঈশ্বরকে দান করবেন, যাঁর সমস্ত কিছু রয়েছে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
আরও দেখুন
চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
lff পাঠ ৫৫
পাঠ ৫৫. ভাই ও বোনেরা তাদের কিংডম হলের বাইরেটা রক্ষণাবেক্ষণ করছে।

পাঠ ৫৫

আপনার মণ্ডলীকে সাহায্য করুন

ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ
ছাপানো সংস্করণ

সারা পৃথিবীতে হাজার হাজার মণ্ডলীতে লক্ষ লক্ষ ব্যক্তিরা আনন্দের সঙ্গে যিহোবার উপাসনা করে থাকে। সেখান থেকে তারা যে-ভালো বিষয়গুলো শেখে এবং যে-পরামর্শ পায়, সেগুলোর জন্য তারা অনেক কৃতজ্ঞ। আর তারা ভিন্ন ভিন্ন উপায়ে নিজ নিজ মণ্ডলীকে সাহায্য করে থাকে। আপনিও কি আপনার মণ্ডলীর জন্য কৃতজ্ঞ? আপনি আপনার মণ্ডলীর জন্য কী করতে পারেন? আসুন তা জানি।

১. মণ্ডলীকে সাহায্য করার জন্য কীভাবে আমরা আমাদের সময় ও শক্তিকে ব্যবহার করতে পারি?

মণ্ডলীকে আমরা সবাই কোনো-না-কোনো উপায়ে সাহায্য করতে পারি। যেমন, আমাদের মণ্ডলীতে যদি কোনো বয়স্ক ভাই বা বোন থাকে কিংবা কারো যদি হাঁটাচলা করতে অসুবিধা হয়, তা হলে আমরা তাদের আমাদের সঙ্গে সভায় নিয়ে যেতে পারি। আমরা অন্যান্য উপায়েও সাহায্য করতে পারি, যেমন তাদের জন্য কেনাকাটা করতে পারি অথবা তাদের ঘরবাড়ি পরিষ্কার করতে পারি। (পড়ুন, যাকোব ১:২৭.) এ ছাড়া, আমরা কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সাহায্য করতে পারি। কেউ আমাদের এই কাজগুলো করার জন্য জোর করে না, বরং আমরা এগুলো “স্বেচ্ছায়” করে থাকি কারণ আমরা যিহোবা ও ভাই-বোনদের ভালোবাসি।—গীতসংহিতা ১১০:৩.

বাপ্তিস্ম নিয়েছেন এমন ভাই-বোনেরা অন্যান্য উপায়েও মণ্ডলীকে সাহায্য করতে পারে। বাইবেলে দেওয়া যোগ্যতাগুলো যে-ভাইয়েরা পূরণ করে, তারা মণ্ডলীতে একজন পরিচারক দাস হিসেবে সেবা করতে পারে এবং পরবর্তী সময়ে প্রাচীন হিসেবেও সেবা করতে পারে। এ ছাড়া, মণ্ডলীতে থাকা ভাই ও বোনেরা উভয়েই অগ্রগামী হিসেবে সেবা করার মাধ্যমে প্রচার কাজে সাহায্য করতে পারে। কিছু ভাই-বোন আবার উপাসনাস্থল নির্মাণের কাজেও সাহায্য করতে পারে অথবা তারা এমন মণ্ডলীতে গিয়েও সেবা করতে পারে, যেখানে বেশি প্রয়োজন রয়েছে।

২. মণ্ডলীকে সাহায্য করার জন্য কীভাবে আমরা আমাদের টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করতে পারি?

আমরা আমাদের ‘ধন’ বা মূল্যবান সম্পদ ব্যবহার করে ‘সদাপ্রভুর সম্মান করতে’ পারি। (হিতোপদেশ ৩:৯) আমরা আমাদের টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করে স্থানীয় মণ্ডলী এবং পৃথিবীতে হওয়া প্রচার কাজে সাহায্য করতে পারি বলে আমরা অনেক আনন্দিত হই। (পড়ুন, ২ করিন্থীয় ৯:৭.) আমরা যে-দান করি, তা ব্যবহার করে সেই সমস্ত ভাই-বোনকেও সাহায্য করা হয়, যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। অনেক খ্রিস্টান দান দেওয়ার জন্য নিয়মিতভাবে ‘কিছু আলাদা করে রাখে।’ (পড়ুন, ১ করিন্থীয় ১৬:২.) আমরা উপাসনাস্থলে রাখা দান বাক্সে দান দিতে পারি অথবা অনলাইনের মাধ্যমে donate.jw.org ওয়েবসাইটে গিয়েও দান দিতে পারি। এভাবে আমরা টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ দান করার মাধ্যমে দেখাতে পারি যে, আমরা যিহোবাকে কত ভালোবাসি!

গভীরভাবে গবেষণা করুন

মণ্ডলীকে সাহায্য করার কিছু উপায় কী? আসুন তা জানি।

৩. আমরা টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ দান করতে পারি

যিহোবা সেই ব্যক্তিদের ভালোবাসেন, যারা আনন্দের সঙ্গে হৃদয় থেকে দান করে। যিশুও ঠিক তাঁর পিতার মতোই। উদাহরণস্বরূপ, যিশু একবার এক গরিব বিধবাকে লক্ষ করেছিলেন এবং তার প্রশংসা করেছিলেন কারণ এই বিধবার কাছে সামান্য কিছু থাকা সত্ত্বেও তিনি যিহোবার জন্য দান করেছিলেন। লূক ২১:১-৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা কি শুধুমাত্র তখনই খুশি হন, যখন আমরা অনেক বেশি পরিমাণে দান করি?

  • আমরা যখন আনন্দের সঙ্গে হৃদয় থেকে দান করি, তখন যিহোবা ও যিশুর কেমন লাগে?

কীভাবে আমাদের দেওয়া দান বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়ে থাকে? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: ‘সদাপ্রভুর উদ্দেশে হস্তপূরণ দান’ (৪:৪৭)

  • আমাদের দেওয়া দান কীভাবে ব্যবহার করা হয়, যাতে সারা পৃথিবীতে থাকা মণ্ডলীগুলো উপকার পেতে পারে?

একজন বয়স্ক বোন দান বাক্সে দান দিচ্ছে।

৪. আমরা অন্যান্য উপায়েও সাহায্য করতে পারি

প্রাচীন কালে, যিহোবার উপাসকেরা উপাসনাস্থলের ভালোভাবে যত্ন নিত। তারা টাকাপয়সা দেওয়া ছাড়াও আরও কিছু করত। ২ বংশাবলি ৩৪:৯-১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে প্রত্যেক ইজরায়েলীয় যিহোবার গৃহ দেখাশোনার কাজে সাহায্য করেছিল?

বর্তমানে যিহোবার সাক্ষিরা ইজরায়েলীয়দের মতো কী করে থাকে? আসুন তা দেখি। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

ভিডিও: আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়া (৩:৩১)

“আমাদের উপাসনাস্থলের যত্ন নেওয়া” ভিডিওর একটা দৃশ্য। পুরুষ, মহিলা এবং বাচ্চারা তাদের কিংডম হলের ভেতরটা পরিষ্কার করছে।
  • কেন আমাদের কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং এটাকে ভালো অবস্থায় রাখা গুরুত্বপূর্ণ?

  • কীভাবে আপনি এই কাজে সাহায্য করতে পারেন?

স্বেচ্ছাসেবক সাক্ষিদের একটা দল কিংডম হল নির্মাণের কাজে সাহায্য করছে।

৫. মণ্ডলীতে বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য ভাইয়েরা প্রচেষ্টা করতে পারে

বাইবেল খ্রিস্টান ভাইদের উৎসাহিত করে, তারা যেন মণ্ডলীতে যেখানে প্রয়োজন রয়েছে, সেখানে সাহায্য করার জন্য প্রচেষ্টা করে। কীভাবে তারা এটা করতে পারে? তা জানার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

ভিডিও: ভাইয়েরা—উত্তম কাজ করার জন্য প্রচেষ্টা করুন (৫:১৯)

  • ভাই রায়েন মণ্ডলীকে আরও ভালোভাবে সাহায্য করার জন্য কোন প্রচেষ্টা করেছিলেন?

প্রাচীন ও পরিচারক দাসদের কোন কোন যোগ্যতা থাকা প্রয়োজন, তা বাইবেলে বলা রয়েছে। ১ তীমথিয় ৩:১-১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • প্রাচীন অথবা পরিচারক দাস হিসেবে সেবা করার জন্য যে-ভাইয়েরা প্রচেষ্টা করে, তাদের কাছ থেকে কী আশা করা হয়?

  • তাদের পরিবারের কাছ থেকে কী আশা করা হয়?—৪ ও ১১ পদ দেখুন।

  • ভাইয়েরা যখন বাইবেলে দেওয়া যোগ্যতাগুলো পূরণ করার জন্য প্রচেষ্টা করে, তখন কীভাবে মণ্ডলীর প্রত্যেকে উপকৃত হয়?

ঘরে ঘরে প্রচারের সময় একজন যুবক ভাই এক বয়স্ক ভাইকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছে।

কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “যিহোবার সাক্ষিদের কাজের জন্য কোথা থেকে টাকাপয়সা আসে?”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

আমরা যখন আমাদের সময়, শক্তি, টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করে মণ্ডলীকে সাহায্য করি, তখন যিহোবা অনেক খুশি হন।

পুনরালোচনা

  • মণ্ডলীকে সাহায্য করার জন্য কীভাবে আমরা আমাদের সময় ও শক্তিকে ব্যবহার করতে পারি?

  • মণ্ডলীকে সাহায্য করার জন্য কীভাবে আমরা আমাদের টাকাপয়সা ও ব্যক্তিগত সম্পদ ব্যবহার করতে পারি?

  • মণ্ডলীকে আপনি কোন কোন উপায়ে সাহায্য করতে চাইবেন?

লক্ষ্য

আরও জানুন

ঈশ্বর কি চান যে, খ্রিস্টানেরা তাদের আয়ের দশমাংশ তাঁকে দিক? আসুন তা জানি।

“আয়ের দশমাংশ দেওয়ার বিষয়ে বাইবেল আমাদের কী বলে?” (অনলাইন প্রবন্ধ)

বাইবেলে বাপ্তাইজিত ভাইদের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। বাপ্তাইজিত বোনেরাও কি এই দায়িত্বগুলো পালন করতে পারে?

“মণ্ডলীতে মস্তকপদের ভূমিকা কী?” (প্রহরীদুর্গ, ফেব্রুয়ারি ২০২১)

আসুন কিছু ভাইয়ের সঙ্গে পরিচিত হই, যারা সাহসের সঙ্গে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও ভাই-বোনদের কাছে প্রকাশনা পৌঁছে দিচ্ছে।

কঙ্গোতে বাইবেলভিত্তিক প্রকাশনা বিতরণ করা (৪:২৫)

টাকাপয়সার ক্ষেত্রে কীভাবে আমাদের সংগঠন অন্যান্য ধর্মীয় সংগঠনের চেয়ে আলাদা? আসুন তা জানি।

“কীভাবে আপনাদের কাজের জন্য অর্থ জোগানো হয়?” (অনলাইন প্রবন্ধ)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার