-
কখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে শাসন করবে?প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০২০ | নং ২
-
-
যিশু বলেছিলেন: “জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে।” (লূক ২১:১০, ১১) একসঙ্গে ঘটা এই সমস্ত ঘটনা একটা স্পষ্ট চিহ্ন প্রদান করে যে, “ঈশ্বরের রাজ্য সন্নিকট।” এই ঘটনাগুলো কি কখনো বড়ো আকারে এবং একইসঙ্গে ঘটেছে? আসুন কিছু প্রমাণ বিবেচনা করে দেখি।
-
-
কখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে শাসন করবে?প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ)—২০২০ | নং ২
-
-
২. ভূমিকম্প
ব্রিটানিকা অ্যাকাডেমিক বলে: প্রতি বছর প্রায় ১০০টা ভূমিকম্প হয় আর সেগুলোর ফলে “প্রচুর ক্ষতি” হয়। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী “১৯৯০ সাল পর্যন্ত যে-রেকর্ড রাখা হয়েছে, সেটার ভিত্তিতে এটা বলা যায় যে, প্রতি বছর ১৬টা বড়ো বড়ো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।” যদিও কেউ কেউ মনে করে থাকে, বর্তমানে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার ব্যাপারে মানুষের কাছে আগের চেয়ে আরও ভালো উপায় রয়েছে, কিন্তু সত্য বিষয়টা হল, বিশ্বব্যাপী বড়ো বড়ো ভূমিকম্পের ফলে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং লক্ষ লক্ষ ব্যক্তি তাদের জীবনও হারাচ্ছে।
৩. দুর্ভিক্ষ
যুদ্ধ, দুর্নীতি, অর্থনৈতিক পতন, ফসলের ক্ষতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিশ্বব্যাপী খাদ্যের অভাব দেখা দেয়। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর “২০১৮ সালের বার্ষিক রিপোর্টে” তুলে ধরা হয়েছে: “পুরো পৃথিবীতে ৮২ কোটি ১০ লক্ষ লোক খাদ্যাভাবের মধ্যে রয়েছে আর তাদের মধ্যে ১২ কোটি ৪০ লক্ষ লোক খাদ্যাভাবের কারণে মারা যাচ্ছে।” অপুষ্টির কারণে প্রতি বছর প্রায় ৩১ লক্ষ শিশু মারা যায়। ২০১১ সালে বিশ্বব্যাপী সমস্ত শিশুর মধ্যে শুধুমাত্র অপুষ্টির কারণে প্রায় ৪৫ শতাংশ শিশু মারা গিয়েছে।
৪. রোগ ও মহামারি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র এক প্রকাশনা জানায়: “একবিংশ শতাব্দীকে বড়ো বড়ো মহামারি দ্বারা চিহ্নিত করা হয়েছে।” কলেরা, প্লেগ ও পীতজ্বরের মতো পুরোনো রোগ আবারও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া, ইবোলা, জীকা ও মার্স ভাইরাস, প্যাণ্ডেমিক ইনফ্লুয়েঞ্জা আর সার্স রোগের মতো নতুন ধরনের রোগ বিভিন্ন লোককে কবলিত করেছে।” আমরা সম্প্রতি কোভিড-১৯ অতিমারি লক্ষ করেছি। যদিও চিকিৎসা জগতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু বিজ্ঞানী ও ডাক্তাররা এই সমস্ত রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করার উপায় খুঁজে পাননি।
-