-
যে-বিয়েগুলো ঈশ্বর ও মানুষের দৃষ্টিতে সম্মানীয়২০০৬ প্রহরীদুর্গ | অক্টোবর ১৫
-
-
৩. কান্না নগরের কোন উপলক্ষে যিশু অবদান রেখেছিলেন?
৩ ইস্রায়েলীয়রা সেই পদক্ষেপকে বিয়ে সম্পন্ন হয়েছে বলে মেনে নিত। এরপর, তারা হয়তো তা উদ্যাপন করার জন্য ভোজে অংশ নিত, যে-ধরনের ভোজ সম্বন্ধে যোহন ২:১ পদে উল্লেখ করা হয়েছে। (মথি ২২:২-১০; ২৫:১০; লূক ১৪:৮) এই বিবরণ স্পষ্ট করে যে, যিশু একটা যিহুদি বিবাহভোজে উপস্থিত ছিলেন এবং তাতে অবদান রেখেছিলেন। কিন্তু মূল বিষয়টা হল যে, সেই সময়ে একটা বিয়ে ও বিবাহভোজের সঙ্গে যে-বিষয়গুলো যুক্ত ছিল, সেগুলো আজকে যা দেখা যায় তার থেকে ভিন্ন ছিল।
-
-
যে-বিয়েগুলো ঈশ্বর ও মানুষের দৃষ্টিতে সম্মানীয়২০০৬ প্রহরীদুর্গ | অক্টোবর ১৫
-
-
a যিহোবার সাক্ষিরা “ঈশ্বরের দৃষ্টিতে সম্মানজনক বিবাহ” নামক ৩০ মিনিটের একটা বিয়ের বক্তৃতার আউটলাইন ব্যবহার করে থাকে। এটা যিহোবার সাক্ষিদের পারিবারিক সুখের রহস্য (ইংরেজি) বই ও অন্যান্য প্রকাশনার মধ্যে প্রাপ্ত উত্তম শাস্ত্রীয় উপদেশের প্রতি মনোযোগ আকর্ষণ করায়। এই আলোচনা যে-দম্পতিরা বিয়ে করে ও যারা বিয়েতে যোগ দেয়, তাদের সকলের জন্য উপকারী।
-