-
“তোমাদের মুক্তি সন্নিকট”!২০১৫ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
২. খ্রিস্টানরা যখন রোমীয় সৈন্যদেরকে তাদের নগর ঘিরে ফেলতে দেখেছিল, তখন তাদের কী করতে হয়েছিল আর সেটা কীভাবে সম্ভবপর হয়েছিল?
২ বহুবছর আগে, যিশু তাঁর শিষ্যদের এই ঘটনা সম্বন্ধে সাবধান করেছিলেন এবং তাদের এই নির্দেশ দিয়েছিলেন: “যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট। তখন যাহারা যিহূদিয়ায় থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যাহারা নগরের মধ্যে থাকে, তাহারা বাহিরে যাউক; আর যাহারা পল্লীগ্রামে থাকে, তাহারা নগরে প্রবেশ না করুক।” (লূক ২১:২০, ২১) যেহেতু সৈন্যরা যিরূশালেমকে ঘিরে ফেলেছিল, তাহলে কীভাবে শিষ্যদের পক্ষে সেই নগর ত্যাগ করার বিষয়ে যিশুর নির্দেশ পালন করা সম্ভবপর হয়েছিল? আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল। রোমীয় সৈন্যবাহিনী হঠাৎ করেই যিরূশালেম থেকে চলে গিয়েছিল! সেই আক্রমণের সময় “কমাইয়া দেওয়া” হয়েছিল, যেমনটা যিশু আগেই বলেছিলেন। (মথি ২৪:২২) সৈন্যরা চলে যাওয়ার পর, বিশ্বস্ত খ্রিস্টানরা দ্রুত পাহাড় অঞ্চলে পালিয়ে যাওয়ার মাধ্যমে যিশুর নির্দেশ পালন করার সুযোগ পেয়েছিল।a পরে ৭০ খ্রিস্টাব্দে এক নতুন রোমীয় সৈন্যবাহিনী যিরূশালেমে ফিরে এসেছিল। এই বার সেই নগর ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু, যারা যিশুর নির্দেশনার বাধ্য হয়েছিল, তারা সকলে রক্ষা পেয়েছিল।
-
-
“তোমাদের মুক্তি সন্নিকট”!২০১৫ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
পরীক্ষার ও বিচারের এক সময়
৭, ৮. মিথ্যা ধর্মের ধ্বংসের পর কোন সুযোগ খোলা থাকবে আর সেই সময়ে ঈশ্বরের লোকেরা কীভাবে অন্য সকলের চেয়ে আলাদা থাকবে?
৭ মিথ্যা ধর্মকে ধ্বংস করে দেওয়ার পর কী ঘটবে? সেই সময়ে, আমাদের হৃদয়ে আসলে কী রয়েছে, সেটা প্রকাশ পাবে। তখন অধিকাংশ মানুষ “পর্ব্বতীয় শৈলে” অর্থাৎ মানুষের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সুরক্ষা ও সাহায্য লাভ করার চেষ্টা করবে। (প্রকা. ৬:১৫-১৭) কিন্তু, যিহোবার লোকেরা সুরক্ষার জন্য তাঁর উপর নির্ভর করবে। প্রথম শতাব্দীতে যখন আক্রমণের সময় “কমাইয়া দেওয়া” হয়েছিল, তখন এই সময় দেওয়ার অর্থ এটা ছিল না, সকল যিহুদি হঠাৎ করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হবে। এর পরিবর্তে, এই সময় দেওয়া হয়েছিল যাতে ইতিমধ্যেই যারা খ্রিস্টান, তারা যিশুর নির্দেশনা অনুযায়ী যিরূশালেম থেকে বের হয়ে যেতে পারে। একইভাবে, ভবিষ্যতে যখন মহতী বাবিলের বিরুদ্ধে আক্রমণের সময় “কমাইয়া দেওয়া” হবে, তখন আমরা এমনটা আশা করতে পারি না, অনেক লোক হঠাৎ করে সত্য খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হবে। এর পরিবর্তে, সেই সময়ে সকল সত্য উপাসক এটা প্রমাণ করার সুযোগ পাবে, তারা যিহোবাকে ভালোবাসে এবং অভিষিক্ত ব্যক্তিদের সমর্থন করে।—মথি ২৫:৩৪-৪০.
৮ পরীক্ষার সেই সময়ে ঠিক কী ঘটবে, তা আমরা জানি না। তবে আমরা এটা জানি, সেই সময়ে জীবনযাপন সহজ হবে না এবং আমাদের বিভিন্ন ত্যাগস্বীকার করতে হবে। প্রথম শতাব্দীতে, রক্ষা পাওয়ার জন্য খ্রিস্টানদের নিজেদের ঘরবাড়ি ত্যাগ করতে হয়েছিল এবং বিভিন্ন কঠিন পরিস্থিতি সহ্য করতে হয়েছিল। (মার্ক ১৩:১৫-১৮) তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত: ‘আমি কি নিজের বস্তুগত বিষয় ত্যাগ করার জন্য প্রস্তুত আছি? যিহোবার প্রতি অনুগত থাকার জন্য যা-কিছু করা প্রয়োজন, আমি কি তা করার জন্য ইচ্ছুক আছি?’ একটু চিন্তা করে দেখুন! সেই সময়ে যা-ই ঘটুক না কেন, একমাত্র আমরাই আমাদের ঈশ্বরের উপাসনা করব, যেমনটা ভাববাদী দানিয়েল করেছিলেন।—দানি. ৬:১০, ১১.
-